Mamata Banerjee: সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে? কার কাছে নাম বলুন : মমতা

Mamata Banerjee: বিরোধীদের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে? কার কাছে? মা কালীর কাছে যাচ্ছে? নামটা বলুন না একটু।"

Mamata Banerjee: সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে? কার কাছে নাম বলুন : মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 11:41 PM

কলকাতা : রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ, কয়লা পাচার কাণ্ড (Coal Scam), গরু পাচার কাণ্ডের মতো একাধিক অভিযোগ উঠছে। কয়লা কাণ্ডে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিরোধীরা সরাসরি নিশানায় নিচ্ছে কালীঘাটকে। এবার বিরোধীদের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে? কার কাছে? মা কালীর কাছে যাচ্ছে? নামটা বলুন না একটু।”

উল্টে কেন্দ্রের দিকেই আক্রমণের সুর চড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, এসব দেখার দায়িত্বের কেন্দ্রের। এগুলি বরং ভিন রাজ্য থেকে আসছে বলেই মন্তব্য তাঁর। বলেন, “আমাদের যতটা হেল্প করতে বলবে, আমরা করতে পারি। কখনও উত্তর প্রদেশ হয়ে আসছে, কখনও রাজস্থান হয়ে আসছে, কখনও অসম হয়ে আসছে, কখনও মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি হয়ে আসছে।”

প্রসঙ্গত, কয়লাপাচার কাণ্ডের তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার কলকাতায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও ১৪ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে ইডির অফিসে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শুধু তাই নয়, তলব করা হয়েছিল অভিষেকের স্ত্রী রুজিরাকেও। এমন পরিস্থিতিতে বার বার বিরোধীদের তরফ থেকে আক্রমণ করা হচ্ছিল তৃণমূল সুপ্রিমো এবং তাঁর দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা। সরাসরি বিরোধীদের উদ্দেশে প্রশ্ন তোলেন, কালীঘাটে কার কাছে টাকা যাচ্ছে, সেই নাম বলার জন্য। শুধু তাই নয়, পাল্টা কেন্দ্রের দিকেই আঙুল তুললেন তিনি। সীমান্তে প্রহরার দায়িত্ব বিএসএফ-এর এবং কয়লার পাহাড়ার দায়িত্বে সিআইএসএফ, সেই কথাও পরোক্ষে স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।