নির্দিষ্ট অঞ্চলে ভিডিও ব্লক করুন

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এই ফিচার ব্যবহার করতে পারবেন।

কখনও কখনও আপনার ভিডিওগুলি যাতে নির্দিষ্ট অঞ্চলে দেখানো না হয়, সেই জন্য সেগুলি ব্লক করতে হয়। যেমন, আপনার কাছে হয়ত কিছু অঞ্চলে কোনও ভিডিও দেখানোর অধিকার আছে। অন্য অঞ্চলের দর্শকরা যাতে সেটি দেখতে না পান সেই ব্যবস্থা করতে হবে।

অন্যান্য ক্ষেত্রে, আপনার কাছে যে অঞ্চলে ভিডিও দেখানোর অধিকার আছে সেখানকার দর্শকরা যাতে সেটি দেখতে না পান সেই জন্য ব্লক করতে হবে। নির্দিষ্ট অঞ্চলে ভিডিও দেখানো ব্লক করাকে কখনও কখনও "জিও-ফেন্সিং" বলা হয়।

যেসব অঞ্চলে আপনার মালিকানা আছে

কোনও ভিডিও নির্দিষ্ট কিছু অঞ্চলে আপনার মালিকানাধীন হলে, আপনি হয়ত সেখানকার দর্শকদের সেটি দেখতে দিতে চান না।

কোনও ভিডিও যেসব অঞ্চলে আপনার মালিকানাধীন সেখানে ব্লক করতে আপনাকে আপলোড সংক্রান্ত নীতি সেট করতে হবে। কীভাবে আপলোড সংক্রান্ত নীতি সেট আপ করতে হয় তা জানুন।

আপলোড সংক্রান্ত নীতি আপনাকে পার্টনারের আপলোড করা দাবি তৈরি করতে সাহায্য করে এবং এটি থেকে যেসব অঞ্চলে আপনার ভিডিওর মালিকানা আছে সেখানে সেটি ব্লক করার কথা YouTube জানতে পারে। আপনি পূর্বনির্ধারিত নীতি ব্যবহার করে সারা পৃথিবীতে আপনার ভিডিও ব্লক করতে অথবা নির্দিষ্ট অঞ্চলে ব্লক করার জন্য নীতি তৈরি করতে পারেন।

যেসব অঞ্চলে আপনার মালিকানা নেই

কোনও ভিডিও নির্দিষ্ট কিছু অঞ্চলে আপনার মালিকানাধীন হলে, আপনি হয়ত সেই অঞ্চলের বাইরের দর্শকদের সেটি দেখতে দিতে চান না।

কোনও ভিডিও যেসব অঞ্চলে আপনার মালিকানাধীন নয় সেখানে ব্লক করতে, আপনাকে "যেখানে মালিকানাধীন তার বাইরে ব্লক করুন" ফিচার ব্যবহার করতে হবে। যেহেতু এই অঞ্চলগুলিতে আপলোড করা সম্পর্কিত নীতি প্রয়োগ করা সম্ভব নয়, তাই আপনি এই ফিচারের সাহায্যে যেসব অঞ্চলে আপনার ভিডিওর মালিকানা নেই সেখানে সেটি ব্লক করতে পারবেন।

অন্য পার্টনারদের কাছে আপনার মালিকানাধীন নয় এমন অঞ্চলে ভিডিওর মালিকানা থাকলে সেটি ব্লক করবেন না। সেটি করলে, অন্য পার্টনারদের মালিকানাধীন অঞ্চলেও ভিডিও ব্লক হয়ে যাবে। কোনও অ্যাসেটের মালিকানা ম্যানেজ করা সম্পর্কে আরও জানুন।

একটি ভিডিও ব্লক করুন

  1. Studio কন্টেন্ট ম্যানেজার-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে ভিডিও বিকল্প বেছে নিন।
  3. আপনি যে ভিডিও ব্লক করতে চান সেটিতে ক্লিক করুন।
  4. অধিকার ম্যানেজমেন্ট ট্যাব বেছে নিন।
  5. মালিকানা বিভাগের অধীনে নির্দিষ্ট অঞ্চল বিকল্পে ক্লিক করুন।
  6. একটি বিকল্প বেছে নিন:
    • বেছে নেওয়া অঞ্চলে মালিকানা আছে: আপনার কাছে কিছু অঞ্চলে ভিডিও দেখানোর অধিকার থাকলে এই বিকল্প বেছে নিন। তারপরে টেক্সট বক্সে, যেসব অঞ্চলে আপনার ভিডিওর অধিকার আছে সেগুলি লিখুন। অঞ্চলগুলি নামের মাঝে কমা (",") দিয়ে আলাদা করে লিখুন।
    • বেছে নেওয়া অঞ্চল ছাড়া অন্য সব জায়গায় মালিকানা আছে: আপনার কাছে অনেক অঞ্চলে ভিডিওর অধিকার থাকলে এই বিকল্প বেছে নিন। পরের টেক্সট বক্সে, যেসব অঞ্চলে আপনার ভিডিওর অধিকার নেই সেগুলি লিখুন। অঞ্চলগুলি নামের মাঝে কমা (",") দিয়ে আলাদা করে লিখুন।
  7. আপনার মালিকানাধীন অঞ্চলের বাইরে ভিডিও ব্লক করুন বিকল্পের পাশে চেকবক্সে ক্লিক করুন।
  8. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
মালিকানাধীন অঞ্চলের বাইরে নির্দিষ্ট অঞ্চল ব্লক করার পরে আনব্লক করার কাজে সাহায্য পেতে, আমাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14301575858892934534
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false