বিষয়বস্তুতে চলুন

১৫ ফেব্রুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফেব্রুয়ারি ১৫ থেকে পুনর্নির্দেশিত)
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯

১৫ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৬তম দিন। বছর শেষ হতে আরো ৩১৯ (অধিবর্ষে ৩২০) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৫৬৪ - গ্যালিলিও গ্যালিলি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী (মৃত্যু ১৬৪২)।
  • ১৭১০ - পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা (মৃত্যু ১৭৭৪)।
  • ১৭৫৯ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক (মৃত্যু ১৮২৪)।
  • ১৮২০ - সুসান বি. এন্থনি, আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী (মৃত্যু ১৯০৬)।
  • ১৮২৫ - কার্টার হ্যারিসন সিনিয়র, আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র (মৃত্যু ১৮৯৩)।
  • ১৮৬১ - আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক (মৃত্যু ১৯৪৭)।
  • ১৮৬৩ - কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের বাঙালি কবি ও সাহিত্যিক।(মৃ.১৯৪৯)
  • ১৮৭৪ - আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী (মৃত্যু ১৯২২)।
  • ১৯১৬ - শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।
  • ১৯২১ – রাধা কৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।
  • ১৯৩০ - রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।(মৃ.১২/০৭/১৯৯৯)
  • ১৯৩১ - ক্লেয়ার ব্লুম, ইংরেজ অভিনেত্রী।
  • ১৯৩৫ - সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।
  • ১৯৪০ - হামজা হাজ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।
  • ১৯৪৭ - কাজী হায়াৎ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]