বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/ফেব্রুয়ারি, ২০২১

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ফেব্রুয়ারি ১৬, ২০২১

  • স্থান: স্কাইপে (অনলাইন)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), অংকন ঘোষ দস্তিদার (ভারপ্রাপ্ত সেক্রেটারি), মাসুম-আল-হাসান, তানভির রহমান, সুব্রত রায়, ও মহীন রীয়াদ।
  • নথি তৈরি করেছেন: অংকন ঘোষ দস্তিদার (ভারপ্রাপ্ত সেক্রেটারি)

শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় বাংলাদেশ সময়, মধ্যাহ্ন ৭টায়। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই সভা আয়োজিত হয়।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. বার্ষিক সাধারণ সভার প্রস্তুতিমূলক আলোচনা
  2. অনুদান আলোচনার সারসংক্ষেপ
  3. বার্ষিক কর্মপঞ্জির তারিখসমূহ পর্যালোচনা এবং অনুমোদন
  4. বিবিধ

বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি

[সম্পাদনা]

চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর পরিস্থিতি বিবেচনায় অনলাইনে বার্ষিক সাধারণ সভার প্রস্তাব গৃহীত হয়।

ফান্ডিং আলোচনার সারসংক্ষেপ

[সম্পাদনা]

উইকিমিডিয়া বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রমের পরিধি বিস্তারে প্রয়োজনীয় অনুদান নিয়ে আলোচনা হয়।

বার্ষিক কর্মপঞ্জির

[সম্পাদনা]

বোর্ড একমত যে কর্মপঞ্জি কাজের জন্য সুবিধাজনক হবে এবং এ ব্যাপারে খসড়া তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।