Swadhin Bangla Betar

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

Swadhin_Bangla_Betar (The beginning)

 In the early hours of March 26, 1971, soon after the Pakistan army
took over Dacca Betar Kendro, they renamed the radio station
"Radio Pakistan Dacca" and used it to announce martial law
orders. The Pakistan army's attempt at silencing the voice of the
Bengalis had begun.

 On the evening of that same day, a small radio station started


broadcasting defiantly in the face of the Pakistan military's bloody
onslaught on the Bengalis. The clandestine radio station, located in
Kalurghat, north of the city of Chittagong, declared to the world:
"The Sheikh has declared the 75 million people of East Pakistan as
citizens of the sovereign independent Bangla Desh." The station
called itself Swadhin Bangla Betar Kendro.

Early Days
 In first five days the radio station engaged in a propaganda battle
with the Pakistan army. While the Pakistan army claimed all was
calm in Bangladesh, the clandestine radio station declared liberation
forces were marching on the capital and Pakistani soldiers were
surrendering. While the Pakistan army claimed it had crushed the
will of the Bengalis, the clandestine radio station declared that the
Pakistani military governor General Tikka Khan had been
assassinated. While the Pakistan army claimed the Bengalis had
been defeated, the clandestine radio station claimed that a
provisional government of Bangladesh had been formed.

The Founders
 Belal Mohammad, Script writer and singer from Radio Pakistan, was
the initiator for the formation of the radio. He formed a team with
10 people. Others were Abdullah-Al-Faruq, Abul Kasem Sandip,
Kazi Habibuddin Ahmed Moni, Aminur Rahman, Rashidul Hossain,
A.M. Sharifuzzaman, Rezaul Karim Chowdhury, Syed Abdus Shaker,
Mustafa Manoar.

 Swadhin Bangla Betar Kendro ended transmission Kalurghat in the


afternoon of March 30, 1971, after the attack by Pakistani Air force.
Ten founding members broke up into two groups and went to
Agartala and Tripura with a 1 kilowatt transmitter. On 3 April they
restarted the broadcasting from Bagapha of Tripura and later moved
to Agartala. On 25th of May, the station shifted to Kolkata.

The Declaration of Independence


 In the tug of war between the Awami League and the Bangladesh
Nationalist Party, the history of Bangladesh has been rewritten
several times over the past three decades. School textbooks have
been written and rewritten to reflect varying narratives of the role of
Sheikh Mujibur Rahman and Ziaur Rahman in the declaration of
Bangladesh's independence. The current government relied on the
government's official history of the war of independence published in
1982 by the Bangladesh government.

 The official history has given rise to the following timeline:


-Sheikh Mujibur Rahman wrote down an independence declaration
sometime after midnight on the morning of March 26,1971.
-Sheikh Mujibur Rahman's declaration was broadcast on the day of
March 26, 1971 from Kalurghat in Chittagong. However, very few
people heard that broadcast.
-Ziaur Rahman, then a major in the East Bengal Regiment,
broadcast a declaration from Kalurghat on behalf of Sheikh Mujibur
Rahman on March 27, 1971, that was picked up by the foreign
press, and the world came to know about Bangladesh's declaration
of independence.
Popular Programs
 “Chorompotro” was the most popular program hosted by M. R.
Akhtar Mukul. Here, he used to describe the uncomfortable position
of Pak army in a funny voice and made his dialogues in Old
Dhaka dialect. Chorompotro was planned by Abdul Mannan. Another
popular program "Jallader Darbar" was run by Kalyan Mitra where
approaches of Yahya Khan, known in the program as "Kella Fateh
Khan" were described in a funny manner."Bojro Kontho" was the
program where speech of Sheikh Mujibur Rahman were presented.
 A group of young singers used to sing inspiring songs. Many
poems and songs were written for this broadcasting. One of those
songs Joy Bangla Banglar Joy (Victory of Bengal) was the signature
tune of the radio. Many songs of Swadhin Bangla Betar Kendra
like Purbo Digante Surjo Uthechhe, Ekti Phoolke Bachabo Bole,
Salam Salam Hajar Salam of Gobinda Haldar, became immensely
popular. Singers of the station raised funds singing their songs in
different parts of West Bengal.[10News broadcasts were made in
Bengali, English and Urdu.Secretary of the Swadhin Bangla Betar
Convener Committee Kamal Lohani recalled, For us at the radio, it
was a psychological warfare so we could say things to boost up
people’s morale.

The Role
 Information device

 Motivation and Inspiration

 Entertainment

 Building world opinion against West Pakistan


স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি অস্থায়ী বেতার সম্প্রচার স্টেশন। একাত্তরের
২৬ মার্চ এটি প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর কেন্দ্রটির নাম হয় বাংলাদেশ
বেতার।

এই বেতার কেন্দ্রই সেদিন বাঙালিকে যুদ্ধজয়ের স্বপ্ন দেখিয়েছিল। ইতিহাসের জঘন্যতম


গণহত্যার রাতে, নিরস্ত্র বাঙালির লাশের ওপর দাঁড়িয়ে পাক সামরিক জান্তা যখন
মৃত্যুর মিছিলকে দীর্ঘ থকে দীর্ঘতর করছিল, ঠিক তখনই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা
বাঙালি জাতিকে দিয়েছিল সর্বাত্মক যুদ্ধের নির্দে শনা।

২৫ মার্চ প্রায় রাতভর চলে ভয়াবহ হত্যাযজ্ঞ। তারপর আসে ২৬ মার্চ ভোর।
চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। তখন চট্টগ্রাম
বেতার কেন্দ্র ছিল আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায়। সেখানে ছিল নিরাপত্তার ঝুঁ কি।

তখন কালুরঘাটে চট্টগ্রাম বেতারের এ রকম একটি স্টু ডিও ছিল। আর এটা চট্টগ্রাম
থেকে মোটামুটি নিরাপদ দূরত্বেও ছিল। সেখানে বেতার কেন্দ্র স্থান্তরিত হয়।

২৬–২৭ মার্চ বেশ কয়েকজন বঙ্গবন্ধু র স্বাধীনতার ঘোষণা প্রচার করেছেন। এই


বেতারের বরাত দিয়ে সেদিন পৃথিবীর প্রথম শ্রেণির গণমাধ্যম সংবাদ প্রচার করেছিল।
বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ বিশ্বের বহু প্রতিষ্ঠিত গণমাধ্যমে বঙ্গবন্ধুর
স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংবাদ বিশ্বের জনগণের কাছে
ছড়িয়ে পড়েছিল। ইয়াহিয়া খানের লেলিয়ে দেওয়া বাহিনী নির্বিচারে মানুষ হত্যা
করছে, সাড়ে সাত কোটি বাঙালি ছিল দিশেহারা, চারদিকে অন্ধকার। এ যেন মৃত্যুর
মুখে অসহায় আত্মসমর্পণ। এমন একটি পরিস্থিতিতে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলা
বিপ্লবী বেতার কেন্দ্র। কিন্তু এই বিপ্লবী বেতারের আয়ু ছিল মাত্র দুই দিন। ২৬ ও
২৭ মার্চ । ২৮ মার্চ মেজর জিয়ার অনুরোধে বিপ্লবী শব্দটি বাদ দেওয়া হয়। তারপর
এর নতু ন নাম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু নিয়মিত অনুষ্ঠান হলো পবিত্র কোরআনের বাণী,
চরমপত্র, মুক্তিযুদ্ধের গান, যুদ্ধক্ষেত্রের খবরাখবর, রণাঙ্গনের সাফল্যকাহিনী, সংবাদ
বুলেটিন, ধর্মীয় কথিকা, বজ্রকণ্ঠ, নাটক, সাহিত্য আসর এবং রক্তের আখরে লিখি।
সবচেয়ে জনপ্রিয় ছিল অনুষ্ঠান এম আর আখতার মুকুল উপস্থাপিত চরমপত্র। এখানে
তিনি পাকিস্তান সামরিক বাহিনীর অসংলগ্ন অবস্থানকে পুরনো ঢাকার আঞ্চলিক ভাষার
সংলাপে তু লে ধরতেন।

আরেকটি জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার পরিচালনা করতেন কল্যাণ মিত্র।


অনুষ্ঠানটিতে ইয়াহিয়া খানকে “কেল্লা ফতে খান” হিসেবে ব্যঙ্গাত্মকভাবে ফু টিয়ে তোলা
হত।

“বজ্র কণ্ঠ” অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশবিশেষ সম্প্রচার করা
হত। বেতার কেন্দ্রে তরুণ শিল্পীরা দেশাত্মবোধক ও অনুপ্রেরণাদায়ক গান করতেন।
সম্প্রচারের জন্য এসময় অনেক গান ও কবিতা লেখা হয়। কেন্দ্রের গায়কেরা পশ্চিম
বঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে যুদ্ধকালীন সময়ে তহবিল সংগ্রহ করেন।

এছাড়াও বেতার কেন্দ্র থেকে বাংলা, ইংরেজি ও উর্দু তে সংবাদ সম্প্রচার করা হত।

তবুও, রেডিওর পাশাপাশি সংবাদপত্রগুলি সেন্সরশিপ উপেক্ষা করে উপযুক্ত তথ্য


ছাপিয়ে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূ মিকা পালন করেছিল।
প্রিন্ট মিডিয়ার সীমিত সীমার কারণে, এটি রেডিওই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের
সময় গুরুত্বপূর্ণ ভূ মিকা পালন করেছিল, কারণ এটি ছিল একমাত্র মিডিয়া যা দেশের
প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছিল।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের শীর্ষস্থানীয় তিনটি দৈনিক
পত্রিকার অফিস এবং প্রেসগুলি পুড়িয়ে দেওয়ার কারণে পত্রিকাটির শিল্পটি মারাত্মক
আঘাত পেয়েছিল।

propaganda মানুষকে একটি নির্দি ষ্ট উপায়ে চিন্তা করার চেষ্টাইয় ব্যাবহার করা হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল বাংলাদেশ সরকার কর্তৃ ক প্রতিষ্ঠিত একটি রেডিও
স্টেশন যা স্বাধীনতার ঘোষণাপত্র প্রচারের মাধ্যমে, দেশপ্রেমিক যুদ্ধকালীন গান ও
propaganda প্রচারের মাধ্যমে জনগণের মনোবলকে বাড়িয়ে তোলে, এভাবে
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূ মিকা পালন করে।

You might also like