Case কাকে বলে? এটি কত প্রকার ও কি কি?
Case এর সংজ্ঞা : কোন Sentence এ Verb এর সাথে সেই Sentence এ ব্যবহৃত Noun বা Pronoun এর যে সম্পর্ক থাকে তাকে Case বা কারক বলে ।
The grammatical association of nouns and pronouns
to other words in a sentence is defined as the case.
যেমন :-
যেমন :-
- Noman caught a bird - নোমান একটি পাখি ধরিয়াছিল ।
- She has a doll - তাহার একটি পুতুল আছে ।
- Rony did the work - রনি কাজটি করিয়াছিল ।
- Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।
উপরের Sentence গুলোর প্রথমটিতে caught verb এর সহিত Noman এবং bird এর, দ্বিতীয় sentence এ has verb এর সহিত she এবং doll এর, তৃতীয় sentence এ did verb এর সহিত Rony এবং the work এর এবং চতুর্থ sentence এ read verb এর সহিত Fateha এবং Arabic এর সম্পর্ক রয়েছে । এই সম্পর্ককেই Case বলে ।
Case এর প্রকারভেদ : Case চার প্রকার ।
যথা :-
Case এর প্রকারভেদ : Case চার প্রকার ।
যথা :-
1. Nominative Case ( কর্তৃকারক )
2 . Objective Case ( কর্মকারক )
3 . Possessive Case ( সম্বন্ধ পদ )
4 . Vocative Case ( সম্বোধন পদ )
No comments