আঁতাঁত
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জানুয়ারি ২০১৭) |
কোন বিষয়ে একইরূপ নীতি বা কর্মধারা গ্রহণের উদ্দেশ্যে দুই বা ততোধিক রাষ্টের সমঝোতাকেই বলা হয় আঁতাত (Entente)। ত্রিশক্তি আঁতাত ছিল ত্রিশক্তি মৈত্রীর হুমকি মোকাবেলায় গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোট।
উদাহরণ
[সম্পাদনা]১৯০৪ সালে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে মিশরে ব্রিটিশ প্রভাব ও মরক্কোতে ফরাসি প্রভাব রাখতে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে আঁতাত গড়ে উঠেছিল।
আঁতাতের ইতিহাস
[সম্পাদনা]- ১৯০৪ সালে ফ্রান্স এবং যুক্তরাজ্যের মধ্যে রাষ্ট্রীয় বলিষ্ঠ আঁতাত।
- ১৯০৭ সালে যুক্তরাজ্য এবং রাশিয়ার মধ্যে অ্যাংলো-রাশিয়ান আঁতাত।
- গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া নিজেদের মধ্যে গঠিত ত্রিশক্তি আঁতাত।
- ১৯২০ থেকে ১৯৩৮ চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, ও যুগোস্লাভিয়ার মধ্যে লিটল আঁতাত।
- ১৯৩৪ থেকে ১৯৩৮ গ্রিস, তুরস্ক, রোমানিয়া ও যুগোস্লাভিয়ার মধ্যে বলকান আঁতাত।
- ১৯৩৪ থেকে ১৯৩৯ লিত্ভা, লাটভিয়া, এবং এস্তোনিয়ার মধ্যে বাল্টিক আঁতাত।
- ১৯৫৯ থেকে ১৯৬৬ আইভরি কোস্ট, বুরকিনা ফাসো, বেনিন, নাইজার, এবং টোগোর মধ্যে Entente de Conseil।
- নভেম্বর ২০১০ সালে ঘোষণা ব্রিটিশ ও ফরাসি সরকারের মধ্যে সহযোগিতা (Frugale Entente)।