শেখ মাসুম পানিপথী
অবয়ব
শেখ মাসুম পানিপথী | |
---|---|
উড়িষ্যার নায়েব নাযিম | |
কাজের মেয়াদ ডিসেম্বর ১৭৪১ – ১৭৪২ | |
সার্বভৌম শাসক | আলীবর্দী খান |
পূর্বসূরী | সৈয়দ আহমদ খান |
উত্তরসূরী | আব্দুর রসুল খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পানিপথ, মুঘল সাম্রাজ্য (বর্তমান পানিপথ, ভারত) |
মৃত্যু | ১৭৪২ কটক, উড়িষ্যা প্রদেশ, বাংলা (বর্তমান কটক, ওড়িশা, ভারত) |
ধর্ম | ইসলাম |
শেখ মাসুম পানিপথী (জন্ম:? – মৃত্যু: ১৭৪২) বাংলার নবাব আলীবর্দী খানের একজন সেনাপতি ছিলেন[১]। তিনি ১৭৪১ সালের ডিসেম্বর থেকে ১৭৪২ সালের শেষদিক পর্যন্ত উড়িষ্যার প্রাদেশিক শাসনকর্তা ছিলেন। ১৭৪২ সালে কটকের যুদ্ধে তিনি মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের নিকট পরাজিত ও নিহত হন[১]।