ইমন চৌধুরী
অবয়ব
ইমন চৌধুরী | |
---|---|
জন্ম | মোস্তাফিজুর রহমান ইমন চৌধুরী |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | সঙ্গীতজ্ঞ, গিটারবাদক |
দাম্পত্য সঙ্গী | ফারজানা নীপা জেরী (বি. ২০১৫) |
পিতা-মাতা |
|
পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২০) |
ইমন চৌধুরী একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক। তিনি চিরকুট সঙ্গীতদলের গিটারবাদক, ম্যান্ডোলিন বাদক ও সঙ্গীত পরিচালক। তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের সঙ্গীতায়োজনের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইমন নরসিংদী জেলায় বেড়ে ওঠেন। তার বাবা মতিউর রহমান চৌধুরী নরসিংদী নজরুল একাডেমির অধ্যক্ষ এবং মা হেলেনা একজন সঙ্গীতজ্ঞ। তার সঙ্গীত ও গিটারের তালিম নেওয়া শুরু হয় তার বাবার কাছ থেকে। পরবর্তীকালে তিনি নরসিংদীর সঞ্চয়ের কাছেও গিটার শিখেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ইমন ২০১৫ সালের ১২ই নভেম্বর ফারজানা নীপা জেরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জেরী তার মামাতো বোন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। [৩]
ডিস্কতালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্রের শিরোনাম | গান | সঙ্গীতশিল্পী(গণ) | গীতিকার | সুরকার | টীকা |
---|---|---|---|---|---|---|
২০১৯ | কাঠবিড়ালী | "পতি" | কনা, ইমন চৌধুরী | নয়নচাঁদ ঘোষ | ইউসুফ হাসান অর্ক | |
"জীবন যায়" | ইমন চৌধুরী | আল-আমিন হাসান নির্ঝর | ইমন চৌধুরী | |||
২০২০ | মায়া: দ্য লস্ট মাদার | "মায়ারে" | ঐশী | মাসুদ পথিক | ||
"দুই কোলে" | বাঁধন সরকার পূজা | মাসুদ পথিক | ||||
২০২১ | রাত জাগা ফুল | "রঙে রঙে দুনিয়া" | এস আই টুটুল, শফি মণ্ডল | মীর সাব্বির | ||
২০২২ | গুণিন | "ঘোমটা খুলে বদন তুলে" | কাজল দেওয়ান, আলেয়া বেগম | ধামাইল কীর্তন থেকে সংগৃহীত | ||
"বাবা তোমায় ভালোবাসি" | কানিজ খন্দকার মিতু, বাউল মুকুল সরকার | সংগৃহীত | ||||
পরাণ | "ধীরে ধীরে" | ইমন চৌধুরী, লুইপা | রবিউল ইসলাম জীবন | |||
দুই দিনের দুনিয়া | "টেকা পাখি" | মাশা ইসলাম | অনম বিশ্বাস | |||
২০২৩ | মারকিউলিস | "তোমার কথার মালায়" | মাশা ইসলাম, ইমন চৌধুরী | আবু শাহেদ ইমন | ||
"তোমার জন্য" | ইমন চৌধুরী | আবু শাহেদ ইমন | ||||
সুড়ঙ্গ | "ধুকুর পুকুর" | ইমন চৌধুরী, অবন্তী সিঁথি | রাসেল মাহমুদ | |||
অন্তর্জাল | "বলে দিলেই তো হয়" | ইমন চৌধুরী, অবন্তী সিঁথি | রাসেল মাহমুদ | |||
দেয়ালের দেশ | ||||||
পায়ের তলায় মাটি নাই |
পুরস্কার
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২০২০ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | মায়া: দ্য লস্ট মাদার | বিজয়ী | |
২০২২ | ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | দুই দিনের দুনিয়া | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সেরা অভিনেতা তারিক আনাম অভিনেত্রী সুনেরাহ"। দৈনিক যুগান্তর। ৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ↑ সুমী, শারমীন সুলতানা (২৮ এপ্রিল ২০১৮)। "আমাদের গিটার জাদুকর"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "আজ গিটারিস্ট ইমনের বিয়ে"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।