ইসলামি কবিতা
অবয়ব
(ইসলামী কবিতা থেকে পুনর্নির্দেশিত)
ইসলামি কবিতা হল মুসলিম কবিদের দ্বারা রচিত ইসলাম বা তদসম্পর্কিত কবিতা। পৃথিবীর বহু ভাষায় ইসলামিক কাব্য রচনা করা হয়েছে।
বিভিন্ন ভাষায় ইসলামিক কবিতা
[সম্পাদনা]আল্লাহকে নিয়ে অথবা ভালবাসা বিষয়েই অধিকাংশ ইসলামি কাব্য লেখা হয়েছে। হযরত আলী (র.) এরকম একটি বই রচনা করেছেন যার নাম দেওয়ানে আলী বা বাংলায় আলীর কাব্য সংকলন।