অর্জুন চক্রবর্তী
অর্জুন চক্রবর্তী | |
---|---|
জন্ম | |
অন্যান্য নাম | ঋষি |
মাতৃশিক্ষায়তন | অ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১০ - বর্তমান |
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) |
দাম্পত্য সঙ্গী | শ্রীজা সেন (১০ মার্চ ২০১৬-বর্তমান) |
সন্তান | অবন্তিকা |
পিতা-মাতা |
|
আত্মীয় | গৌরব চক্রবর্তী (দাদা) রিধিমা ঘোষ (বৌদি) |
অর্জুন চক্রবর্তী[১] (জন্ম ৫ মার্চ ১৯৯০) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। ২০১০ সালের ২৮ জুন থেকে ২০১১ সালের ১লা এপ্রিল স্টার জলসায় প্রচারিত বাংলা মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারেতে গোরার চরিত্রে অভিনয় করার জন্য এবং ড্রামা-রোম্যান্স-কমেডি টিভি সিরিজ জামাই রাজাতে (২০১৭-২০১৮) তিনি ঈশান চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন।[২][৩] তিনি এমন এক পরিবারের সন্তান যারা বাঙালি সাংস্কৃতিক অঙ্গনের সাথে বংশ ক্রমে জড়িত, তিনি জোছন দস্তিদার এবং চন্দ্রা দস্তিদার (তাঁর পিতামহ বড় জেঠু এবং জেঠিমা), বিজন ভট্টাচার্য (তাঁর পিতামহ বড় জেঠু), জগদীশ চন্দ্র চক্রবর্তী এবং মনিকা চক্রবর্তী (তাঁর ঠাকুরদা এবং ঠাকুমা) এবং তাঁর বাবা সব্যসাচী চক্রবর্তী এবং মা মিঠু চক্রবর্তী। তিনি ২০১২ সালে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর বাপি বাড়ি যা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
শিক্ষা
[সম্পাদনা]অর্জুন তার শিক্ষাজীবন শুরু করেন অ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট এ ভর্তির মাধ্যমে। তিনি সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা থেকে মাস কমিউনিকেশন ও ভিডিওগ্ৰাফি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]অর্জুন ১৯৯০ সালের ৫ই মার্চ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন।[৪] তার বেড়ে ওঠা কলকাতায়। তার ভাই হলেন অভিনেতা গৌরব চক্রবর্তী। দীর্ঘদিন যাবৎ তার শ্রীজা সেনের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল, তিনি তার স্কুল বন্ধু ছিলেন। তিনি ১০ মার্চ ২০১৬ সালে শ্রীজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৫] কিন্তু তাদের বাগদান সম্পন্ন হয় ৬ই জুন ২০১৭ সালে। তার একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম অবন্তিকা।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]অর্জুন ২০১০ সালে স্টার জলসার মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারের[৭] মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। সেখানে তিনি গোরার ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। ২০১২ সালে তিনি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৭ সালে জি বাংলার ড্রামা-রোম্যান্স-কমেডি টিভি সিরিজ জামাই রাজাতে [৮] অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসেন। সেখানে তিনি ঈশান চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও তিনি ২০০০ সালে ডিডি বাংলার সত্যজিতের প্রিয় গল্প (টলিউডে তাড়িনীখুড়ো) টেলিফিল্মে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন।
চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]সাল | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | সহ-শিলপী |
---|---|---|---|---|
২০১২ | বাপি বাড়ি যা | বাপি | সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ | মিমি চক্রবর্তী |
২০১৪ | যদি লাভ দিলে না প্রাণে | মৈনাক | সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ | আবীর চট্টোপাধ্যায় |
২০১৪ | চিরদিনই তুমি যে আমার ২ | ভানু সর্দার | সৌমিক চ্যাটার্জি | উর্মিলা মহন্ত |
২০১৪ | বঙ্কু বাবু | অগ্নি | অনিন্দ্য বিকাশ দত্ত | অরুণিমা ঘোষ |
২০১৪ | জানলা দিয়ে বউ পালালো | উপগুপ্ত | অনিকেত চ্যাটার্জি | অমৃতা চট্টোপাধ্যায় |
২০১৪ | কখন তোমার আসবে টেলিফোন | জিৎ | অরিন্দম দে | স্নেহা |
২০১৫ | আসছে বছর আবার হবে | আর্য | সুশান্ত দাস | ঋত্বিকা সেন |
২০১৫ | অটো নং. ৯৬৯৬ | কল্লোল দাস ওরফে কেলো | অরিত্র মুখার্জি | অমৃতা চট্টোপাধ্যায় |
২০১৫ | বাওয়াল | যিশু | বিশ্বরূপ বিশ্বাস | ঋতাভরী চক্রবর্তী ও সায়নী ঘোষ |
২০১৬ | পিঙ্ক | ঋত্বিক | অনিরুদ্ধ রায় চৌধুরী | অমিতাভ বচ্চন |
২০১৭ | ওয়ান | আইপিএস অফিসার অভিজিৎ | বিরসা দাশগুপ্ত | যশ দাশগুপ্ত |
২০১৭ | মাছের ঝোল | পলাশ | প্রতিম ডি গুপ্ত | ঋত্বিক চক্রবর্তী |
২০১৭ | কিছু না বলা কথা | অনুভব | সায়নী বসু চৌধুরী | মিশমি দাস |
২০১৮ | রংবেরঙের কড়ি | মিঠুন | রঞ্জন ঘোষ | অরুণিমা ঘোষ |
২০১৮ | গুপ্তধনের সন্ধানে | আবির | ধ্রুব বন্দোপাধ্যায় | আবীর চট্টোপাধ্যায় ও ইশা সাহা |
২০১৮ | ক্রিসক্রস | অর্চি | বিরসা দাশগুপ্ত | মিমি চক্রবর্তী |
২০১৮ | ব্যোমকেশ গোত্র | সত্যকাম দাস[৯][১০] | অরিন্দম শীল | আবীর চট্টোপাধ্যায় |
২০১৯ | ফাইনালি ভালোবাসা | বিবেক | অঞ্জন দত্ত | রাইমা সেন |
২০১৯ | দুর্গেশগড়ের গুপ্তধন | আবির | ধ্রুব বন্দোপাধ্যায় | আবীর চট্টোপাধ্যায় ও ইশা সাহা |
২০১৯ | সাক্ষী | সায়নী ঘোষ | ||
২০১৯ | তুষাগ্নি | আইপিএস অফিসার সুদীপ চক্রবর্তী | রানা বন্দোপাধ্যায় | অমৃতা চট্টোপাধ্যায় |
২০২০ | আওশান | সত্যবান শুক্ল | রজত কুমার চতুর্ভেদী | কুলজিন্দর সিং সিধু |
২০২০ | লাভ আজ কাল পরশু | অভিক | প্রতিম ডি গুপ্ত | মধুমিতা সরকার |
২০২০ | সাহেবের কাটলেট | রনজয় রায় চৌধুরী | অঞ্জন দত্ত | অঞ্জন দত্ত |
২০২১ | অভিযাত্রিক | অপু | সুভ্রজিৎ মিত্র | সব্যসাচী চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায় |
২০২২ | এক্স=প্রেম | অর্ণব | সৃজিত মুখোপাধ্যায় | মধুরিমা বসাক |
২০২২ | কর্ণসুবর্ণের গুপ্তধন | আবির | ধ্রুব বন্দোপাধ্যায় | আবীর চট্টোপাধ্যায় ও ইশা সাহা |
২০২২ | খেলা যখন | সাগ্নিক চৌধুরী | অরিন্দম শীল | মিমি চক্রবর্তী |
২০২৩ | মিথ্যে প্রেমের গান | আদিত্য | পরমা নেওটিয়া | অনির্বাণ ভট্টাচার্য ও ইশা সাহা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গসিপ ভাল লাগে না! আমি নিজে পারফেক্ট নই, লোককে জাজ করব কী করে?: অর্জুন চক্রবর্তী"। unishkuri.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২।
- ↑ "The Telegraph - Calcutta (Kolkata) | Entertainment | The sound of music The lead pair ofStar Jalsha's mega Gaaner Oparey."। web.archive.org। ২০১০-০৮-২০। Archived from the original on ২০১০-০৮-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২।
- ↑ "'রাশি' ও 'অগ্নিপরীক্ষা'র পর 'জামাই রাজা'"। banglanews24.com। ২০১৭-০৬-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২।
- ↑ "Arjun Chakrabarty's Special Wish For His Wife On Her Birthday Will Melt Your Heart"। www.spotboye.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ "Arjun Chakrabarty:ষষ্ঠ বিবাহবার্ষিকী, স্ত্রী সৃজাকে কোলে আগলে ছবি পোস্ট অর্জুনের"। Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ "সরস্বতী পুজোয় প্রথমবার মেয়ের মুখ দেখালেন অর্জুন! এদিন হাতেখড়ি দিল নায়কের কন্যা"। Hindustantimes Bangla। ২০২৩-০১-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ "Actor Arjun Chakrabarty turns emotional; shares 'Gaaner Oparey' memories"। The Times of India। ২০২০-০৯-০৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২।
- ↑ "Arjun Chakraborty is back on television"। The Times of India। ২০১৮-০২-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২।
- ↑ "Here's how Arjun Chakraborty became a part of Satyakam"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২।
- ↑ "কেমন ছিল সত্যকাম হয়ে ওঠার অভিজ্ঞতা, বললেন অর্জুন চক্রবর্তী"। Indian Express Bangla। ২০১৮-১০-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অর্জুন চক্রবর্তী (ইংরেজি)