বিষয়বস্তুতে চলুন

মোনাকো ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এএস মোনাকো ফুটবল ক্লাব থেকে পুনর্নির্দেশিত)
মোনাকো
পূর্ণ নামআসোসিয়েশন স্পোর্তিভ দে
মোনাকো ফুটবল ক্লাব
ডাকনামলে মোনেগাস্কেস
লেস রুগেস এত ব্লাঙ্কস
সংক্ষিপ্ত নামএএসএম
প্রতিষ্ঠিত২৩ আগস্ট ১৯২৪; ১০০ বছর আগে (1924-08-23)
মাঠস্তাদ লুইস ২
ধারণক্ষমতা১৮,৫২৩
মালিকএকাতেরিনা বাইবোলোভলেভ ট্রাস্ট (৬৬.৬৭%)
হাউস অফ গ্রিমালদি (৩৩.৩৩%)[]
সভাপতিসোভিয়েত ইউনিয়ন দিমিত্রি বাইবোলোভলেভ
ম্যানেজারক্রোয়েশিয়া নিকো কোভাচ
লিগলীগ ১
২০১৯–২০৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

আসোসিয়েশন স্পোর্তিভ দে মোনাকো ফুটবল ক্লাব, সাধারণত আএস মোনাকো (উচ্চারণ:  ɛs mɔnako]), মোনাকো ফুটবল ক্লাব অথবা শুধুমাত্র মোনাকো নামেই অধিক পরিচিত, হল মোনাকোর একটি ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মোনাকো ফুটবল ক্লাব তাদের সকল হোম ম্যাচ মোনাকোর স্তাদ লুইস ২-এ খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৮,৫২৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লেওনার্দো জারদিম এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সাঈদ শাবান। ফরাসি আক্রমণভাগের খেলোয়াড় উইসাম বেন ইয়েদের এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

যদিও এই ক্লাবটি মোনাকোভিত্তিক ক্লাব, তবুও এটি ফরাসি লীগ পদ্ধতির অধীনে ফরাসি লীগে খেলে। মোনাকো হচ্ছে ফরাসি ফুটবলের অন্যতম সেরা ক্লাব, যারা এপর্যন্ত ৮টি লীগ ট্রফি এবং ৫টি কুপ দে ফ্রান্স ট্রফি জয়লাভ করেছে। এছাড়াও মোনাকো ইউরোপীয় ফুটবলেও প্রতিযোগিতা করেছে যেখানে তারা ১৯৯২ সালের উয়েফা কাপ উইনার্স কাপের এবং ২০০৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লীগের রানার-আপ ছিল।

মোনাকোর ঐতিহ্যবাহী রঙ হচ্ছে লাল এবং সাদা, এবং এজন্যই ক্লাবটি লেস রুগেস এত ব্লাঙ্কস (লাল এবং সাদা) নামে পরিচিত। মোনাকো ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের এক অন্যতম সদস্য। ২০১১ সালের ডিসেম্বর মাসে, এই ক্লাবের দুই-তৃতীয়াংশ রুশ মহাধনাঢ্য ব্যক্তি দিমিত্রি বাইবোলোভলেভর অধীনস্থ একাতেরিনা বাইবোলোভলেভ ট্রাস্টের কাছে বিক্রয় করে দেওয়া হয়।[] বাইবোলোভলেভের অর্থনৈতিক সাহায্যের ফলে, ক্লাবটি পুনরায় লীগ ১ ফিরে আসে এবং প্রথম লীগ জয়ের ১৭ বছর পর ২০১৬–১৭ লীগ ১ মৌসুমে পুনরায় লীগ জয়লাভ করতে সক্ষম হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Conn, David। "Monaco have plenty of money and ambition but not many supporters"The Guardian 
  2. "The origins (1919–1930)"। AS Monaco FC। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৩ 
  3. "Russian billionaire Dmitry Rybolovlev takes over Monaco"BBC Sport। ২৩ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:AS Monaco FC টেমপ্লেট:Ligue 1