বিষয়বস্তুতে চলুন

ইরিনা বোকোভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Suvray (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০৬, ৩ মে ২০১২ তারিখে সম্পাদিত হয়েছিল (ইনফো)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ইরিনা বোকোভা
৬ষ্ঠ বিশ্ব পানি সভায় ইরিনা বোকোভা
জন্ম (1952-07-12) ১২ জুলাই ১৯৫২ (বয়স ৭২)
মাতৃশিক্ষায়তনআন্তর্জাতিক সম্পর্ক, মস্কো স্টেট ইন্সটিটিউট
পেশাইউনেস্কো মহাসচিব
দাম্পত্য সঙ্গীলুবোমির কোলারোভ (বিবাহ-বিচ্ছেদ)
কালিন মিত্রেভ
সন্তানপল এবং নাইয়া
ওয়েবসাইটwww.irinabokova.com

ইরিনা বোকোভা (বুলগেরীয় ভাষায়ঃ Ирина Георгиева Бокова) (জন্মঃ ১২ জুলাই, ১৯৫২) বুলগেরীয় রাজনীতিবিদ এবং ইউনেস্কো'র বর্তমান মহাপরিচালক। তাঁর পুরো নাম - ইরিনা জর্জিয়েভা বোকোভা। তিনি বুলগেরিয়ার সংসদে দুই মেয়াদে বুলগেরিয়ান সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী ঝান ভিদেনোভ সরকারের মন্ত্রীসভায় মন্ত্রী এবং উপ-পররাষ্ট্রমন্ত্রীরূপে দায়িত্ব পালন করেন।[] বুলগেরিয়া প্রজাতন্ত্রের পক্ষ থেকে ফ্রান্স এবং মোনাকোয় রাষ্ট্রদূত হয়েছিলেন।[] এছাড়াও তিনি ইউনেস্কোয় বুলগেরীয় প্রতিনিধি এবং বুলগেরীয় প্রেসিডেন্টের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে ২০০৫-২০০৯ সাল পর্যন্ত ফরাসী ভাষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা অর্গ্যানাইজেশন ইন্টারন্যাশনাল দ্য লা ফ্রাঙ্কোফোনি'র দায়িত্ব পালন করেন।

ইউনেস্কো মহাসচিব

২২ সেপ্টেম্বর, ২০০৯ সালে ইউনেস্কোর মহাসচিবরূপে বোকোভা'র প্রার্থীতার বিষয়ে প্রস্তাব প্রেরণ করা হয়। ১৫ অক্টোবর, ২০০৯ সালে ৩৫তম অধিবেশনে ইউনেস্কোর সাধারণ সভায় ১০ম মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। ইরিনা বোকোভা বিশ্বের তথা পূর্ব ইউরোপের প্রথম নারী হিসেবে ইউনেস্কো প্রধানের মর্যাদায় অধিষ্ঠিত হন।

তথ্যসূত্র

  1. "Bokova wins Unesco leadership vote"Al Jazeera। ২০০৯-০৯-২২। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২২ 
  2. "Bokova beats Hosni for UNESCO head"The Jerusalem Post। ২০০৯-০৯-২২। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২২