|
আমি এফ রহমান। বাংলাদেশে থাকি। আমার জানামতে অসমিয়া আর বাংলা বোন ভাষা। জানিনা পড়তে পারবেন কিনা। তবু বাংলাতেই লিখলাম পরিচিতি। পেশাগত জীবনে আমি একজন রসায়নবিদ। ব্যক্তিগত জীবনে গল্প লেখক, ব্লগার, ফেসবুক অনুবাদক, শখের ফটোগ্রাফার, উইকিপিডিয়ান, শখের দেশ পরিব্রাজক আরো কত কি! আমার জন্ম দক্ষিণ এশিয়ার বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার কয়রা থানার ভাগবাহ নামক গ্রামে। সে অনেক বছর আগের কথা। লেখাপড়ার পাঠ চুকিয়েছি ২০১১ সালে। তারপরে একটি বেসরকারী প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে সিনিয়র অফিসার পদে কর্মরত আছি। আমি ভালোবাসি বই পড়তে, ফেসবুক ব্যবহার করতে, ঘুরে বেড়াতে, মায়ের হাতের রান্না খেতে। বাড়ি থেকে অনেক দূরে থাকি বলে হয়তো মায়ের রান্নাটাকেই বেশী মিস করি আজকাল। জন্মেছি সুন্দরবনের খুব কাছে কিন্তু সাগর আর পাহাড় আমাকে খুব টানে।
|
|
|