নগ্নবীজী উদ্ভিদ
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
নগ্নবীজী উদ্ভিদ সময়গত পরিসীমা: ৩৭.০–০কোটি ডেভোনিয়ান - বর্তমান | |
---|---|
বিভিন্ন ধরনের নগ্নবীজী উদ্ভিদ | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
উপজগৎ: | Embryophyta |
শ্রেণীবিহীন: | Gymnospermae (paraphyletic) |
বিভাগ | |
Pinophyta (or Coniferophyta) - Conifers |
যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। যেমন— সাইকাস, পাইনাস ইত্যাদি । নগ্নবীজী উদ্ভিদ সবীজ (Spermatophyta) উদ্ভিদগুলোর মধ্যে প্রাচীন।পৃথিবীর বৃহত্তম উচ্চতম উদ্ভিদ 'Sequia gigantea' এ গোষ্ঠীর ই অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ।
গ্রিক শব্দ Gymnos = নগ্ন ও spermos = বীজ থেকে Gymnospermae শব্দটি উদ্ভূত হয়েছ। এদের দেহ স্পোরোফাইট ও অসমরেণুপ্রসূ। রেণু বা স্পোর (spore) বিশেষ ধরনের পত্রে উৎপন্ন হয়। স্পোর বা রেণু যেসকল পত্রে উৎপন্ন হয় সেই পত্রগুলোকে রেণুপত্র বা স্পোরোফিল (sporophyll) বলে। স্পোরোফিল ঘনভাবে সজ্জ্বিত হয়ে কোণ বা স্ট্রোবিলাস গঠন করে।নগ্নবীজী উদ্ভিদের গ্যামেটোফাইট অত্যধিক সংক্ষিপ্ত।নিষেকের পূর্বেই হ্যাপ্লয়েড সস্য (endosperm) উৎপন্ন হয়। এতে সুস্পষ্ট ও নিয়মতি,অসম আকৃতির জনুক্রম জীবের জীবন চক্রে যৌন জনন ও অযৌন জনন বা স্পোরোফাইট ও গ্যামেটোফাইট বা হ্যাপ্লয়েড (n) ও ডিপ্লয়েড (2n) উভয় ই চক্রাকারে ঘটলে তাকে জনুক্রম বলে। বিদ্যমান।
গঠন ও আকৃতি
[সম্পাদনা]এগুলোর নির্দিষ্ট কোনো আকার,আকৃতি নেই।
প্রজাতি
[সম্পাদনা]বিশ্বে ৮৩ টি গণের অন্তর্ভুক্ত ৭২১টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। তবে বাংলাদেশে ৪ গণের অন্তর্ভুক্ত মাত্র ৬টি প্রজাতি প্রাকৃতিকভাবে জন্মাতে দেখা যায়।
এগুলো হলো,
Gnetum montenum, Gnetum latifolium, Gnetum oblongum, Cycas pectinata, Pinus contorta, Podocarpus macrophyllus
বৈশিষ্ট্য
[সম্পাদনা]- উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ) তৈরি করে অর্থাৎ এরা স্পোরোফাইট অসমরেণুপ্রসূ।
- ডিম্বক থাকে মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায়।
- গর্ভাশয় না থাকায় কোনো ফল সৃষ্টি হয়না।
- ফল সৃষ্টি হয় না বিধায় বীজ/নিষিক্ত ডিম্বক নগ্ন অবস্থায় থাকে।
- নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না তাই শাঁস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। তবে ব্যতিক্রম Ephedra।
- এরা সকলেই বায়ু পরাগী।
- এদের জীবনচক্রে অসম আকৃতির অর্থাৎ heteromorphic জনুক্রম বিদ্যমান।
- সাধারণত এদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়।
- leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য।
- রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল্গুলো ঘন ভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন(cone)তৈরি করে।[১]
- জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকেনা(ব্যতিক্রম Gnetum)এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গিকোষ থাকে না।[১]
- পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]আরও পড়ুন
[সম্পাদনা]- Cantino, Philip D.; Doyle, James A.; Graham, Sean W.; Judd, Walter S.; Olmstead, Richard G.; Soltis, Douglas E.; Soltis, Pamela S.; Donoghue, Michael J. (আগস্ট ২০০৭)। "Towards a phylogenetic nomenclature of Tracheophyta"। Taxon। 56 (3): 822–846। জেস্টোর 25065864। ডিওআই:10.2307/25065864।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;:0
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি