বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:আলোচনাসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Frdayeen (আলোচনা | অবদান) কর্তৃক ০১:১২, ৪ এপ্রিল ২০০৮ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎প্রধান পাতার চেহারা: +)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

---

Archive
পুরাতন বার্তা সংকলন
পুরনো আলোচনা সভা সেপ্টেম্বর ৭, ২০০৬ পর্যন্ত
অক্টোবর ১৯, ২০০৬ পর্যন্ত জানুয়ারি ১৭, ২০০৭ পর্যন্ত
ফেব্রুয়ারি ২৫, ২০০৭ পর্যন্ত এপ্রিল ১৫, ২০০৭ পর্যন্ত
অক্টোবর ২৭, ২০০৭ পর্যন্ত

প্রশাসকদের আলোচনা সভা উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে প্রশাসন সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। এখানে মন্তব্য পেশ করতে হলে আপনাকে প্রশাসক হতে হবে, এমন কোন কথা নাই। উইকিপিডিয়ার যেকোন সদস্য প্রশাসন সংক্রান্ত বিষয়ে এখানে মন্তব্য রাখতে পারেন।

নতুন বিষয়ে আলোচনা শুরু করতে হলে এখানে ক্লিক করুন। আর যদি পুরানো কোন বিষয়ে মন্তব্য করতে চান, তাহলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।

বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য IRC channel

সম্মানিত উইকিপিডিয়ানগণ, আপনারা জেনে খুশি হবেন যে, উইকিপিডিনদের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগের জন্য আরও একটি নতুন পথ উন্মোচিত হয়েছে। তা হল আমরা উইকিমিডিয়া থেকে en:Freenode সার্ভারে একটি [[[:en:Internet relay cha|IRC]] channel (#wikimedia-bn) পেয়েছি। এ চ্যালেন দ্বারা উইকিপিডিয়ান বা উইকিমিডিয়ানদের সাথে যোগাযোগের পথ আরও সুগম হবে। বিস্তারিত জানতে দেখুন, আইআরসি চ্যানেল, Wikimedia IRC channels, IRC_guidelines/wikipedia এ চ্যানেল আমরা কি কি কারণে ব্যবহার করতে পারি,

  1. এ চ্যানেলে যে কেউ উইকিপিডিয়া বা উইকিমিডিয়া প্রকল্প সম্পর্কে তাৎক্ষণিক সাহায্য নিতে পারবেন (যদি চ্যানেলে অভিজ্ঞ কোন উইকিপিডিয়ান থাকেন)।
  2. উইকিমিডিয়া প্রকল্পগুলোর অফিসিয়াল আলোচনা চ্যানেল হিসেবে ব্যবহৃত হবে। এ চ্যানেলে নিয়মিত উইকিপিডিয়াসহ অন্যান্য প্রকল্পের জন্য উইকিপিডিয়ানদের বৈঠক বা মিটিং ডাকা যাবে।
  3. উইকিপিডিয়াসহ অন্যান্য যে কোন আলোচনা সমালোচনা, ঝগড়া-ঝাটি উইকিপিডিয়া বা অন্যান্য প্রকল্পের আলাপের পাতায় না করে সরাসরি এখানে করা যেতে পারে।


আপাতত আমার এ কয়টাই মনে পরছে। এর আরও সুবিধা অসুবিধা আছে বলে আপনাদের মনে হলে যোগ করতে পারেন। আশা করবো উইকিপিডিয়ানগণ এটি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠবেন এবং বাংলা উইকিপিডিয়ার অগ্রগতিতে এটি নতুন গতি সঞ্চার করবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫৩, ৩১ অক্টোবর ২০০৭ (UTC)

খালি নিবন্ধগুলোর মুছে ফেলার আবেদন

বাংলা উইকিপিডিয়ায় অনেক খালি নিবন্ধ রয়েছে, যা স্টাব পর্যায়ে নিতেও একজন ঐ বিষয়ে বিশেষজ্ঞের প্রয়োজন হবে। এ ধরনের নিবন্ধগুলো গত একবছরের ও বেশি সময় ধরে ইংরেজিতে untouched অবস্থায় আছে, এ থেকেই বোঝা যায় যে নিবন্ধগুলোর মানোন্নয়ন বেশ সময় সাপেক্ষ ব্যপার। এ ধরনের খালি নিবন্ধ গুলো উইকিপিডিয়ার পাঠকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ অজানা যেকোন পৃষ্ঠা ক্লিক করলে এ ধরনের খালি নিবন্ধ গুলো সামনে চলে আসে এবং তা বেশ কয়েকবারই আসে। আমরা এ ধরনের অনেক নিবন্ধকে গত এক বছরে স্টাব পর্যায়ে নিয়েছি কিন্তু যে সকল পাতায় ঐ বিষয়ে বিশেষজ্ঞ অথবা অভিজ্ঞ এমন লোক ছাড়া সম্ভব না তা এখনো পরে আছে। যা বাংলা উইকিপিডিয়ার মান নষ্ট করছে।

যে সব নিবন্ধগুলো মুছে ফেলা হবে তা এমন ভাবে নির্বাচন করতে হবে যেখানে বিবেচনা করতে হবে, বাংলা উইকিপিডিয়ায় যে ধরনের ব্যবহারকারী অবদান রাখেন তাদের দ্বারা কোন নিবন্ধগুলোর মানোন্নয়ন সম্ভব নয়। ব্যবহারকারীদের এই বৈশিষ্ট বিগত বছরের ব্যবহারকারীদের অংশগ্রহণ এবং অবদানের রকম থেকে বোঝ যেতে পারে। আমাদের বিবেচনায় আনতে হবে কোন ধরনের অবদানকারী বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছেন।

এসকল বিবেচনা করে যে সকল নিবন্ধের মানোন্নয়নের জন্য কোন অবদান কারী পাওয়া যাবে না সে সকল নিবন্ধ মুছে ফেলার অনুরোধ করছি। খালি নিবন্ধ আইনগত ভাবে মুছে ফেলার জন্য মেটা-উইকির স্পিডি ডিলিট পলিসির ১ নম্বর ধারা কে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে।

এ বিষয়ে আলোচনার জন্য এ পাতা অথবা WP:IRC ব্যবহার করা যেতে পারে। WP:IRC ক্ষেত্রে অন্য উইকিপিডিয়ানদের স্বার্থে আগে থেকেই সময় এবং তারিখ জানিয়ে দেওয়া উচিত। সকলের মতামত কাম্য। ধন্যবাদ--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৩৬, ১ নভেম্বর ২০০৭ (UTC)


হয় মুছে ফেলা হোক, অথবা যিনি তৈরী করেছেন এরকম হাজার হাজার খালি নিবন্ধ, তাঁর ইউজার স্পেসে সরিয়ে নেয়া হোক। খালি নিবন্ধ এক সময় লেখা হবে এই যুক্তিটা প্রচন্ড খোঁড়া একটা যুক্তি। "মজ্জ্বাকোষার্বুদ" জাতীয়, বা অমুক দেশের মেট্রো, এরকম ভুক্তির জন্য পর্যাপ্ত তথ্য থাকলেই, নিদেন পক্ষে একটা দুইটা বাক্য যুক্ত স্টাব করা সম্ভব হলেই মূল নিবন্ধ স্পেসে তা আসতে পারে। এরকম ভুক্তির তৈরী করা কারো pet project বা Top-down approach হতে পারে, সেই ক্ষেত্রে তাঁর ইউজার স্পেসে এই পাতাগুলোকে সরাতে হবে, নইলে মুছে ফেলতে হবে। দশ-বিশ বছর পরে যখন "মজ্জ্বাকোষার্বুদ" নিবন্ধে তথ্য যোগ করার সময় কারো হবে, তখন নিজের ইউজার স্পেস থেকে সহজেই তা সরিয়ে নিবন্ধ নেমস্পেসে আনা সম্ভব। --রাগিব (আলাপ | অবদান) ০৪:১৮, ১ নভেম্বর ২০০৭ (UTC)
মুছে ফেলা যেতে পারে আবার রাগিব ভাইয়ের মতামত অনুযায়ী তৈরিকারীর ইউজার স্পেসে সরিয়ে নেয়া যেতে পারে। আমি একটি কথা যোগ করতে চাই- অনেক সময় কিছু কিছু নিবন্ধ ইংরেজি শিরোনামে তৈরি করে তা পরে বাঙলা শিরোনামে REDIRECT করে দেয়া হয়। এসকল নিবন্ধের ইংরেজি শিরোনামের পাতা গুলো মুছে দেয়া যেতে পারে , কেননা ইংরেজি শিরোনামের পাতা গুলো কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু লাগে । যেমন Human scull অথবা Pythagorean theorem ইত্যাদি। --দায়ীন(আলাপ)/(অবদান) ১০:২৪, ১ নভেম্বর ২০০৭ (UTC)
দায়ীন আপনার মতামতের জন্য ধন্যবাদ। তবে বাংলা নিবন্ধকে ইংরেজি শিরোনামে রিডাইরেক্ট করার কিন্তু এখানে কারণ আছে এবং তা ইংরেজি উইকিপিডিয়া সহ অন্যান্য ভাষায়ও করা হয়ে থাকে। আপনি ইংরেজী উইকিপিডিয়াতে বাংলায় বাংলাদেশ লিখে Go দিন আপনাকে ইংরেজি নিবন্ধে নিয়ে যাবে। আসলে এটা একটা সর্বস্বিকৃত একটা ব্যপার। এর আরও একটি কারণ হল যারা বাংলা একেবারই লিখতে পারেন না তারা অন্তত ইংরেজি শিরোনাম লিখে কাঙ্খিত নিবন্ধটি পেতে পারেন। তাই আপাত দৃষ্টিতে হয়তো দেখতে খারাপ লাগতে পারে কিন্তু তা উইকিপিডিয়ার জন্য একটি গুরুত্ব বহন করে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:৩০, ১ নভেম্বর ২০০৭ (UTC)

যেসকল নিবন্ধ মুছে ফেলা উচিত তার কিছু এখানে দেওয়া হল, তালিকা আরও বড় হবে, আপনারাও তালিকায় নিবন্ধ যোগ করতে পারেন,

আপনারাও যোগ করুন। এসব নিবন্ধ যদি কেউ নিজ উদ্যোগে পরে মানোন্নয়ন করবে বলে মনস্থির করেন তাহলে তাকে স্বাগতম। তাতে নিবন্ধটিকে তার নিজের নেমস্পেসে সরিয়ে নেওয়া হবে। দয়াকরে শনিবারের মধ্যে জানান। আগামী রবিবার থেকে নিবন্ধ মুছা শুরু হবে। ধন্যবাদ। --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৬, ১ নভেম্বর ২০০৭ (UTC)

কত লাইন লিখলে খালি বলে গণ্য হবে না? --μακσυδআলাপ ১৭:২৬, ১ নভেম্বর ২০০৭ (UTC)
আমার appeal রক্তবিদ্যা, রসায়নের শাখাসমূহ ও সঙ্গীতের রাগসমূহ ও আফ্রিকার ভূগোল রেখে দেওয়ার পক্ষে। রক্তবিদ্যা ও রসায়নের শাখাসমূহ আমি মেরামত করতে পারি। সঙ্গীতের রাগসমূহ জাতক ভাইকে করতে বললে নিশ্চয় করবেন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২৩:৩৩, ১ নভেম্বর ২০০৭ (UTC)
রসায়নের শাখাসমূহের কিছু কিছু মেরামতের ক্ষেত্রে আমিও সহায়তা করতে পারি। যেমন :নিউক্লিয় রসায়ন ইত্যাদি--দায়ীন(আলাপ)/(অবদান) ০৫:১০, ২ নভেম্বর ২০০৭ (UTC)

ধন্যবাদ আপনাদের। দয়া করে আপনাদের পছন্দ মতন নিবন্ধগুলোর তালিকা আপনারদের ইউজার পাতায় করে নিতে পারেন অথবা পাতাগুলো আপনার নিজের ইউজার নেমস্পেসে সরিয়ে নিতে পারেন। এবং কোথাও বুকমার্ক করে রাখতে পারেন। খালি পাতা গুলো মুছে দেওয়া হবে যখন আপনারা সময় পাবেন তখন পাতাগুলো তৈরি করে নিতে অথবা উইজার নেমস্পেস থেকে মূল নিবন্ধে সরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনারা কাজ গুলো দায়িত্ব সহকারে করবেন। আবারও বলছি নিবন্ধগুলো রবিবার থেকে মুছা শুরু হবে। এখন পর্যন্ত যেসকল নিবন্ধের উন্নয়নের জন্য যারা এগিয়ে এসেছেন, তারা হলেন,

আপনাদের অনুরোধ করবো পছন্দের নিবন্ধ গুলো আলাদা করে আপনার ইউজার স্পেসে তালিকা তৈরি করে নিন এবং নিবন্ধ গুলো নিজের ইউজার নেমস্পেসে সরিয়ে নিন। উদাহরণ সরূপ- নিবন্ধ য়ি ভাষা কে সরিয়ে User:Username/য়ি ভাষা সরিয়ে নিবেন। Username মানে আপনার নিজের ব্যবহারকারী নাম।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:২৩, ২ নভেম্বর ২০০৭ (UTC)

আরও নিবন্ধ

--বেলায়েত (আলাপ | অবদান) ১১:১১, ২ নভেম্বর ২০০৭ (UTC)

নাআআ... অলিম্পিক গেমস, ফিফার সব গেমস মোছার দরকার নাই। আমার নেমস্পেসে সরিয়ে দিলেই চলবে।--μακσυδআলাপ ১১:২৭, ২ নভেম্বর ২০০৭ (UTC)
মাকসুদ, পছন্ধের নিবন্ধগুলো নিজের নেমস্পেসে সরিয়ে নিন।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:২০, ২ নভেম্বর ২০০৭ (UTC)


বেলায়েত, আপনি জোর করে এত কিছু করতে পারেন না। এই নিবন্ধগুলির কোন কোনটি লিখতে হয়ত সে বিষয়ে জানাশোনা ব্যক্তির প্রয়োজন হতে পারে, কিন্তু অধিকাংশ নিবন্ধই ইংরেজি উইকি থেকে এক প্যারা কপি করে নিলেই স্টাবে পরিণত হয়ে যায়। এবং ধীরে ধীরে এগুলির অনেকগুলিই সেভাবে ভর্তি হচ্ছে। আপনি হঠাৎ করে এসে একদিন বলবেন রবিবারের মধ্যে সব মুছে দেয়া হবে, সেটা তো হবে না। উপরে আপনার তালিকা করা বেশির ভাগ টেমপ্লেটের নিবন্ধগুলি লেখার জন্য কোন বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই। কেবল ইংরেজি উইকিতে যাওয়া এবং লাইন পাঁচেক বাংলায় কপি করা। এতগুলি নিবন্ধ সরানো আর মোছার চেয়ে সেই কাজটা করা অনেক অনেক বেশি যুক্তিসঙ্গত ও constructive।

আপনি এটা করে কী প্রমাণ করতে চাচ্ছেন, আমার বোধগম্য নয়। আর আপনার দেয়া অনেকগুলি টেম্পলেটের কোন অস্তিত্বই নেই। যেমন এগুলি -

এতই তাড়াহুড়া করছেন, যে কী লিখছেন, সেটারই কোন খেয়াল নেই। কিছু না ভেবে, এত তাড়াহুড়ার কোন যুক্তিসঙ্গত কারণ তো আমি দেখছি না। আর সেটা হঠাৎ এখন এসে করছেন কেন? আর রবিবারের পরেই মুছে ফেলা হবে কেন? কে কীভাবে কতটুকু অবদান রাখবেন, সেটা যাচাই করার আপনি কে? এ মুহূর্তে উইকিপিডিয়া একটা বিশাল জ্ঞানভাণ্ডার, যেখানে বিপুল পরিমাণ তথ্য বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এবং প্রতিনিয়ত খালি নিবন্ধ ভরা হচ্ছে, নতুন নতুন তথ্য যোগ হচ্ছে। এগুলি চলমান প্রক্রিয়া। এটাই উইকির ধর্ম। উইকপাঠকদের তো এতে খুশিই হওয়ার কথা। সব উইকিপাঠক বারবার "অজানা যেকোন পৃষ্ঠা" চাপেন, এটা আপনাকে কে বলল? আর কে বিরক্ত হচ্ছে আর কে হচ্ছে না, সেগুলি আপনি জানলেন কী করে? এগুলির কোনই সদুত্তর নেই। আপনি ক্ষমতার অতিরিক্ত অপব্যবহার করছেন। আপনি এভাবে হঠাৎ করে "আদেশ জারি" করতে পারেন না। এসব বাদ দিন। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৪৫, ২ নভেম্বর ২০০৭ (UTC)


অর্ণব, আপনি এই ব্যাপারে বহুদিন ধরেই সম্পূর্ণ ভ্রান্ত মত প্রকাশ করে চলেছেন। নিবন্ধ যদি কোনো তথ্যই যোগ করতে না পারেন, তাহলে সম্পূর্ণ খালি সেই ভুক্তিগুলোকে আপনার ইউজার স্পেসে সরিয়ে নিন। বেলায়েত ও অন্যান্যরা বহুদিন ধরেই এটা বলে আসছেন, খুব সঙ্গত কারণেই। যে জিনিষ নেই-ই, তার জন্য এন্ট্রি তৈরী কেনো করবেন? আর চলমান প্রক্রিয়ার কথা বলাটা একেবারেই ধোপে টিকে না, আপনি বলছেন "প্রতিনিয়ত খালি নিবন্ধ ভরা হচ্ছে, নতুন নতুন তথ্য যোগ হচ্ছে। ", তা নতুন নতুন তথ্য যোগ করা যখন হবে, তখনই রেড লিংক গুলোকে নিবন্ধে ভরুন। টেম্পলেটগুলো রাখতে তো সমস্যা নেই, যেমন আমি প্রথমে এশিয়ার পতাকার টেম্পলেট তৈরী করে আস্তে আস্তে একেকটি রেডলিংককে ভুক্তিতে পরিণত করেছি। এই টেম্পলেটভিত্তিক ভুক্তি শুরুর সময়েই এই ব্যাপারে আপনাকে অনুরোধ করা হয়েছিলো, কিন্তু যথারীতি আপনি অন্য সবার মতামত উপেক্ষা করে হাজার হাজার খালি ভুক্তি দিয়ে উইকিপিডিয়া ভরিয়ে ফেলেছেন। এগুলোর স্থান আপনার ইউজার স্পেসে ... মূল নেমস্পেসে নয়। মানুষ তথ্য পেতে বাংলা উইকিপিডিয়াতে এসে যখন খালি এই সব ভুক্তি পায়, তখন তাদের সাথেই প্রতারণা করা হয়। আমি আবারও বেলায়েতের প্রস্তাবনাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই নিবন্ধ গুলো আপনার বা অন্য ইউজার স্পেসে সরিয়ে না নেয়া হলে অবশ্যই মুছে হবে। দয়া করে consensus মেনে চলার মাধ্যমে collaborative এই প্রজেক্টকে এগিয়ে নিতে সাহায্য করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৩২, ৩ নভেম্বর ২০০৭ (UTC)

আরও

--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:২৬, ৩ নভেম্বর ২০০৭ (UTC)

আমি দুঃখের সাথে জানাচ্ছি আরও আছে,

এ সকল টেম্পলেট সর্বশ্য নিবন্ধগুলোর কাজ সাড়া হলে শুরু হবে সেই ঐতিহাসিক ২০০৪-২০০৫ সালের তৈরি করা খালি নিবন্ধসমূহ। আশা করবো আপনারা সবাই সাথেই থাকবেন! ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৫১, ৩ নভেম্বর ২০০৭ (UTC)


দয়া করে নিবন্ধগুলি মুছবেন না। টেম্পলেট হোক আর যাই হোক এগুলো তৈরিতেও কিছু পরিশ্রম নিশ্চয়ই করতে হয়েছে। আপনাদের যখন নিবন্ধগুলি খালি দেখাতে খারাপ লাগছে তাই আমার আবেদন এগুলো না মুছে "junk/" অথবা এরকম namespace এ পাঠিয়ে দিন... (user namespace নয়)। যখন এগুলোতে আবার তথ্য যোগ হবে তখন এগুলো main namespace এ চলে আসবে। অবশ্য কোন ব্যবহারকারী তার namespace এ নিতে চাইলে তা গ্রহণযোগ্য, কিন্তু এরকম সদয় ব্যবহারকারী না থাকলে এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। ... মুছার আগে ভাবুন প্লিজ... Thanks anyway.--μακσυδআলাপ ০৮:১৩, ৩ নভেম্বর ২০০৭ (UTC)
মাকসুদ ধন্যবাদ আপনাকে। নিবন্ধগুলোর মুছে ফেলার সব রকম আইন সঙ্গত কারণ উপরে দেওয়া হয়েছে। নিবন্ধগুলোর তৈরি ছিল ভুল, এবং এ ভুলের মাশুল আমরা বিগত বছরে দিয়ে এসেছি, রাগিব ভাইয়ের কথা থেকেই বলছি এ নিবন্ধগুলো মূল নেমস্পেসে রাখা মানে আমরা পাঠকদের সাথে প্রতারণা করছি, উইকিপিডিয়ায় তাদের আগ্রহ তো কমছেই সাথে তাদের ইন্টারনেট ব্যান্ডত-ইউথের অপচয় হচ্ছে। আসলে এ নিবন্ধগুলোর ব্যক্তিগত হস্তক্ষেপ প্রয়োজন। এর জন্যই ব্যক্তিগত ভাবে নিবন্ধগুলোকে নিজের নেমস্পেসে সরিয়ে নিতে বলেছি। আর যদি নিবন্ধগুলোতে লেখার মতন আগ্রহী লোক উইকিপিডিয়াতে আসে তাহলে সে অনায়াসে নিবন্ধ তৈরি করে নিতে পারেন। তাই junk/" এ ফেলে রাখা আর মূল নেমস্পেসে ফেলে রাখা একই কথা। আর আমার জানা মতে junk বলে বিশেষ কোন নেমস্পেস নাই। আর নিবন্ধগুলো কিন্তু টেম্পলেট নয়। টেম্পলেটের এক একটি লিঙ্ক। নিবন্ধ দাতার দূর্ভাগ্য যে তিনি তার মূল্যবান শ্রম এবং সময়ের প্রতি সুবিচার করেননি। এক দিক দিয়ে এটি আমাদেরও ব্যর্থতা।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩১, ৩ নভেম্বর ২০০৭ (UTC)
ওকে। --μακσυδআলাপ ০৯:৫৯, ৩ নভেম্বর ২০০৭ (UTC)
I agree with maksud. We can create a namespace called prelim stubs/ or something like that. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৯:২৪, ৩ নভেম্বর ২০০৭ (UTC)
ওখানে ফেলে রাখলে লাভটা কি? কে খুজে নিবে ঐ পাতাগুলো? এবং কিভাবে উন্নয়ন হবে সেগুলোর, দয়াকরে সমর্থনকারীদের বিস্তারিত জানানোর অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫৩, ৪ নভেম্বর ২০০৭ (UTC)

Template:স্বাগতম

Template:স্বাগতম কে আমি নতুন Formate এ এভাবে সাজাতে চাই। অনুগ্রহ করে আপনাদের মতামত দিন।--দায়ীন(আলাপ)/(অবদান) ১০:২৪, ৭ নভেম্বর ২০০৭ (UTC)

একটু চিন্তা করে দেখুন একজন নতুন ব্যবহারকারী যখন তার আলাপের পাতায় সম্পাদনা মুডে এ টেম্পলেটটি দেখবেন তখন তার কি মনে হবে। আমার তো মনে হয় সে ভয় পেয়ে যাবে। আর এটা স্বাভাবিক যে এ পাতায় কিছু লেখা থাকলে ব্যবহারকারী তার উত্তর বা জবাব দিতে চাইবে। আমি ব্যক্তিগত ভাবে স্বাগতম টেম্পলেটটি যত সহজ করে করা যায় তার পক্ষে। আপনি ছবিগুলো যোগ করেছিলেন এ পর্যন্ত আমি ঠিক আছি কিন্তু এখন যা করেছেন তার পক্ষে নয়। কারণ এতে টেম্পলেটটি জটিল (নতুন ব্যবহারকারীদের কাছে) হয়েছে। ব্যপারগুলোতে নরমাল সেন্স ব্যবহার করুন।

দয়াকরে Template:স্বাগতম এ কেনো নতুন করে সাজানো দরকার যুক্তি সহকারে আলোচনা করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:৩৫, ৭ নভেম্বর ২০০৭ (UTC)


আপাতত: যে কয়েকটি পয়েন্ট মনে পড়ছে তা হলো-
  1. নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করা। রাগিব ভাই উপরের একস্থানে মন্তব্য করেছেন-নতুন ব্যবহারকারীদের welcome জানানো ব্যবহারকারী ধরে রাখার ক্ষেত্রে বেশ কাজ করে। আমিও তাই মনে করি। এবং আমার মত স্বাগতম টেম্পলেটটিকে যদি আরও আকর্ষনীয় করা যায় তবে ব্যবহারকারীরা বেশি আকৃষ্ট হবে।
  2. আমাদের স্বাগতম টেম্পলেটটি কিছুটা গুরুগম্ভির ধরনের। এটিকে দেখলে মনে হয় একটি অফিসিয়াল নোটিশ (এটা আমর মত কেউ কিছু মনে করবেন না)। এটিকে কিছুটা unofficial look দিলে ভালো হয়। তাহলে ছোট বড় অনেকেই আকৃষ্ট হবে। এবং উইকিতে নিয়মিত কাজ করতে আগ্রহ পাবে।
  3. বাংলা উইকিতে একটি ইউনিকনেস সৃষ্টি করা। কথাটি কেউ অন্যভাবে নিবেন না। একথাটি বলে আমি এটি বোঝাতে চাইনি যে ইংরেজি উইকি আমাদের শত্রুজাতীয় বা সেখান থেকে কিছু কপি করাটা অন্যায়। আমার মনোভাব হলো এই- বিভিন্ন website বিভিন্ন sub domain দিয়ে থাকে। সব sub domain কিন্তু popular হয়না। যেটির language, graphics ইত্যাদি সবচেয়ে ভালো সেটিই সবচেয়ে জনপ্রিয় হয়। আমার কথাটি দ্বারা বাংলা উইকির সাজ-সজ্জাকে আর একটু ভিন্ন রূপ দেয়ার ক্ষেত্রে জোর দিতে চেয়েছি।
  4. ড.সপ্তর্ষী একটি কথা বলেছিলেন-কিছু ক্ষেত্রে অলাভজনক পণ্যের ও বিজ্ঞাপন লাগে। কথাটি ঠিক এবং আমি তাঁর সাথে সম্পূর্ণ একমত। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোন পণ্যের মোড়ক যদি সুন্দর হয় তবে সেটি তার কাছাকাছি কোয়ালিটির পণ্যের চেয়ে বেশি বিক্রি হয়। স্বাগতম টেম্পলেটটিকে একটু সুন্দর রূপে সাজানোর পেছনে আমার এই মনোভাবও কিছুটা কাজ করেছে।

বেলায়েত ভাই যে কথাটি বলেছেন সেটি ঠিক, আমি স্বীকার করছি। কিন্তুঃ-

  1. Advance user রা ছাড়া একজন user প্রথমেই এসে তার welcome template এর গঠন কোড বিশ্লেষন করেনা।
  2. প্রস্তাবিত templateটি হয়তো পূর্বেরটি থেকে জটিল হয়েছে। তবে অন্য কেউ যদি আরও সহজ করে এটিকে সুন্দর করে তুলতে পারে তবে আপত্তি নেই।
  3. ইংরেজি উইকিপিডিয়ায়ও এর চেয়ে জটিল কোড দিয়ে welcome জানানো হয়।তাদের কেউ welcome template দেখে ভয়ে সম্পাদনা করেনি এমন ইতিহাস নেই। উদাহরনসরূপ : আমার ইংরেজি উইকি এই page টি দেখতে পারেন। এখানে দুটি welcome template রয়েছে। আমাকে যেটি দিয়ে welcome জানানো হয়েছিলো সেটিও আছে। এবং welcome জাননোর পদ্ধতিটা দেখে প্রথম দর্শনে আমার কিন্তু ভালোই লেগেছিলো।--দায়ীন(আলাপ)/(অবদান) ১২:০৪, ৭ নভেম্বর ২০০৭ (UTC)
আচ্ছা আপাতত আপনার স্বাগতম বার্তাটি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে দেখতে পারি তাতে কোন সমস্যা না হলে, এটাই থাকবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১৮, ১১ নভেম্বর ২০০৭ (UTC)
আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেলায়েত ভাই।--দায়ীন(আলাপ)/(অবদান) ১৫:২৬, ১১ নভেম্বর ২০০৭ (UTC)

উল্লেখযোগ্যতা নীতিমালা

কে বিখ্যাত, আর কে তা নন, এই ব্যাপারে আমাদের অলিখিত ধারণা রয়েছে। কিন্তু অনেক সময় বিভ্রান্তি হতেই পারে। আমাদের আস্তে আস্তে এই ব্যাপারে নীতিমালা ঠিক করা দরকার। ঢালাওভাবে একটি নীতিমালা না করে বিভিন্ন ক্ষেত্রে, যেমন অভিনেতা, লেখক, রাজনীতিবিদ, বিজ্ঞানী, শিক্ষক, পেশাজীবী - এরকম আলাদা নীতিমালা করা যেতে পারে। এই ব্যাপারে ইংরেজি উইকিপিডিয়ার নীতিমালাগুলো আমাদের সহায়তা করতে পারে। আপনাদের সুচিন্তিত মতামত এখানে দিন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৯, ৮ নভেম্বর ২০০৭ (UTC)

উইকিপেডিয়া:উল্লেখযোগ্যতা পাতায় কিছু সাধারণ নীতিমালা দেওয়া আছে। আলাদা আলাদা নীতিমালা করতে আমাদের এ পাতার subpage তৈরি করে শুরু করতে হবে। তবে সবার আগে আমাদের যা দরকার তা হল একটি অনুবাদক দল। যারা এ পাতাগুলো ইংরেজি উইকি থেকে অনুবাদ করবে এবং যারা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত বিভিন্ন ভাষার উইকিপিডিয়া এবং মেটা উইকি থেকে নীতিমালা সহ সবরকমের অনুবাদে কাজ করবে সাথে সাথে মেটা উইকিতেও মেটা উইকির গুরুত্বপূর্ণ পাতাগুলো বাংলায় অনুবাদ করবে। আমি জানি না এমন কোন আগ্রহী উইকিপিডিয়ান পাবো কি না তবে আশা করতে অসুবিধা কিসের। আমি অনুবাদের উইকিপেডিয়া:অনুবাদ একটি পাতা তৈরি করছি। হয়তো এটা আমরা কোন কাজে লাগাতে পারবো না তবে তৈরি হয়ে গেল এই আর কি।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:১১, ১০ নভেম্বর ২০০৭ (UTC)

উইকিসংকলন হালনাগাদ

সম্মানিত ব্যবহারকারীগণ, বাংলা উইকিসোর্স অথবা উইকিসংকলনে বর্তমানে ৫০০টি লেখা রয়েছে। যা এখন বিশ্বের ৫৪টি উইকিসোর্সের মধ্যে ৩৩ নম্বর। এতে রয়েছে মীর মোশাররফ হোসেনের সম্পূর্ণ বিষাদ সিন্ধু, সুকান্তের ছাড়পত্র, শরৎচন্দ্রের দেবদাস, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, লিপিকা উল্লেখযোগ্য। এছাড়াও আছে সুকুমার রায়ের অনেক ছড়া, জগদীশচন্দ্র বসু অব্যক্ত সহ আরও অনেক দেশী বিদেশী বিখ্যাত লেখকের লেখা।

তবে দুঃখের সাথে বলছি যে এক মাসের মধ্যে আমরা এ সংখ্যার লেখা উইকিসংকলনে যোগ করতে পারলেও এর অবদানকারী বা স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল খুবই কম। উইকি প্রকল্পগুলো আমাদের ভাষার মূল্যবাদ সম্পদ সংরক্ষণের এক সুন্দর মাধ্যম। আপনিও পারেন আপনার কাছে থাকা বিখ্যাত লেখকের লেখাগুলো (অন্যভাষার লেখাগুলোর অনুবাদসহ) উইকিসংকলনে দিয়ে এ সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষন করতে। আসুন আমরা উইকিসংকলনের ব্যবহারের মাধ্যমে আমাদের ভাষার অমর কৃর্তিগুলোর সংরক্ষনে এগিয়ে আসি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১৭, ১১ নভেম্বর ২০০৭ (UTC)

विकिमीडियाका भारतीय अध्याय (प्रस्तावित)

It is proposed to start Wikimedia India Chapter of the Wikimedia Foundation. We believe that it is important to spread the concept of free knowledge in India.

Wikimedia India Chapter page is for discussion about the proposal for Wikimedia India Chapter of Wikimedia. This chapter can help coordinate various Indian language Wikipedias and spread the Wikipedia word in India..विकिमीडिया ईंडीया चॅप्टर (प्रस्तावित)को अवश्य भेट दिजीए। Mahitgar १६:४३, १६ नवम्बर २००७ (UTC)

তথ্যছক: বই

বাংলা উইকিতে বইয়ের জন্য কোন তথ্যছক আছে কি? না থাকলে কি করে তৈরি করা যেতে পারে, আমি ঠিক জানি না? Help please. --মুনতাসির ১৮:১৮, ২১ নভেম্বর ২০০৭ (UTC)

{{তথ্যছক বই}}। উদাহরনঃ হ্যারি পটার, মোবি ডিক।--μακσυδআলাপ ১৮:৩৯, ২১ নভেম্বর ২০০৭ (UTC)
ধন্যবাদ... --মুনতাসির ১৩:১০, ২২ নভেম্বর ২০০৭ (UTC)


উইকি ক্যানভাসার

উইকির পাঠকরাই এর লেখক। আমরা লেখক খুজতে সময় দিচ্ছি। কিন্তু, কেউ আসলে পাঠক হিসেবে আসলে তবেই নিজে লেখক হবার আগ্রহ পাবে। আমাদের বোধ হয় উইকির বিভিন্ন নিবন্ধের প্রচারণা করা উচিত, শুধু সেগুলো পড়ার জন্য। আমরা এটার নাম দিতে পারি, উইকি ক্যানভাস'"। আর এই ক্যানভাসার কাজ করবে বিভিন্ন ব্লগে। একটা উদাহরণ দেই, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব নিয়ে উইকিতে বড় নিবন্ধ আছে। এই নিবন্ধে কি কি তথ্য কেউ পেতে পারে, নিয়ে আমরা লিখতে পারি। ঠিক যেমন ঢাকার বাসে ক্যানভাসার বই বিক্রির সময়, তার বইয়ে কি কি তথ্য পাওয়া যাবে তা তুলে ধরে। অনেকে না কিনলেও দুই একজন কিন্তু, ঠিকই তার বই কেনে, তাই না?

আইডিয়াটা কেমন? মন্তব্য করুন। Positive response পেলে আমি চেষ্টা করতে পারি? ধন্যবাদ। --মুনতাসির ১৩:৩৮, ২২ নভেম্বর ২০০৭ (UTC)

ব্যপারটা চমৎকার। তবে শুধু ব্লগে না লিখে পেপার পত্রিকাতেও লেখা যেতে পারে। সেক্ষেত্রে কেউ লিখে দিলে তা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করা যাবে। ছাপানোর কোন চিন্তা নাই শুধু লিখে দিতে হবে। --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫০, ২৩ নভেম্বর ২০০৭ (UTC)
ধন্যবাদ। --মুনতাসির ১৯:১৭, ২৩ নভেম্বর ২০০৭ (UTC)
মুনতাসির-এর আইডিয়াটা ভালো। উইকিপিডিয়া সম্পর্কে যতো মানুষ জানবে, ততোই এর ব্যপ্তি বাড়বে।--গৌতম ০৫:১৯, ২৪ নভেম্বর ২০০৭ (UTC)


এটার কী খবর? আমি সামহয়ারইনব্লগে নতুন নিবন্ধের উপরে পোস্ট দিচ্ছি মাঝে মাঝে ... জানি না কাজ কতটুকু হচ্ছে তাতে। --রাগিব (আলাপ | অবদান) ০৩:০১, ১১ ডিসেম্বর ২০০৭ (UTC)

উইকিসংকলন হালনাগাদ

ব্যবহারকারীগণ, উইকিসংকলনে, উইকিসোর্সের বাংলা লোকালাইজড "উইকিসংকল" লেখা সম্বলিত লোগো যোগ করা হয়েছে। বর্তমানে উইকিসংকলনে ৬১৭টি লেখা রয়েছে। আপনাদের সকলকে উইকিসংকলনে আমন্ত্রন। আপনাদের সকলের অবদানে উইকিসংকলন খুব তাড়াতাড়িই বাংলা ভাষার সবচেয়ে বড় অনলাইন সাহিত্য সংকলনে (পাবলিক ডোমেইন এবং কপিরাইট ফ্রি) পরিণত হবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০২:৫৭, ২ ডিসেম্বর ২০০৭ (UTC)

নতুন লোগো সহ না আসলে দয়াকরে আপনার ক্যাশ পরিস্কার করে নিন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০২:৫৯, ২ ডিসেম্বর ২০০৭ (UTC)

Wikimedia Indian chpater

As you might be aware, we are planning to start an India chapter of the Wikimedia Foundation. Please see Wikimedia India for details. We're currently working on the draft of bylaws. If you are interested, please join the discussion on meta, and subscribe to the wikimediaindia-l mailing list. Utcursch ১৭:৪৩, ১০ ডিসেম্বর ২০০৭ (UTC)

Gadget Extension on bn.wikipedia

ব্যবহারকারীগণ, উইকিপিডিয়ার সফটওয়্যায়ারের জন্য সাম্প্রতি নতুন gadget extension যোগ করা হয়েছে। তা ইংরেজি উইকিপিডিয়ায় ইতিমধ্যে যোগ করা হয়েছে। আপনারা যাদের ইংরেজি উইকিপিডিয়ায় একাউন্ট আছে তারা এ সুবিধা যাচাই করে দেখতে পারেন। ইংরেজি উইকিপিডিয়ায় My preferences লিঙ্ক থেকে gadgets ট্যাবে যেয়ে গ্যাজেট নির্বাচন করে Save দিয়ে দেখতে পারেন গ্যাজেটের সুবিধা সমূহ।

বাংলা উইকিপিডিয়ার জন্যও আমরা এ গ্যাজেট যুক্ত করতে চাচ্ছি। এ বিষয়ে আপনাদের আলোচনা এবং মতামত কামনা করছি। ধন্যবাদ--বেলায়েত (আলাপ | অবদান) ০২:৪৭, ১৮ ডিসেম্বর ২০০৭ (UTC)

আজকে ইংরেজি উইকির গ্যাজেট দেখলাম। জট্টিল। তাড়াতাড়ি বাংলাতে এটা যুক্ত করুন। --μακσυδআলাপ ০৫:৫৫, ১৯ ডিসেম্বর ২০০৭ (UTC)
ধন্যবাদ, দয়াকরে অন্যদেরও বলুন মতামত দিতে। কারণ এক্সটেনশন যুক্ত করতে গেলে একটা ভাল জরিপ এবং আলোচনার দরকার। আসলে এখন জনতার মতামত ছাড়া উইকিতে কিছু করা যায় না। আমার বিশ্বাস গ্যাজেট অন্যদেরও ভাল লাগবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪১, ১৯ ডিসেম্বর ২০০৭ (UTC)
ভাল জিনিষ, আমরা চালু করতে পারি নিশ্চয়ই। ধন্যবাদ, বেলায়েত ভাইকে। --তারিফ এজাজ ০৮:০৬, ১৯ ডিসেম্বর ২০০৭ (UTC)
ইংরেজি উইকির গ্যাজেট ব্যবহার করে দেখেছি। আমার বেশ ভালো লেগেছে। বেলায়েত ভাই শুভস্য শিঘ্রম! যুক্ত করে ফেলুন।--দায়ীন(আলাপ)/(অবদান) ১০:৫৭, ১৯ ডিসেম্বর ২০০৭ (UTC)

Need a deletion

Hi, can somebody hit the delete button on আলিযে and move অ্যালীযে back to আলিযে? I moved it out of the former and after realizing the move shouldn't have been made, through a series of kludges tried to fix it (forgot that I don't have admin privileges here :-P) resulting in the bad mess (sorry for that). The move was And ব্যবহারকারী:Soumyasch/temp also needs a delete. Thanks. Btw, isn't there a speedy deletion process in use here? --Soumyasch ১৮:০৭, ২৪ ডিসেম্বর ২০০৭ (UTC)

সমস্যা সমাধান হয়েছে

--Soumyasch ২১:৪৫, ২৪ ডিসেম্বর ২০০৭ (UTC)

উইকিপিডিয়া গ্যাজেট ফিচার

ব্যাবহারকারীগণ, আমরা বাংলা উইকিপিডিয়াতে সফলভাবে গ্যাজেট যোগ করতে পেরেছি। এখন বাংলা উইকিপিডিয়াতেও ইংরেজি উইকিপিডিয়ার মত গ্যাজেটগুলোর সুবিধা ভোগ করতে পারবেন। তবে এখন শুধু গ্যাজেট যোগ করা হয়েছে, গ্যাজেট গুলো বাংলা করা হয় নি, যা ভবিষ্যতে করা হবে। কিছুদিন আগে আমরা বাংলা উইকিপিডিয়াতে গ্যাজেট এক্সটেনশন যোগ করার জন্য আলোচনা ডেকেছিলাম, তাতে অনেকেই তাদের মতামত দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। বাংলাউইকিপিডিয়াতে গ্যাজেট সুবিধা পেতে সাইটের উপরের আমার পছন্দ লিঙ্কে যেয়ে Gadgets ট্যাব থেকে গ্যাজেট গুলো সক্রিয় করে দিতে হবে। বিস্তারিত জানতে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ এবং উইকিপিডিয়ায় গ্যাজেট সুবিধ ভোগের জন্য স্বাগতম।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:৫৯, ৩১ ডিসেম্বর ২০০৭ (UTC)


মিডিয়াউইকি ইন্টারফেসের বাংলা স্থানীয়করণ (হালনাগাদ)

বাংলা ভাষাতে ১৭০১টি সিস্টেম বার্তার সবকটিই বর্তমানে অনূদিত। http://translatewiki.net/wiki/Full_list অনুসারে হিব্রু ভাষার পরে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ভাষাতে ১০০% ভাগ অনুবাদ সম্পন্ন হয়েছে। যারা কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:১৭, ৭ জানুয়ারি ২০০৮ (UTC)

চমৎকার!!! ওয়াও!!! দারুন কাজ হয়েছে, আশা করবো কমিট রিকোয়েষ্ট করা হয়ে গেছে, তাহলে অচিরেই ফল পাওয়া যাবে। এখন এক্সটেনশন গুলোতে হাত দিতে হবে। আমার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৪, ৭ জানুয়ারি ২০০৮ (UTC)

উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার

Wikimedia Foundation এর স্থানীয় শাখা বা chapter এর মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে খোলা হয়েছে। Wikimedia Bangladesh Chapter অর্থাৎ উইকিমিডিয়ার বাংলাদেশ চ্যাপ্টার খোলার উদ্যোগ নেয়া হচ্ছে। এই ব্যাপারে আগ্রহী সবার মতামত এবং পরামর্শ কামনা করছি।

লক্ষ্যণীয় হলো, এই Bangladesh Chapter কিন্তু কেবল বাংলা উইকিপিডিয়া-ভিত্তিকই না, বরং এটা হবে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভাষার উইকিপিডিয়ানদের একটি সংগঠন। আমার জানা মতে বাংলাদেশে ইংরেজি, বাংলা, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উইকিপিডিয়াতে লিখেন এরকম অনেক কর্মী রয়েছেন। এই চ্যাপ্টারটির কাজ হবে এসব বাংলাদেশী উইকিপিডিয়ানদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পকে promote করা, এবং মুক্ত content এর ধারণাকে ছড়িয়ে দেয়া।

Bangladesh chapter গঠন ও ফাউন্ডেশন কর্তৃক অনুমোদন করার একটা পূর্বশর্ত হলো, এর By-laws বা গঠনতন্ত্র প্রণয়ন। স্থানীয় দেশের আইন অনুসারে সাংগঠনিকভাবে অলাভজনক সংস্থা হিসাবে এই chapter-টি নিবন্ধিত হবে।

যাহোক, এই উদ্দেশ্যে মেটা উইকিতে একটি পাতা খোলা হয়েছে, এই খানে, দয়া করে আগ্রহীরা ওখানে দেখুন এবং আলোচনায় অংশ নিন। এছাড়া ইমেইলের মাধ্যমে যোগাযোগের সুবিধার্থে একটি মেইলিং লিস্ট খোলা হয়েছে গুগল গ্রুপ্সে, আপনারা তাতে যোগ দিতে পারেন।

নিচে কিছু লিংক দিলাম, স্থানীয় চ্যাপ্টারের কাজ, চ্যাপ্টার খোলার প্রক্রিয়া ও নিয়মাবলী, এবং উদাহরণ হিসাবে Wikimedia India এর গঠনতন্ত্র।


ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৩৯, ৭ জানুয়ারি ২০০৮ (UTC)

উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার গঠনের মাধ্যমে আমাদের উদ্দেশ্য কি?
  • উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রচারণা যাতে বিভিন্ন পেশাজীবির মানুষ (প্রতিষ্ঠান, বিজ্ঞানী, শিক্ষার্থী, বিদ্যালয়, লাইব্রেরী বা পাঠাগারসমূহ) প্রকল্পের সাথে যুক্ত এবং ব্যবহার করতে পারেন।
  • উইকিমিডিয়া প্রকল্পগুলোর পরিচালনা এবং উন্নয়নের জন্য নৈতিক এবং অর্থনৈতিক অংশিদারিত্ব খোজা, আলোচনা এবং যোগাড় করা।
  • অন্য সংস্থাসমূহকে তাদের নিজেদের সুবিদার্থে উইকিমিডিয়ার বিষয়বস্তুসমূহের ব্যবহারে সাহায্য করা। (যেমন প্রকাশকদের স্থানীয় ইতিহাস প্রকাশে উইকিরিডার বা উইকপাঠক প্রকাশ করা, সিডি বা ডিভিডিতে স্থানীয় ভাষায় বিষয়বস্তু সমূহ প্রকাশ করা )
  • স্থানীয় এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজন এবং বিভিন্ন উদ্যোগ গ্রহন করা। (যেমন বিভিন্ন মেলা বা কার্যক্রমে অংশ নেওয়া, উইকিপিডিয়া পার্টি বা অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখা ইত্যাদি)
  • দেশে মুক্ত কন্টেন্ট এবং উইকি কালচার প্রচার করা।

একই আলোচনা আমি মেটা [উইকির আলাপের পাতায়] পোষ্ট করছি আশা করবো আপনারা মেটা উইকির আলাপের পাতায় আলোচনা করবেন। আরও উদ্দেশ্য আশা করি আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৬, ৮ জানুয়ারি ২০০৮ (UTC)

উদ্যোগটি ভাল লেগেছে। করতে পারলে খুব ভাল হবে। আমি সাহায্য করবো। মেটাতে আলাপ করেছি। -- মুহাম্মদ ০৪:৩৪, ৮ জানুয়ারি ২০০৮ (UTC)
এসব ব্যাপারে আমার "উপদেশ" খুব সহজ: "কথা-আড্ডা-চানাচুর-পেঁয়াজু ভাজা-পার্টি-গঠনতন্ত্র-আমলাতন্ত্র-সভা-সমিতি-সেমিনার" নয়, কাজে বিশ্বাসী এমন লোকদের সংগঠিত করুন।--অর্ণব (আলাপ | অবদান) ০৫:০৪, ৮ জানুয়ারি ২০০৮ (UTC)
কাজে বিশ্বাসী এমন লোকতো আর নিজে নিজে আসে না, আবার শুধু কাজে বিশ্বাসী লোক দিয়েও কাজ হয় না, আমার মনে হয় উপদেশের বদলে আলোচনাটা বেশি জরুরী। যদিও আলোচনাটা কাজের চেয়ে কথাই বেশি তবুও সবার কাছে আলোচনাটাই আশা করবো। আলোচনার মাধম্যেই বেরিয়ে আসবে কোনটা আমাদের করা উচিত কোনটা উচিত নয়। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৪৭, ৮ জানুয়ারি ২০০৮ (UTC)

আমার ব্যক্তিগত মতামত হল, বাংলাদেশে আলোচনা/আড্ডা/সভা/সমিতি/সেমিনার করার লোকের কোন অভাব নেই। বরং এরকম লোকের সংখ্যাই বেশি। অনলাইনের ব্যাপার স্যাপার অফলাইনে আলোচনা করে কী লাভ হয় আমি জানি না, হয়ত সময় কাটানো? কী কাজ করতে হবে তা মোটামুটি সবাই জানেন, এটা খুব বিরাট গবেষণার বিষয় নয়। উইকিপ্রকল্পগুলিতে কাজ হল প্রকল্পের জন্য বিষয়বস্তু যোগ করা ও তা সম্পাদনা করা। কাজে ঝাঁপ দিলেই এগুলি হয়ে যায়। আর আলোচনা করার জন্য উইকিতেই হাজার হাজার "আলোচনা পাতা" আছে। সেগুলির সদ্ব্যবহার আগে করা উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:১৮, ৮ জানুয়ারি ২০০৮ (UTC)

অর্ণব, সাংগঠনিক কর্মকাণ্ডে আপনার ব্যক্তিগত অবিশ্বাস ও বিরক্তি থাকতেই পারে, তা আপনার মতামত। এই আলোচনাসূত্রটির উদ্দেশ্য হলো যাঁরা এই ব্যাপারে আগ্রহী হতে পারেন, তাঁদেরকে এই আলোচনায় অংশ নেয়ার জন্য পর্যাপ্ত তথ্য প্রদান করা। আপনার এই ব্যাপারে বিরক্তি লেগে থাকলে আপনি খুব সহজেই এই আলোচনাসূত্রটি উপেক্ষা করতে পারেন। যাঁদের আগ্রহ আছে, তাঁরা দয়া করে এই থ্রেডে, বা মেটা উইকির পাতায় আলোচনা করুন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৩, ৮ জানুয়ারি ২০০৮ (UTC)

প্রধান পাতায় নিবন্ধ পরিবর্তন

বর্তমানে দুটি নির্বাচিত নিবন্ধ রয়েছে। বাংলাদেশ পরিবর্তন করে ভাষাবিজ্ঞানকে প্রধান পাতায় নিয়ে আসার প্রস্তাব করছি। -- মুহাম্মদ ১৫:৫৮, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)

যতদিন আরও কিছু নির্বাচিত নিবন্ধ না হয় (অন্তত ১২টি), আমার মনে হয় বাংলাদেশ কে পরিবর্তন করা উচিত নয়। তবে আমি প্রস্তাব করবো সেকশনটি নির্বাচিত নিবন্ধ পরিবর্তন করে ভাল নিবন্ধ করা উচিত। তাহলে যেমন সেকশনটিতে পরিবর্তন আনা যাবে সাথে ভাল নিবন্ধগুলো প্রধান পাতায় আসার সুযোগ পাবে। তাতে ভাল নিবন্ধ গুলোও চিহ্নিত হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৪, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)
বাংলা উইকিপিডিয়াতে বাংলাদেশ আলাদাভাবে গুরুত্ব পাবেনা। তাই এটিকেই প্রধান পাতায় রাখতে হবে এমন কোন কথা নেই। আর আপনি যে কমপক্ষে ১২টি নির্বাচিত হওয়ার কথা বললেন তা উৎসাহ না পেলে হবেনা। একটি নিবন্ধ নির্বাচিত হয়েও যদি প্রধান পাতায় আসতে না পারে তাহলে ব্যবহারকারীরা নির্বাচিত নিবন্ধ তৈরীর উৎসাহ হারিয়ে ফেলবে। অর্থাৎ, আমার মনে হয় প্রধান পাতায় আসতে দিলেই নির্বাচিত নিবন্ধ তৈরী হবে। আর পরের মতটি ভেবে দেখা যায়। ভাল নিবন্ধ প্রধান পাতায় আসতে পারলে ভালই হয়। তাই এখন ভাষাবিজ্ঞান আনা হোক আর তার পরে ভাল নিবন্ধ থেকে সত্যজিৎ রায়-ও আনা যাবে। -- মুহাম্মদ ১৬:২৪, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)
দেখুন ব্যপারটা গায়ের জোড়ে বলে ফেললেন আর হয়ে গেল ব্যপারটা এমনটা নয়। যেকোন একটা পদ্ধতিগত ভাবে আগানো উচিত। হয় নির্বাচিত নিবন্ধ থাকবে নতুবা নির্বাচিত নিবন্ধের অপ্রতুলতার কারণে ভাল নিবন্ধ থাকবে। চিন্তা করুন আর আরও গঠনমূলক আলোচনা করুন। অন্যরা আপনার কথায় সায় দিলে তা আমার ভাবা না ভাবায় কিছু আসে যায় না। আর বাংলা উইকিপিডিয়ায় কি গুরুত্ব পাবে তা হয়তো আমার জানা নাই!!!! কিন্তু বাংলাদেশী হিসেবে আমি চাইবো সম্ভব হলে উইকিপিডিয়ার পাতায় পাতায় বাংলাদেশের নাম থাকুক। আপনার কেন মনে হচ্ছে যে বাংলাদেশ নিবন্ধটি প্রথম পাতায় আছে বলে বাংলাদেশকে বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখুন ইংরেজী উইকিপিডিয়াতে ফিচার্ড আর্টিকেলের একটা বিশাল পুল আছে যা আমাদের বাংলা উইকিপিডিয়াতে নাই। ধরুন ভাষা বিজ্ঞান নিবন্ধটি প্রথম পাতায় দেওয়া হল। এটা পরিবর্তন করে কোন নিবন্ধ দিবেন? আবার কি বাংলাদেশ নিবন্ধটি দেওয়া উচিত? তা ছাড়া ভাষাবিজ্ঞান নিবন্ধটিতে অন্তত বাংলাদেশ নিবন্ধের মত একটা পতাকার ছবি নাই, শুধু লেখা সম্বলিত নির্বাচিত নিবন্ধ বেশী দিন প্রথম পাতায় থাকা কি ভাল দেখাবে? হয়তো যুক্তিগুলো আপনার পছন্দ হবে না, তবুও চিন্তা করে দেখুন এবং অন্যদের আলোচনায় অংশ নিতে বলুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩৫, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)
ভাষাবিজ্ঞান নিবন্ধে তাত্ত্বিক ভাষাবিজ্ঞানের শাখা নিয়ে যে ছবিটি আছে তা আমার কাছে বাংলাদেশের পতাকার চেয়ে অনেক বেশী সুন্দর মনে হয়। সেটা প্রধান পাতায় দিলে পতাকার চেয়ে কোন অংশেই খারাপ দেখাবে না। আর এটি বোঝা দরকার বিশ্বকোষ কট্টরভাবে দেশপ্রেম নিয়ে আসা উইকিপিডিয়ার নীতি লংঘনেরই শামিল। -- মুহাম্মদ ১৮:৫২, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)
বাহ! ভাল বলেছেন, উইকিপিডিয়াতে লিখতে হলে দেশপ্রেম জলাঞ্জলি দিতে হবে। :) উইকিপিডিয়ার কোথায় পেলেন এই নীতি? উইকিপিডিয়ায় আমি যা খুশি লিখবো তা উইকিপিডিয়ার জন্য উল্লেখযোগ্য হলেই হল, তা আমার দেশ নিয়েই হোক আর শহর নিয়েই হোক। আর দেশপ্রেম কট্টর হলে তাতে ক্ষতির কি আমার জানা নাই। বাংলা উইকিপিডিয়ার সবকিছু ইংরেজী উইকিপিডিয়ার মতন নয় এটা একটু খেয়াল রাখবেন। ভাই একটু ঝেড়ে কাশেন, অন্তত আপনার দৃষ্টিভঙ্গি সম্পর্কে সবার ধারণা হবে, তাতে আমাদের যদি কোথাও গলদ থাকে তাহলে তা আমাদের জন্য উপকারে আসবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:০৬, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)
আমার মনে হয় আলোচনাটি মূল লক্ষবস্তু থেকে দূরে সরে গেছে। যাই হোক মুহাম্মদ ওর দ্বিতীয় আলাপে কিছু fact আলোচনা করেছে। যেমন: নির্বাচিত নিবন্ধকে প্রধান পাতায় আসতে দিলে ব্যবহারকারীরা নির্বাচিত নিবন্ধ তৈরি করার উৎসাহ পাবে। এটা খুবই স্বাভাবিক এবং উইকিপিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ (আপনিও এর সাথে একমত কারণ আপনি আমার আলাপ পাতায় বলেছেন যে নিবন্ধের চেয়ে ভালো নিবন্ধ বেশী দরকার)। বর্তমানে বেশ কিছু নিবন্ধ আছে যেগুলো ভালো এবং অল্প কিছু কাজ করলেই নির্বাচিত হতে পারে। তারপর ও আপনার মতামতের সাথে সম্মতি জানিয়ে বলেছে যে নির্বাচিত নিবন্ধ কম থাকার কারণে ভালো নিবন্ধগুলোও প্রধান পাতায় নিয়ে আসা যেতে পারে। আপনি পদ্ধতি অনুসরণের কথা বলেছেন কিন্তু ২টি নির্বাচিত নিবন্ধ থাকার পরও একটি প্রধান পাতায় থাকবে আর একটি থাকবেনা তা কোন ধরণের পদ্ধতি তা বুঝিয়ে বলেননি। তারপর আপনি বললেন একজন বাংলাদেশী হিসাবে আপনি চাইবেন যে বাংলাদেশ প্রধান পাতায় থাকুক (যদিও আপনি সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রধান পাতায় থাকায় এটিকে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে কি???!!!)। এখন ভাবুন বাংলা শুধু আমাদের ভাষা না। এটি পশ্চিম বঙ্গেরও ভাষা। ওখানকার একজন নিশ্চই প্রধান পাতায় দিনের পর দিন (এবং উইকির পাতায় পাতায়) বাংলাদেশ দেখে আপনার মতো উৎফুল্ল হবেন না। সত্যজিৎ রায় দুই বাংলার সিড়ি হয়ে থাকতে পারে। কিন্তু ওটি আনার জন্য ভাষাবিজ্ঞানকে আগে আনা চাই। আরেকটি কথা বাংলাদেশ যদি দীর্ঘদিন থাকতে পারে তাহলে ভাষাবিজ্ঞান কেন পারবে না, সেটি আপনি বলেননি। ধন্যবাদ। --রায়হান আবীর ১৯:৩৩, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)
পশ্চিমবঙ্গের ওরা কি ভাবলো বা উৎফুল্ল হল কি হল না তা নিয়ে আমাদের মাথা খারাপ না করলেও চলবে, কারণ উইকিপিডিয়া এমন এক জায়গা যেখানে আপনি যা যত অবদান রাখবেন তাতে এর উপর আপনার তত অধিকার জন্মাবে, উইকিপিডিয়াকে আপনার নিজের মনে হবে। কারণ এখানে আপনার নিজস্ব পছন্দনীয় বিষয়গুলো স্থান পাবে। এ কারণেই মানুষ উইকিপিডিয়ায় অবদান রাখে। বাংলাদেশী উইকিপিডিয়ানরা বাংলা উইকিপিডিয়ায় লিখে বলেই বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধ এখানে বেশী। এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গের ব্যবহারকারীগণ এখানে বেশি অবদান রাখলে অবশ্যই এখানে সেখানকার স্থান এবং বিষয়াদি নিয়ে বেশি নিবন্ধ থাকতো তখন আর কেউ বলতে পারতো না যে বাংলাদেশ বেশি প্রাধান্য পাচ্ছে, যেহেতু তারা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখে না তাই বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধই বেশি এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশ প্রাধান্য পাচ্ছে। মুহাম্মদ সবকিছু জেনে বোঝার পরেও যখন এমন কথা বলতে পারেন তখন সন্দেহ প্রকাশ ছাড়া আর কি করার আছে। কেন অল্প মাত্র ২ টা নির্বাচিত নিবন্ধের বদলে ভাল নিবন্ধ গুলো প্রধান পাতায় আনতে বলেছি তা আমি আগে বলেছি, দয়া করে যুক্তিগুলো আবার পরে দেখুন। পদ্ধতিগত ব্যপারটা নিয়েও আগেই বলা আছে ঐ অনুচ্ছেদ টুকু ভাল করে পরে বোঝার চেষ্টা করুন। ভাষাবিজ্ঞান দীর্ঘদিন থাকার পরে কোন নিবন্ধ যাবে প্রথম পাতায়? তার চেয়ে আরও কিছু নিবন্ধ পুলে থাকলে ভাল নয় কি? অন্তত ২ মাস পর পর পরিবর্তন করার মত মূলধন থাকা উচিত নয় কি? যুক্তিগুলো আমি আগেও দিয়েছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:৫৪, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)

এভাবে কথার পিঠে কথা বলে কিছু হবেনা। তাই আমি আমার প্রস্তাবনাগুলো একসাথে পেশ করতে চাই এবং এ ব্যাপারে আমি ভোটাভুটির আহ্বান জানাবো। আমার প্রস্তাবগুলো এরকম:

  • বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় প্রতি মাসে (আপাতত) একটি করে নতুন নিবন্ধ স্থান পাবে। প্রথমে নির্বাচিত নিবন্ধগুলো শেষ করতে হবে এবং সেগুলো শেষ হয়ে গেলে ভাল নিবন্ধ থেকে প্রধান পাতায় নিয়ে আসা হবে।
    • সমর্থন:
    • বিরোধিতা:
  • Wikipedia:Wikiquette alerts নামে ইংরেজি উইকিতে একটি প্রকল্প রয়েছে। বাংলাতেও এটি করা প্রয়োজন। কারণ অনেকেই উইকিকেট ভঙ্গ করছেন। এই আলোচনাতেই বেলায়েত ভাই ভাই একটু ঝেড়ে কাশেন, গায়ের জোড়ে বলে ফেললেন, তখন সন্দেহ প্রকাশ ছাড়া আর কি করার আছে এই শব্দগুলো ব্যবহার করে উইকিকেট ভঙ্গ করেছেন। আর এগুলো দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন তাও পরিষ্কার ভাবে ব্যাখ্যা করা উচিত।
    • সমর্থন:
    • বিরোধিতা:
    • নিরপেক্ষ:

-- ‍‍‍মুহাম্মদ ২০:৩৮, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)

এখানে ভোটাভুটির দরকার নেই, আলোচনাই যথেষ্ট। সবাইকে একটু শব্দ চয়নে মাথা ঠান্ডা করে চলতে হবে, তাহলেই চলবে। আমার মনে হয় প্রধান পাতায় কোন নিবন্ধ যাবে সেটাকে একটা scheme ঠিক করে নেয়া দরকার। যেমন, বছরে ৬বার পাল্টাবে, বা ১২ বার - এরকম। তার জন্য শুরুতেই ৬টি ভালো মানের নিবন্ধ ঠিক করতে হবে, যা ১ বা ২ মাস করে থাকবে। পরে বেশি বেশি ভালো নিবন্ধ আসলে দুই সপ্তাহে বা এক সপ্তাহে পাল্টানোর রীতি করা যেতে পারে।

বাংলাদেশের নিবন্ধটি খুব বেশি দিন ধরে প্রধান পাতায় আছে, সেটাকে পালটানো যেতে পারে, তবে এই যে বললাম, scheme টা ঠিক করে নিয়ে নিবন্ধ বাছাই করে ফেলা দরকার আগে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৪৯, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)

আমি ভাবছিলাম, ভাষা আন্দোলন নিবন্ধটাকে ২০ দিনের ভিতরে ফিচার নিবন্ধে দাঁড় করিয়ে ফেব্রুয়ারিতে এটিকে প্রধান পাতায় স্থান দিতে, অনুবাদের দায়িত্ব আমি নিতে পারি। ধন্যবাদ--তারিফ এজাজ ০৬:০৬, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)

দেশ ভিত্তিক উইকিপিডিয়ায় অবদানের পরিসংখ্যান

ব্যবহারকারীগণ, এখানে] আপনি দেখতে পারবেন বিভিন্ন উইকিপ্রকল্পের দেশ ভিত্তিক অবদানের পরিসংখ্যান। এ পাতা অনুযায়ী বাংলা উইকিপিডিয়াতে ৬০.৬% অবদান বাংলাদেশ থেকে হয়, ২৩.৭% অবদান হয় যুক্তরাষ্ট্র এবং ১৫.৭% অবদান হয় অন্যান্য দেশ থেকে। আশা করবো এ পাতা আপনাদের উইকিপিডিয়ায় কাজ করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১০, ১২ জানুয়ারি ২০০৮ (UTC)

দেখে ভাল লাগল। -- মুহাম্মদ ০৫:১৫, ১৩ জানুয়ারি ২০০৮ (UTC)

পোর্টালের জন্য নেমস্পেস

ইংরেজি ভাষা থেকে পোর্টালগুলো বাংলায় আনার ক্ষেত্রে মূল সমস্যা হয়ে দাড়িয়েছে বাংলায় পোর্টালের সমতুল কোন নেমস্পেস না থাকা। তাই পোর্টালের জন্য একটি নেমস্পেস বরাদ্দ করা প্রয়োজন। ইতোমধ্যে পোর্টালের বাংলা করা হয়েছে "প্রবেশদ্বার"। পরিভাষাটি মন্দ নয়। প্রবেশদ্বার ব্যবহারের পক্ষে আমার মত রয়েছে। অন্যরা মন্তব্য করুন। -- মুহাম্মদ ০৫:১৫, ১৩ জানুয়ারি ২০০৮ (UTC)

বাংলা উইকিপিডিয়ায় যারা পোর্টাল বা প্রবেশদ্বার নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের প্রথমে এ পাতাটি পরে নেওয়া ভাল এবং আমার মনে হয় সাথে সাথে পাতাটি অনুবাদ করে অনুরূপ একটি পাতা বাংলা উইকিপিডিয়ায় শুরু করা উচিত। আশা করবো অন্যসব কিছু শুরু করার আগে এ কাজ দুটো করে ফেলা যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:১৭, ১৩ জানুয়ারি ২০০৮ (UTC)
Try {{:প্রবেশদ্বার:ফুটবল}}।--μακσυδআলাপ ০৯:৪২, ১৩ জানুয়ারি ২০০৮ (UTC)
প্রবেশদ্বার ছাড়া অন্য কোন কিছু কি কেউ পরামর্শ দিতে পারেন? মানে প্রবেশদ্বারের সমার্থ অন্য কোন শব্দ কি হতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪০, ১৩ জানুয়ারি ২০০৮ (UTC)
প্রবেশদ্বার-ই portal-এর সবচেয়ে যথাযথ বাংলা অনুবাদ বলে আমার মনে হয়েছে। Portal হল gate-এর সমার্থক একটা ভারিক্কি চালের ইংরেজি শব্দ। বাংলাতেও "দরজার" বদলে প্রবেশদ্বারই বেশি ভাল মানায়। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:৪৮, ১৪ জানুয়ারি ২০০৮ (UTC)

উইকিপেডিয়া থেকে উইকিপিডিয়া

site এর নাম যেহেতু উইকিপিডিয়া করা হয়েছে আমার মত প্রকল্প পাতা,সহায়িকা পাতা ইত্যাদি গুলোকেও উইকিপেডিয়া থেকে উইকিপিডিয়া করার কাজ শুরু করা দরকার। অর্থাৎ- উইকিপেডিয়া:প্রশাসকদের আলোচনাসভা>উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা, উইকিপেডিয়াঃ খেলাঘর>উইকিপিডিয়াঃখেলাঘর ইত্যাদি। অন্যরা মতামত দিন।--দায়ীন(আলাপ)/(অবদান) ০৫:২১, ১৪ জানুয়ারি ২০০৮ (UTC)

এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে। বাংলা উইকিপিডিয়ার একটি কনফিগারেশন ফাইলে প্রকল্পের নামস্থানে (namespace) "উইকিপেডিয়া" হার্ড-কোডেড আছে। এটিকে উইকিপিডিয়া করতে হলে বাগজিলায় রিপোর্ট করতে হবে, সম্ভবত করাও হয়েছে। মিডিয়াউইকির ডেভেলপারেরা উইকিপেডিয়াকে উইকিপিডিয়া করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে সমস্ত উইকিপেডিয়া prefixগুলি উইকিপিডিয়া হয়ে যাবে, বা অন্য উপায়েও তা করে দেয়া যাবে। এটা তাই খুব বড় সমস্যা না, cosmetic সমস্যা। আমাদের মূল পাতাগুলি হল main namespace-এর পাতাগুলি, অর্থাৎ বিশ্বকোষীয় নিবন্ধগুলি যে নেমস্পেসের। বাকী সব পাতাই গৌণ এবং এগুলিকে কেন্দ্র করে আবর্তিত।--অর্ণব (আলাপ | অবদান) ১৪:৪৪, ১৪ জানুয়ারি ২০০৮ (UTC)

Please help update following list

Purpose of followng list at Meta is to have ease of communicatin with most active and experienced Indic wikipedian community.Please use following tools while upadating followng list.One can add his own user name in following list

We believe that it is important to spread the concept of free knowledge in India and So It is proposed to start an India chapter of the Wikimedia(http://wikimediafoundation.org/ Wikimedia Foundation website].

Such a chapter can help coordinate various Indian language Wikipedias and spread the Wikipedia word in India.Contribution participation in related discussion from local Indian language wikipedians is missing and local wikipedians are kindly requested to participate in the same on priority you may visit related pages on meta at Category:Wikimedia India

Thanks and regards

Mahitgar ১৬:৫৯, ১১ জানুয়ারি ২০০৮ (UTC)

ফ্লিকার থেকে ছবি আপলোড

ফ্লিকার থেকে মুক্ত লাইসেন্সের ছবি আপলোডের চমৎকার একটা ব্যবস্থা পেলাম - এখানে দেখুন

ফ্লিকারে অ্যাট্রিবিউশান-শেয়ারেলাইক বা অ্যাট্রিবিউশান লাইসেন্সে অনেক ছবি আছে বাংলাদেশের। এরকম ছবি পেলেই দয়া করে এই আপলোডারের সাহায্যে আপলোড করে দিন। আপনাকে কষ্ট করে ছবিটা নামাতেও হবে না ... বটই সব করবে।

খালি খেয়াল করে ছবির ক্যাটেগরিতে বাংলাদেশ লিখে দিবেন। আর ছবিটাকে বাংলা/ইংরেজি উইকির সংশ্লিষ্ট নিবন্ধেও যোগ করে দিতে পারেন আপলোডের পরপরই। --রাগিব (আলাপ | অবদান) ২৩:৪৬, ১৮ জানুয়ারি ২০০৮ (UTC)

বাংলা উইকিপিডিয়ায় ফেয়ার ইউজ ছবির ব্যবহার

বাংলা উইকিপিডিয়ায় ব্যবহারকারীগণ তাদের পছন্দের নিবন্ধে ইংরেজী উইকিপিডিয়ার ফেয়ার ইউজ লাইসেন্সের আওতায় দেওয়া ছবি সমূহ আপলোড করে ব্যবহার করছে। কিন্তু তারা ব্যবহারের আগে ইংরেজী উইকিপিডীয়ায় ছবির সাথে যে ফেয়ার ইউজ ট্যাগ যুক্ত আছে তা না পরেই ছবি গুলো ব্যবহার করছে। ফেয়ার ইউজ ট্যাগ গুলোতে স্পষ্ট করে লেখা আছে যে ছবিটি যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের আওতায় ব্যবহারের যোগ্য কিন্তু ঐ একই ছবি ইংরেজী উইকিপিডীয়া ব্যতিত অন্য কোন উইকিপিডিয়া এবং অন্য কোথাও ব্যবহারে আইনগত নিষিদ্ধ। এমন অবস্থায় বাংলা উইকিপিডিয়ায় যে সকল ফেয়ার ইউজ ছবি ব্যবহার করা হচ্ছে তা কপিরাইট আইন ভঙ্গের সামিল। আমি আশা করবো এ ব্যপারে উইকিপিডিয়ানগণ গঠনমূলক আলোচনায় অংশ নিবেন।

আমার ব্যক্তিগত মতামত ফেয়ার ইউজ ছবিগুলো মুছে ফেলা এবং উইকিপিডিয়ানদের নিবন্ধে ফেয়ার ইউজ ব্যবহারে নিরুৎসাহিত করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৯, ১৯ জানুয়ারি ২০০৮ (UTC)

একটু clarification এর দরকার আছে। যে যুক্তিতে ফেয়ার ইউজ ইংরেজি উইকিপিডিয়াতে হচ্ছে, একই যুক্তিতে বাংলা উইকিপিডিয়াতেও করা যায়, তাতে আইনগত কোনো সমস্যা নাই। ভুলে গেলে চলবেনা, বাংলা উইকিপিডিয়ার সার্ভার উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডাতে অবস্থিত, এবং মার্কিন আইনের অধীন।
তাহলে ইংরেজি উইকিতে কেনো "আর কোথাও ব্যবহার করা যাবে না লেখা"? এই ট্যাগটার উদ্দেশ্য এটাই, ইংরেজি উইকিকে উৎস ধরে অন্য সব কন্টেন্ট যেমন মুক্ত লাইসেন্সে বিতরণযোগ্য, ফেয়ার ইউজের ছবিগুলো ঐ গোত্রে পড়বে না। অর্থাৎ আমি যদি বই ছাপাই উইকির নিবন্ধ দিয়ে, আর তাতে ফেয়ার ইউজ ছবি ব্যবহার করে বলি "উইকি থেকে", তা চলবে না। নিজেদের নিরাপত্তার খাতিরেই ইংরেজি উইকি বলছে, আমরা ব্যবহার করছি নিরুপায় হয়ে, তাই বলে এটার উপর অধিকার জন্মিয়ে অন্যদেরকে ব্যবহারের জন্য দিতে পারছিনা"।
কাজেই ফেয়ার ইউজ লাইসেন্স বাংলা উইকিতেও খাটে, যদি আসল উৎস হতে নেয়া হয়, ইংরেজি উইকি থেকে বলে নয়।
অনেক ক্ষেত্রেই ফেয়ার ইউজ ছাড়া গতি নেই। যেমন দুঃখজনক হলেও সত্য, অনেক সাম্প্রতিক কালের ঐতিহাসিক ছবির কপিরাইট মেয়াদ শেষ হয়নি, বা ছবির কপিরাইট পরিষ্কার না। যেমন বাংলাদেশের সরকারপ্রধানদের ছবি, মুক্তিযুদ্ধের ছবি, বিখ্যাত কোনো ঘটনার দূর্লভ ছবি। সেগুলোর লো-রেজলিউশান ছবি ফেয়ার ইউজে দেয়া যায়। কিন্তু জীবিত কোনো ব্যক্তির যেহেতু ছবি পাওয়া সম্ভব, সেই ক্ষেত্রে ফেয়ার ইউজের দাবি করাটা ঠিক না।
তাই নির্বিচারে ফেয়ার ইউজ ব্যবহার না করে রয়ে সয়ে ব্যবহার করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪২, ১৯ জানুয়ারি ২০০৮ (UTC)
প্রসঙ্গত উল্লেখ্য যে, অনেক উইকিতে ফেয়ার ইউজ পুরাপুরি নিষিদ্ধ। যেমন স্প্যানিশ উইকি। তবে আমাদের সে পথে যেতে হবে এমন কথা নেই। ঠিক মতো, মাত্রার মধ্যে ফেয়ার ইউজ ব্যবহার করলে সমস্যা নেই। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৩, ১৯ জানুয়ারি ২০০৮ (UTC)
হ্যা বড় উইকিপিডিয়াগুলোতে ফেয়ার ইউজের উপর কড়াকড়ি রয়েছে। মাত্রা বোঝা বড় মুশকিলের ব্যপার, যেখানে ব্যবহারকারীদের লাইসেন্স বোঝানো যায় না সেখানে ফেয়ার ইউজের ব্যবহারের মাত্রা অনুধাবন করা কতটুকু সম্ভব জানি না। যে হারে বাংলা উইকিপিডিয়াতে বইয়ের কাভার, সিনেমার পোষ্টার, সিনেমার স্ক্রিনসট ইংরেজী উইকিমিডিয়া থেকে নিয়ে ব্যবহার করা হচ্ছে তাতে এখনই একটি সুনির্দিষ্ট নীতিমালা না করতে পারলে পরবর্তীতে আরও সমস্যায় পরতে হবে কারণ পরে কাউকে এ কথা বলতে গেলে সে বলবে আরও তো এমন ফেয়ার ইউজ ছবি ব্যবহৃত হয়েছে, তিনি কেন ব্যবহার করতে পারবেন না। ঝামেলা এড়াতে পুরোপুরি বন্ধ করা ছাড়াতো আমি কোন রাস্তা দেখিনা।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:০৭, ১৯ জানুয়ারি ২০০৮ (UTC)
আমিও রাগিব ভাইয়ের ব্যাপারে একমত। মিডিয়াউইকির সার্ভার আমেরিকায় এবং সেখানে ফেয়ার ইউজ নিষিদ্ধ নয়। তাই ফেয়ার ইউজ বাংলাউইকিতেও প্রযোজ্য। এ ব্যাপারে কড়াকড়ি না করলেও চলে। --μακσυδআলাপ ১৯:১১, ১৯ জানুয়ারি ২০০৮ (UTC)
যেহেতু আমরা বলে বেড়াই, যে উইকিপিডিয়া থেকে যে কেউ যে কোন কিছু ব্যবহার করতে পারেন, সে ক্ষেত্রে এ ধরনের ছবি যদি কেউ অন্য কোথাও বিশেষ করে বাংলাদেশের ব্যবহার করে বা ব্যবহার করাই স্বাভাবিক, সে ব্যপারে কি করা উচিত? সেটা কিভাবে ঠেকানো যাবে?--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:২৮, ১৯ জানুয়ারি ২০০৮ (UTC)

এ মাসের নির্বাচিত নিবন্ধ

আরও কিছু নির্বাচিত নিবন্ধ হলে তারপর এ মাসের নির্বাচিত নিবন্ধ পরিবর্তন করা হবে। এমনটিই সবাই বলছেন। আমার সিদ্ধান্ত প্রত্যাহার করলাম। সবাই কাজ চালিয়ে যান। -- মুহাম্মদ ১৬:৫৩, ২৯ জানুয়ারি ২০০৮ (UTC)

সতজিৎ এবং আরসেনাল নিবন্ধ দুটো নির্বাচিত হলে তা আরও অন্তত ২ মাস চালানো যাবে। তাহলে মোট হবে চার মাস। যেহেতু জানুয়ারি মাসে বাংলাদেশ নিবন্ধটি প্রথম পাতায় থেকেছে, তাই বাকি থাকলো ৩ টা নিবন্ধ ৩ মাস। আমি মত দিবো বাংলা উইকিপিডিয়াতে প্রথম পাতায় নিবন্ধ বিষয়ক দুইটি অংশ রাখতে একটি মাসের নির্বাচিত নিবন্ধ এবং একটি সপ্তাহের ভাল নিবন্ধ বলে। নির্বাচিত নিবন্ধগুলো রোটেশন মেথডে চলতে থাকবে মানে প্রতিমাসে একটা নতুন নির্বাচিত নিবন্ধ যোগ হলে তা পরবর্তী মাসে প্রথম পাতায় দেখা যাবে নয়তো পুরাতন নিবন্ধগুলোই ঘুরে ঘুরে আসতে থাকবে। আর সবারই চেষ্টা থাকবে ভাল নিবন্ধগুলোর মানোন্নয়ন কারণ ভাল নিবন্ধের মানোন্নয়ন ছাড়া নির্বাচিত নিবন্ধ হবে না। তাই ভাল নিবন্ধগুলোকে চিহ্নিত হবে তা প্রধান পাতায় আনার জন্য সপ্তাহের ভাল নিবন্ধ অংশটি ব্যবহার করা যাবে। তবে একজন কে অবশ্যই নিবন্ধগুলো নিয়মিত সরিয়ে নেওয়ার কাজগুলো করার জন্য দায়িত্ব নিতে হবে। আশা করবো আপনারা আপনাদের মতামত এবং সাজেশন দিবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:০৯, ৩০ জানুয়ারি ২০০৮ (UTC)


দীর্ঘ পাতার তালিকা ঘাঁটতে গিয়ে অনেক গুলো ভালো ভালো নিবন্ধ চোখে পড়লো। আসলে গত এক বছরে মানের দিক থেকে বিশাল উন্নতি হয়েছে। অন্তত শ খানেক নিবন্ধ দেখছি যেগুলোর আকার ও content যথেষ্ট ভালো। অনেক গুলোকেই ভালো নিবন্ধে উন্নীত করা চলে। মনোনয়ন পাতায় অনেক গুলো প্রার্থী দেখছি, ওগুলোকে ভালো নিবন্ধ অচিরেই ঘোষণা করা যায়। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪৫, ৩০ জানুয়ারি ২০০৮ (UTC)

প্রধান পাতায় নির্বাচিত নিবন্ধ রাখলেই চলবে, ভাল নিবন্ধের জন্য আরেকটি অংশ করার ব্যাপারে আমার মত নেই। প্রধান পাতাকে এভাবে ভাল থেকে নির্বাচিত মানোন্নয়নের জন্য ব্যবহার করার কোন দরকার নেই। প্রধান পাতায় থাকবে নির্বাচিত বিষয়বস্তু এবং পরিভ্রমণ, অনুসন্ধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ লিংকগুলি।--অর্ণব (আলাপ | অবদান) ২২:০৪, ৩০ জানুয়ারি ২০০৮ (UTC)

র এর পর য-ফলা

র এর পর কখনই য ফলা আসেনা। এটা শুধু আমার পিসির সমস্যা না সবার সে ব্যাপারেও নিশ্চত নই। অবশ্য আমি কোন পিসিতেই র এর পর য ফলা আসতে দেখিনি। সম্ভবত উইকিপিডিয়ারই সমস্যা। কারণ নোটপ্যাডে লিখলে আসে। আবার উইকিতে এনে পেস্ট করলে আসেনা। জরুরী ভিত্তিতে বলছি কারণ র‌্যাটাটুই (চলচ্চিত্র) নামে নিবন্ধ শুরু করতে চাচ্ছি। কিন্তু শিরোনামই এমন হলে তো মুশকিল। কি করা যায়? -- মুহাম্মদ ০৪:৪৪, ১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

কিন্তু আমি তো ঠিকই দেখতে পাচ্ছি। উদাহরণ স্বরূপ, র‌্যাব লিখলাম, ঠিকই দেখাচ্ছে। উপরের র‌্যাটাটুইও আমার কম্পিউটারে ঠিক দেখাচ্ছে (ফায়ারফক্স+এক্সপি+লিখন)। --রাগিব (আলাপ | অবদান) ০৫:০১, ১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
আমিও তাই দেখলাম র‌্যাব।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০৯, ১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
ও বুঝেছি। আমাদের এখানে ইন্টারনেট এক্সপ্লোরারে শুধু ঠিক আসছে। কিন্তু অপেরা ও ফায়ারফক্স দুটোতেই ভুল। কারও সমাধান জানা থাকলে বলেন। আমি অপেরা ব্যবহার করি। -- মুহাম্মদ ০৬:১৩, ১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
আমার ফায়ারফক্সে র‌্যাব আসছে, (XP+Avro)। IE তেও আসছে (IE 7)। লিনাক্সে অবশ্য try করিনি। আপনার ব্রাউসারের ফন্ট change করে দেখতে পারেন। অনেক সময় কিছু কিছু ফন্ট (unicode based) যুক্তাক্ষর, য-ফলা ইত্যাদি show করতে সমস্যা করে থাকতে পারে।--দায়ীন(আলাপ)/(অবদান) ১১:৪০, ১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

উইকিপিডিয়া জনসংযোগ পাতা

সম্মানিত উইকিপিডিয়ানগণ, আপনাদের স্বেচ্ছাসেবায় বাংলা উইকিপিডিয়া আস্তে আস্তে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলা উইকিপিডিয়ার এই ক্রমবর্ধমান অগ্রগতিতে বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকা বাংলা উইকিপিডিয়া সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে। বেশ কয়েকজন সাংবাদিক বাংলা উইকিপিডিয়া সম্পর্কে রিপোর্ট করার জন্য বাংলা উইকিপিডিয়া সম্পর্কে তথ্য চাইছে। আমার বিশ্বাস তাদের এ চাহিদা বাংলা উইকিপিডিয়ার সামনের দিনগুলোতে আরও বাড়বে। সেই লক্ষ্যে আমি বাংলা উইকিপিডিয়ায় "উইকিপেডিয়া" নেমস্পেসে "জনসংযোগ" পাতা খোলার পরামর্শ করছি। তাতে বাংলা উইকিপিডিয়ার ইতিহাস সহ, বর্তমান অবস্থা, বর্তমান সিদ্ধান্তসমূহ, উইকি প্রকল্পসমূহ, নতুন কোন উইকিপ্রকল্পের এবং উইকিপেডিয়া সম্পর্কিত অনুষ্ঠানের প্রেস রিলিজ থাকতে পারে। এ ব্যপারে আপনাদের পরামর্শ, মতামত এবং পাতাটি সম্পূর্ণ করতে আপনাদের সাহায্য কামনা করছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২০, ২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

বাংলা ভাষা আন্দোলন

ইংরেজি উইকিপিডিয়ার বাংলা ভাষা আন্দোলন নির্বাচিত নিবন্ধটি বাংলাদেশ সময় ২১শে ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকে ২২শে ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতায় থাকবে। এটি বাংলাদেশি এবং উইকিপিডিয়ান হিসেবে আমাদের একটি অনন্য পাওনা। ফেব্রুয়ারির এই দিনে এ ঘটনা আমাদের আরও উৎসাহিত করবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৮, ২১ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

Bangla Font is too much smaller compare to English Font.

Though Bangla letter is complicated than English letter. Here I can see, Bangla letter is smaller than English letter in size. So, it is too much annoying to read Bangla article. Though Here you have given instruction to view in lareger font, it can't be solution. You should make Bangla font larger. I am writing this in English, Because, If I wrote in Bangla, many of you would not able to read it. It's a serious point to give attention.

আমারও মনে হয় বাংলা উইকিপিডিয়ার ডিফল্ট ফন্টের আকার বাড়ানো উচিত। তবে বড় করার কোন উপায় আদৌ আছে কিনা সে বিষয়ে নিশ্চিত নই। এ বিষয়ে অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি। -- মুহাম্মদ ১০:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

The relative size of a Bengali font compared to English fonts really depends on the particular Bengali font. For example, at the same font size (let's say 10 pt), Solaimani Lipi or Bangla are relatively smaller than English fonts (Arial, Verdana, etc), whereas Likhan is almost as big as English fonts. The problem is that when Bengali Unicode fonts were made, they were not tested for this purpose. Once people start making more and more Bengali Unicode fonts, this mismatch problem will hopefully go away. For the time being, if it is really bothering you, please use Likhan. --অর্ণব (আলাপ | অবদান) ১১:০৭, ২২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)


আমি একারনে Bangla ফন্টটা ১২৫% বাড়িয়ে নতুন ফন্ট বানিয়ে (এবং এর নাম Vrinda দিয়ে) কাজ করছি। আমার উইকিপিডিয়া দেখতে কোন সমস্যাই হচ্ছে না। তবে বাংলা ফন্টের বাইরে লিখন ফন্টটা চমৎকার। লোহিতটাও খারাপ না। --ম্যাক্সআলাপ ১৬:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০০৮ (UTC) সুন্দর বুদ্ধি। আমিও ট্রাই করে দেখছি। --অর্ণব (আলাপ | অবদান) ২২:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

এ মাসের নির্বাচিত নিবন্ধ

এটা পরিবর্তনের সময় কী এখনো হয় নি? আমার মনে হয় মার্চ থেকে এটক করা উচিৎ। আমাদের দুই মাসের দুইটা আছে বলে মনে হচ্ছে। তারপরের ৫টার তালিকা দিয়ে দিন, করে ফেলবো। প্রথম পাতা পরিবর্তন হলে নতুন লোকেরা থাকতে আগ্রহী হবে। গেরিলা স্টাইলে কয়েকটি ইংরেজী ফিচার ঠিক করে দিতে পারেন। কোন কায়দায় করে দেব। Munirhasan ১৬:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

আচ্ছা আমরা মার্চ থেকে নির্বাচিত নিবন্ধ পরিবর্তন শুরু করবো। সবার সাহায্য কামনা করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
ধন্যবাদ। উইকিপেডিয়া:এ মাসের নির্বাচিত নিবন্ধ পাতাটি ঠিকমতো করতে পারলেই হবে। -- মুহাম্মদ ১৮:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

প্রধান পাতার চেহারা

সামান্য পরিবর্তন এনেছি। এখন দেখতে আগের চেয়ে খানিকটা দৃষ্টিসহ। --অর্ণব (আলাপ | অবদান) ২০:২৭, ২৫ মার্চ ২০০৮ (UTC)

দেখতে ভালো লাগছে। ধন্যবাদ। বাম দিকের কলামের নীচে ১ ইঞ্চিএর মতো খালি জায়গা দেখি , এটা দূর করা গেলে ভালো হতো। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৪, ২৫ মার্চ ২০০৮ (UTC)
আপাতত মাথা খেলছে না। কিছুদিন পরে আবার দেখবো। --অর্ণব (আলাপ | অবদান) ২২:৫৮, ২৫ মার্চ ২০০৮ (UTC)
এদের নকশা দেখতে পারেন। সবগুলো বক্স মূল পাতায় সমান লেভেলে এসেছে, খালি জায়গা নেই। --রাগিব (আলাপ | অবদান) ২৩:০৫, ২৫ মার্চ ২০০৮ (UTC)
অনেকদিন পর উইকিতে এসে প্রধান পাতাটির পরিবর্তন দেখে বেশ ভালোই লাগলো। আর সব চেয়ে বেশি ভালো লাগলো এই দেখে যে "নির্বাচিত নিবন্ধ" নিয়মিত চালু হতে দেখে :) ।--দায়ীন(আলাপ)/(অবদান) ০১:১২, ৪ এপ্রিল ২০০৮ (UTC)