বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/উত্তীর্ণ প্রস্তাবনাসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যোদিও কিছু লিঙ্ক এখনও লাল আছে তবে অন্যান্য নিবন্ধের সাথে বাংলাউইকিপিডিয়ার প্রথম নির্বাচিত নিবন্ধ হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিযোগীতার দৌড়ে আমার মনে হয় বাংলাদেশ নিবন্ধটি অনেকাংশে এগিয়ে আছে। (প্রস্তাবকঃ বেলায়েত ১৫:৫০, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC))

I have made some red links blue, some more is still left. I hope to make them blue soon. Would somebody please work on date entries? I am facing difficulties with them. Thanks. Auyon ০৯:২৪, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
আমি আর অয়ন ভাই মিলে মোটামুটি নিবন্ধের লাল লিঙ্ককে নীল করার কাজ প্রায় শেষ করেছি, অল্প কিছু হয়তো ৫/৬ টা বাকী আছে। আমার মনে হয় এবার আর বাংলাদেশ নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ করার বিষয়ে কোন সমস্যা নাই। আশা করি এ সপ্তাহেই নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হিসেবে বিবেচিত হবে।--বেলায়েত ১৮:১০, ১৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)


তাহলে আর দেরি করার দরকার নাই, এটাকে নির্বাচিত নিবন্ধ ঘোষণা করে দেয়া যায় এখনই। --রাগিব (আলাপ |অবদান) ০২:৩২, ১৭ অক্টোবর ২০০৬ (UTC)
একমত। --অর্ণব (আলাপ | অবদান) ০২:৩৬, ১৭ অক্টোবর ২০০৬ (UTC)

নিবন্ধটি দেখুন ও মন্তব্য দিন। প্রস্তাবক: --অর্ণব (আলাপ | অবদান) ০৮:১৫, ৪ মার্চ ২০০৭ (UTC)

তথ্যসূত্র এবং ভালো লিড সেকশনের দরকার।--উল্‌ফআলাপ ০৯:২৭, ৪ মার্চ ২০০৭ (UTC)
লিড যোগ করলাম। আর গ্রন্থপঞ্জি অংশটাই আসলে তথ্যসূত্র, কেননা নিবন্ধের সবকিছুই খুবই কমন, ভাষাবিজ্ঞানের খুব প্রাথমিক বিষয়। যেকোন ভাষাবিজ্ঞান পাঠ্যপুস্তকে পাওয়া যায়। আলাদা করে কোন নির্দিষ্ট তথ্যের জন্য তথ্যসূত্র যোগ করাটা একটু বেমানান। --অর্ণব (আলাপ | অবদান) ১২:৪৬, ৪ মার্চ ২০০৭ (UTC)

নিবন্ধটিতে আরো content প্রয়োজন। বর্তমানে মাত্র দুইটি অনুচ্ছেদ আছে, ইতিহাস ও শাখা। দয়া করে আরো কিছু relevant section যোগ করুন। --রাগিব(আলাপ | অবদান) ১২:৪৯, ৪ মার্চ ২০০৭ (UTC)

কী ধরনের বিষয়বস্তু দেখতে চান? ইংরেজি উইকিপিডিয়ার ফরম্যাটটা আমার ঠিক পছন্দ না। যেমন ওখানকার variation অনুচ্ছেদ একটা আলাদা নিবন্ধে, যথা ভাষার বৈচিত্র্য-তে রাখা উচিত, ভাষাবিজ্ঞান নিবন্ধে নয়। Properties of language অনুচ্ছেদটাও ভাষা নিবন্ধেই ভাল মানাবে। আর ওখানে Details on selected divisions and subfields অনুচ্ছেদে নতুন করে ভাষাবিজ্ঞানের ভাগ দেখানো হয়েছে, যেটা আগেই Divisions, specialties, and subfields অনুচ্ছেদে দেখানো আছে। ইংরেজি নিবন্ধটাতে অনেক সমস্যা আছে।--অর্ণব (আলাপ | অবদান) ১৩:০২, ৪ মার্চ ২০০৭ (UTC)
নিবন্ধের এখনকার বিষয়বস্তুই বিভিন্ন অনুচ্ছেদে ভাগ করে দিয়েছি। ভাষাবিজ্ঞানের ইতিহাস অনুচ্ছেদটা উঠিয়ে দিয়ে। মন্তব্য করুন। --অর্ণব (আলাপ| অবদান) ০২:২৫, ৫ মার্চ ২০০৭ (UTC)
  • "(ইংরেজি Linguistics)"-এর কি প্রয়োজন আছে?--উল্‌ফআলাপ ১৩:২৯, ৪ মার্চ ২০০৭ (UTC)
আমার মতে হ্যাঁ, কারণ Linguistics নামেই শাস্ত্রটা আন্তর্জাতিক মহলে বেশি পরিচিত।--অর্ণব (আলাপ |অবদান) ১৩:৩৪, ৪ মার্চ ২০০৭ (UTC)


  • পরিশিষ্টের পরিভাষা অংশকে দুই কলামে দিলে ভালো হয়। নাহলে খামোখা অনেক empty space থেকে যাচ্ছে। এটা পরিশিষ্টের ক্ষেত্রে নিয়ম করা যায় যে, দুই কলামে দিতে হবে।--রাগিব (আলাপ | অবদান) ১৩:৫৪, ৪ মার্চ ২০০৭ (UTC)
  • তাহলে বাংলা উইকিপিডিয়ার দ্বিতীয় নির্বাচিত নিবন্ধ হিসেবে ভাষাবিজ্ঞান নিবন্ধটি নির্বাচিত হল|নিবন্ধটিতে কাজ করেছেন এমন সবাইকে অভিনিনন্দন!!!!--বেলায়েত১৬:১৯, ৯ মার্চ ২০০৭ (UTC)
Good content but needs some beautification
  • বিষয়বস্তু চমৎকার হলেও প্রবন্ধটি দেখতে একটু জবরজং লাগছে। সম্ভবতঃ খুব বেশী সংখ্যক বন্ধনীতে ইংরাজী শব্ধের জন্য ও ডানদিকে অনেক খালি জায়গার জন্য। শুরুতেই যদি বলে দেওয়া হয় ইংরাজী পরিভাষা শেষে দেঅয়া আছে তাহলে বারবার interrupt করে ইংরাজী শব্দগুলী বন্ধনী থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। আর যে অংশ গুলিতে ডান দিকে খালি জায়গা আছে সেই অংশগুলিকে ডান্দিকে কিছু বক্স বানিয়ে তার ভিতরে কিছু দেওয়া যেতে পারে। এছাড়া দেখতে আকর্ষণীয় ও প্রধান পাতায় দেবার মত করতে হলে বর্তমান ম্যাড়ম্যাড়ে (dull) রংগুলির বদলে আরো চকচকে বা জমকালো কিছু রং ব্যবহার প্রয়োজন।--সপ্তর্ষি(আলাপ | অবদান)১৮:২১, ৯ মার্চ ২০০৭ (UTC)
    • আমার কাছেও বেশ ইংরেজি পরিভাষাগুলো বেশ iterrupting মনে হয়। সরাতে কোন আপত্তি নেই। রং-এর ব্যাপার বুঝলাম না। ডানদিকের বিভিন্ন লিংকধারী বক্সটা প্রধান পাতায় যাবে না। সম্ভবত বৃক্ষচিত্রটা যাবে।--অর্ণব (আলাপ | অবদান) ০০:৪৪, ১০ মার্চ ২০০৭ (UTC)
    • ডানদিকের খালি জায়গায় এখন একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম। --অর্ণব (আলাপ | অবদান) ০২:৩৬, ১০ মার্চ ২০০৭ (UTC)
  • আর কিছু কি দরকার আছে?--অর্ণব (আলাপ | অবদান) ০৩:৩২, ১০ মার্চ ২০০৭ (UTC)
Only templated pages linked
  • There are many blue links which just have a templated page with no text. There should be at least line if not a paragraph before it should become a feature article.. I started with the article on ভাষার উৎস। but if some more people join in we can convert all the links into at least a well reading paragraph. --সপ্তর্ষি(আলাপ |অবদান) ০৬:৪৮, ১০ মার্চ ২০০৭ (UTC)

কোন লাল লিংক নেই। আমার জানা মতে বানান ভুলও নেই। অন্যরা পর্যালোচনা করলে আরও ভাল হবে। নির্বাচিত করার জন্য প্রস্তাব করছি। প্রস্তাবক: মুহাম্মদ ১২:৪৬, ২৫ জানুয়ারি ২০০৮ (UTC)

  • সমর্থন জানাচ্ছি। নিবন্ধটি একটু দীর্ঘ, তবে তাতে আপাতত সমস্যা নাই। --রাগিব (আলাপ |অবদান) ০৬:৫০, ২৯ জানুয়ারি ২০০৮ (UTC)
  • সমর্থন জানাচ্ছি- --বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪৭, ৩০ জানুয়ারি ২০০৮ (UTC)
  • সমর্থন রইলো। --μακσυδআলাপ ০৫:১৯, ৩০ জানুয়ারি ২০০৮ (UTC)
কিছু বানান মনে হয় এখনো ভুল রয়েছে। সেগুলো আবারো চেক করা দরকার। সময় পেলে সংশোধন করার আকাঙ্খা রইলো। --μακσυδআলাপ ১৫:৫৮, ৩০ জানুয়ারি ২০০৮ (UTC)
  • সমর্থন দিচ্ছি। কিছু কিছু রেফারেন্স বাংলিশ হয়ে আছে। ওগুলি সব ইংরেজি করে ঠিক করে নিলেই হবে। --অর্ণব (আলাপ |অবদান) ১৬:০১, ৭ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

সবাই সমর্থন করেছেন। তাই নির্বাচিত নিবন্ধ করে দিচ্ছি। বাংলা উইকিপিডিয়ার তৃতীয় নির্বাচিত নিবন্ধ। -- মুহাম্মদ ১৬:৩০, ১০ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

প্রস্তাবিত নিবন্ধে কোনো লাল লিঙ্ক নেই। তথ্যসূত্রগুলি যাচাই করা হয়েছে। বানান ও পরিভাষা-সংক্রান্ত ভুলগুলি সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, যে নিবন্ধ থেকে নিবন্ধটি অনূদিত হয়েছে, সেই মূল ইংরেজি নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়াতে নির্বাচিত নিবন্ধ। এটিকে নির্বাচিত নিবন্ধ করার প্রস্তাব রাখছি। প্রস্তাবক: — অর্ণব দত্ত (talk) ১৫:৩৯, ২৮ ডিসেম্বর ২০০৯ (UTC)

সমর্থন। — তানভির আলাপ অবদান ০৭:৩৮, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)
সমর্থন--সপ্তর্ষি(আলাপ |অবদান) ১৭:৫৭, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)
সমর্থন -- সময়াভাবে চুলচেরা বিশ্লেষণ করতে পারলাম না, তবে এক নজরে যা দেখলাম, সব ঠিক আছে বলেই মনে হচ্ছে। আরেকবার বানান ও ভাষারীতি যাচাই করে নিলেই এটাকে নির্বাচিত নিবন্ধ করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ১৩:৫৪, ৩০ ডিসেম্বর ২০০৯ (UTC)
মন্তব্য - আমার মনে হয় সব কাজ হয়ে গেছে। আমি আগামী ১ থেকে ২ দিন উইকিতে অতো আসতে পারছি না ... এর মধ্যেই যদি মতৈক্যে পৌছানো যায় (মানে আর কারো বিস্তারিত আপত্তি না থাকে), তবে ভুক্তিটিকে নির্বাচিত নিবন্ধে উন্নীত করার জন্য অন্যান্য প্রশাসকদের অনুরোধ রাখছি। (অবশ্য, যদি কোনো সমস্যা আরো না বের হয়, তবেই)। --রাগিব(আলাপ | অবদান) ০৯:২২, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
মন্তব্যের প্রেক্ষিতে - আমার ধারণা, সব সমস্যা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আর তানভির বিগত কয়েক দিন ধরে সমস্যাগুলির সমাধান করেছি। এবং মনে হয়, এখন আর কারো বিস্তারিত আপত্তি নেই। --অর্ণব দত্ত (talk) ১১:১৩, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
  • মূল লেখক অর্ণব বাবু বারণ করায় বর্তমান মন্তব্যকারী সম্পাদনা থেকে বিরত। তবে রাগিবের উপর্যুক্ত মন্তব্যসূত্রে পর্যালোচনা করার সুযোগ নেয়া যেতে পারে। (ক) যেমন ধরা যাক ভূমিকাংশের একটি বাক্য: "ভারতীয় অর্থব্যবস্থা বাজারি বিনিময় হারের বিচারে বিশ্বে দ্বাদশ ও ক্রয়ক্ষমতা সমতার বিচারে বিশ্বে চতুর্থ বৃহত্তম"। এখানে, বাক্যের প্রথমাংশে পরিভাষাগত উন্নয়নের সুযোগ আছে। প্রকৃতপক্ষে তা করা না-হলে বাক্যাংশটি সত্যিকার অর্থে অর্থবহ হবে না। অনুমিত হয়, আক্ষরিক অনুবাদের কারণেই এই ত্রুটি থেকে গেছে। (খ) ভূমিকাংশের আরেকটি বাক্যাংশ: "১৯৯১ সালে ভারত সরকার গৃহীত আর্থিক সংস্কার নীতির ফলশ্রুতিতে আজ (আর্থিক বৃদ্ধিহারের বিচারে) ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ব্যবস্থাগুলির মধ্যে দ্বিতীয় ... । এই বাক্যাংশের বন্ধনী বর্তমান মন্তব্যকারী কর্তৃক সংযোজিত। এখানেও পরিভাষাগত বিভ্রাট আছে যা সংশোধন করা উচিৎ। তদুপরি "অর্থনৈতিক ব্যবস্থা" শব্দটিও প্রতিস্থাপনীয়। (গ) নিকটবর্তী আরেকটি বাক্যের কথা বলি: "সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ভারত একটি বহুধর্মীয়, বহুভাষিক, ও বহুজাতিক রাষ্ট্র"। ভারতের উল্লিখিত ৩টি বৈশিষ্ট্য বর্ণনার জন্য "সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির" কেন প্রয়োজন হচ্ছে তা সহসা বোধগম্য নয়। তবে হ্যাঁ, এটি চুলচেরা বিচারের বিষয় যা সাধারণ বিবেচনায় আপাতত: উপেক্ষা করা যেতে পারে। একইভাবে "অতিমাত্রায় দারিদ্র্য" বোধগম্য হলেও এর চেয়ে সঠিকতর শব্দ, বিশেষ করে একটি বিশেষণমূলক শব্দ ব্যবহার করা শ্রেয়। "অতিমাত্রায়" আর যাই হোক ব্যাকরণগতভাবে বিশেষণমূলক পদ নয়। (ঘ) বুৎপত্তি অংশে বলা হয়েছে: "ভারত নামটির উৎপত্তি হিন্দু পৌরাণিক রাজা ভরতের নামানুসারে"। এখানে অবশ্যই বলা উচিৎ "হিন্দু পৌরাণিক চন্দ্রবংশীয় রাজা ভরতের নামানুসারে" কারণ ভারতের নাম সূর্যবংশীয় রাজা ভরতের নামানুসারে হয় নি। - প্রথমাংশ পড়ে এই কয়েকটি প্রশ্ন জেগে উঠলো। হয়তো এধরনের মন্তব্য করার সুযোগ নিবন্ধের বাকী অংশে আরো রয়েছে। ভাষা-পরিভাষাগত উন্নয়ন, সংহতি পরীক্ষা, স্পষ্টীকরণ প্রভৃতি সময়সাপেক্ষ ব্যাপার। ধারণা হয়েছে অতটা সময় নেই। -- Faizul Latif Chowdhury (talk) ১৪:৩৯, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
(ক) ও (খ) পরিভাষাগত বিভ্রাট নেই, সেটা আমি অন্তত দুটি পরিভাষা সংকলন (বাংলা আকাদেমির পরিভাষা সংকলন ও রাজ্য পুস্তক পর্ষদের রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা দেখে মিলিয়ে নিয়েছি। ভূমিকায় বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হয় না। এবং এই নিবন্ধের ভূমিকাংশ যথেষ্টই বোধগম্য বলে মনে হয়েছে। (গ) সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতেই ভারত "বহুধর্মীয়, বহুভাষিক, ও বহুজাতিক রাষ্ট্র"। অন্য দৃষ্টিভঙ্গি থেকে একথা বলা যায় না, তা নয়; তবে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকেই একথা অধিকতর স্পষ্ট হয়। (ঘ) ব্যাকরণের চুলচেরা বিচারের প্রয়োজন নেই। শব্দটি প্রচলিত এবং বোধগম্য। (ঙ) সূর্যবংশীয় ভরত রাজা হননি, তিনি রাজপ্রতিনিধি ছিলেন মাত্র। তাই রাজা ভরত বোঝাতে চন্দ্রবংশীয় ভরতকেই বোঝায়। সেই কারণে যখন রাজা কথাটি ব্যবহৃত হয়েছে, তখন তিনি যে চন্দ্রবংশীয় রাজা সেটা আলাদা করে না বললেও চলে। পরিশেষে: "ভাষা-পরিভাষাগত উন্নয়ন, সংহতি পরীক্ষা, স্পষ্টীকরণ"-এর কাজ গত জুন মাস চলেছে। তাই আমার মনে হয়, এখন নিবন্ধটি যথেষ্টই স্পষ্ট ও বোধগম্য।--অর্ণব দত্ত (talk) ১৫:৩৬, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
মন্তব্য - হয়তো বাক্যগুলো ভুল নয়, কিন্তু একে আরও সাবলিল, সহজ এবং সুন্দর করা সম্ভব। ফয়জুল ভাই যে পরামর্শগুলো প্রদান করেছেন তা মটেই ভারত নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ করা থেকে বিরত করার জন্য করেন নি। তিনি যা করেছেন তা নিবন্ধকে আরও সাবলিল এবং সহজ করার উদ্দেশ্যেই করেছেন। এগুলো নেতিবাচক না ভেবে ইতিবাচক বলে ভাবা উচিত। আর ফয়জুল ভাইয়ের পরামর্শগুলো মটেও অহেতুক বা অযুক্তিকর নয়। নিবন্ধের ভাষাকে আরও সহজ এবং বোধগম্য করতেই এ পরিবর্তন গুলো প্রয়োজন। ভূমিকায় বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হয় না। এর মানে এই নয় বাক্যে জড়তা দূর করা যাবে না বা বাক্যটি খটমটে হতে হবে। নিবন্ধের ভূমিকাংশ যথেষ্টই বোধগম্য বলে মনে হয়েছে। এটি নিবন্ধ দাতা হিসেবে মনে হতে পারে, কিন্তু পাঠক হিসেবে অন্য ব্যবহারকারীর তা মনে হয়নি। অন্যের মতামতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করা উচিত। ব্যাকরণের চুলচেরা বিচারের প্রয়োজন নেই। কথাটি ঠিক নয়। এর প্রয়োজন অবশ্যই আছে। অতিমাত্রা শব্দটি দারিদ্র শব্দটির সাথে ব্যবহার করা যায় কিনা তা অবশ্যই ব্যাকরণগত দিক বিবেচনা করতে হবে। ব্যাকরণগত ভুল দেখিয়ে দেওয়ার পরেও একে এড়িয়ে যাওয়া মোটেও ঠিক হবে না। তাতে নিবন্ধের মানের সাথে আপোষ করা মানে আমাদের নিজেকে নিজের পিঠ দেখানোর মতই। কেন মনে করছেন হচ্ছে, যে পাঠক ভারত নিবন্ধটি পড়ার আগেই সূর্যবংশীয় রাজা ভরত এবং হিন্দু পুরাণের চন্দ্রবংশীয় রাজা ভরত সম্পর্কে আগে সম্যক জ্ঞান সম্পন্ন হবেন। তথ্যের সম্পূর্ণতা প্রদানে বাঁধা কোথায়? জুন মাসে এর সার্বিক উন্নয়ন হয়েছে বলে তা যথেষ্ট স্পষ্ট এবং বোধগম্য হয়ে গেল এরও যৌক্তিক কোনো কারণ আমি বুঝে পেলাম না। রিভিউ এর কারণে যদি নিবন্ধের মান আরও বাড়ে তাহলে তা করতে দেওয়ার সুযোগ আমাদের দিতে হবে। রিভিউ এবং যৌক্তিক সম্পাদনাকে বাঁধা দেওয়াটা উইকিপিডিয়ার নীতিবিরোধী কাজ। অভিজ্ঞ অবদানকারীর এ ধরনের কাজ খুবই হতাশাজনক। আপনার কি মনে হচ্ছে তার চেয়ে পাঠকের কি মনে হচ্ছে তা ই এখানে বেশী প্রাধান্য পাওয়া উচিত বলে আমি মনে করি। আজকে একে নির্বাচিত নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করলেও, আগামীকালই যখন এ নিবন্ধটির বাক্যগুলো পরিবর্তন হওয়া শুরু করবে, স্ট্যাবলিটির অযুহাতে এ নিবন্ধটি আগামীকালই এর নির্বাচিত নিবন্ধ স্ট্যাটাস বাতিল হতে পারে। আমার মনে হয় না এটা কারও কাম্য। সর্বশেষে পরামর্শ নিবন্ধটি বেশ ভাল তবে এখনও এর সাবলিল এবং যথাযথ মানে উত্তীর্ণ করতে বেশ সম্পাদনার প্রয়োজন রয়েছে বলেই মনে হয়, ফলে সময় নিন। ফয়জুল ভাইকে এর মানোন্নয়নে সম্পাদনার সুযোগ দেওয়া উচিত। ওনাকে আহ্বান জানানো উচিত যথাসম্ভর জলদি একে রিভিউ করে দিতে। যাতে পরিবর্তনগুলো সম্পূর্ণ হলেই জলদি একে নির্বাচিত নিবন্ধ করা সম্ভব হয়। একটু দেরী হবে সময় লাগবে এই আর কি।--বেলায়েত (আলাপ |অবদান) ১৬:৩৮, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
ফয়জুল সাহেবের মতামতকে আমি গুরুত্ব দিচ্ছি না তা নয়। এমন নয়, যে আমি এর রিভিউ বা উন্নতিসাধনে বাধা দিয়েছি। নিবন্ধটি যেহেতু ভারত সংক্রান্ত সেহেতু ভারতের ভাষারীতি ও পরিভাষাগুলিকে আমাদের এখানে গুরুত্ব দেওয়া দরকার বলেই আমার মনে হয়েছে। উনি স্পষ্টতই তা করছেন না। সেজন্যই রিভিউ বা উন্নতির আগে ওঁকে সাবধানী হতে বলেছি। রিভিউ করতেও বারণ নেই। বরং অর্থনীতি বিষয়ে ওঁর আগের বক্তব্যগুলি যথেষ্ট মনোযোগ সহকারে বিবেচিত হয়েছে। না জুনে কাজ শেষ হয়েছে বলে দাবি করিনি। বরং দাবি করেছি জুন থেকেই কাজ চলছে।--অর্ণব দত্ত (talk) ১৬:৫৪, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
রাজা ভরতের নামের ব্যাপারে একটি নেহাত অপ্রাসঙ্গিক তথ্য নিয়ে কেন বেশি মাথা ঘামানো হচ্ছে তাও আমার বোধগম্য নয়। এখানে চন্দ্রবংশ/সূর্যবংশ প্রসঙ্গ নেহাত অপ্রাসঙ্গিকই। কারণ চন্দ্রবংশ ছাড়া যেহেতু অন্য কোনো বংশে ভরত নামের রাজা ছিলেন না, তাই ফয়জুল সাহেবের আশঙ্কা অনুযায়ী দ্ব্যর্থতার কোনো প্রশ্নই এখানে উঠছে না। --অর্ণব দত্ত (talk) ১৭:০২, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
ভারতের মূল নিবন্ধে চন্দ্রবংশ/সূর্যবংশ প্রসঙ্গ খানিকটা অপ্রাসঙ্গিক (ভারতের নামের ব্যুৎপত্তি নিবন্ধে তা হয়তো প্রয়োজন)। তবে যাঁরা ভরত কে তা নাও জানতে পারেন তাঁরা এই ভরত-কে রামের ভাই ভরত বলে যাতে না মনে করেন তার জন্য ভরতের উপর একটি নিবন্ধ লিখে তার লিঙ্ক দিয়ে দিতে পারলে মন্দ হয় না। ২৬শে জানুয়ারীর মধ্যে টার্গেট রাখা ছিল। কাজেই অনেক সময় আছে। তাড়ার আবশ্যক নেই। নির্বাচিত নিবন্ধ স্ট্যাটাস হওয়া বা বাতিল হওয়া নিয়ে কারো মরণ বাঁচন লড়াই চলছে না। বাংলাদেশ নিবন্ধ নির্বাচিত হবার এবং প্রথম পাতায় আসার পরে তাতেও অনেক পরিবর্তন হয়েছে। ভারত নিবন্ধে এখনো edit war হয় নি। মতানৈক্য হতেই পারে এবং ভালই আলোচনা চলছে। বেলায়েত ভাইকে অনুরোধ "হতাশাজনক" ইত্যাদি strong ও দুঃখদায়ক বিশেষণ কম ব্যবহার করতে।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:২৮, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
প্রথম পাতায় বাংলাদেশ নিবন্ধ দেখা যেমন বাংলাদেশের সম্পাদকদের কাছে আবেগপ্রবণ ব্যাপার (বাংলাদেশ অনেক দিনই প্রথম পাতায় ছিল), প্রথম পাতায় ভারত নিবন্ধ দেখাও ভারতীয় পাঠক ও সম্পাদকদের কাছে অনুপ্রেরণাদায়ক। ১লা জানুয়ারির মধ্যে যদি major issues-এ মতৈক্য হয়ে যায়, তাহলে একে নির্বাচিত নিবন্ধ করে দিয়ে minor edits পরেও করা যেতে পারে।---সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:৪১, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
রাগিব ভাইয়ের সঙ্গে কথা বলে ২৬ তারিখের বদলে ১ জানুয়ারি টার্গেট ধরা হয়েছে। তাছাড়া সম্পাদনা যে কোনো সময়ে চলতেই পারে। আমি কাউকে বারণ করিনি, বাধাও দিই নি। বরং আমার সঙ্গে যাঁরা এই নিবন্ধে কাজ করেছেন, প্রত্যেকের প্রত্যেকটি বক্তব্য শুনেছি, পরামর্শ মেনেছি। কিন্তু দুঃখের বিষয় ফয়জুল সাহেবের কিছু (আবারও বলছি, কিছু; সব নয়) পরিবর্তন ও পরামর্শ আমার চোখে অত্যন্ত বিসদৃশ ও বিভ্রান্তিকর ঠেকেছে বলে, ওঁকে কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিতে বাধ্য হয়েছি। বেলায়েত ভাইয়ের মনে হয়েছে আমি সেগুলিকে নেতিবাচক মনে করে করেছি - এটাই আমার কাছে দুঃখের কথা। --অর্ণব দত্ত (talk) ১৭:৪৭, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
ভরতকে নিয়ে নিবন্ধপৃষ্ঠা অবিলম্বে তৈরি করে দেবো। --অর্ণব দত্ত (talk) ১৭:৫৩, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)

প্রয়োজনীয় সম্পাদনায় এখানে মোটেও বাধা দেওয়া হচ্ছে না। বরং বারবার উৎসাহিত করা হচ্ছে। ফয়জুলভাই ইতিপূর্বে অর্থনীতি অংশে তথ্য হালনাগাদসহ কিছু পরামর্শ দিয়েছিলেন, যা মানা হয়েছে। তিনি কিছু সম্পাদনাও করেছেন। আসলে আমার মনে হয়, এখানে এই বিভ্রান্তির সৃষ্টির কারণ দুই বাংলার বাংলা ভাষা সংক্রান্ত প্রচলন ও নিয়মের কিছু বিভেদ। এই ব্যাপারটা আমার মতে সহজেই এড়ানো যায় নিবন্ধের শুরুর দিকে এটি নোটিশ দিয়ে। ইংরেজি উইকিতে দেখেছি কিছু নিবন্ধের ওপর লেখা থাকে যে, এই নিবন্ধে ব্রিটিশ বা অ্যামেরিকান ইংরেজি অনুসৃত হয়েছে। তেমনি আমরা লিখে দিতে এই নিবন্ধে পশ্চিম বাংলা আকাদেমির ভাষারীতি ও পরিভাষা ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা অনেক ঝামেলা থেকেই মুক্ত পাবো। যেমন, মুম্বই নিবন্ধে কেউ ভুল মনে করে মুম্বাইয়ে সংশোধন করতে চিন্তা করবে। একই কথা আগাস্ট/অগস্ট-এর ক্ষেত্রেও প্রযোজ্য। — তানভির আলাপ অবদান ১৬:৪৮, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)

এখানে যে বিভ্রান্তির কথা বলা হয়েছে তা কোনো ভাবেই এই নিবন্ধের সাথে সামঞ্জস্য নয়। এ নিবন্ধে তেমন কোনো সমস্যাই হয়নি। এপার বাংলা এবং ওপার বাংলায় আমাদের শুধু কিছু শব্দের বানানগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই এবং এই পার্থক্য আমেরিকান এবং ব্রিটিশ ইংরেজীর মত এতো কট্টর বা একে অন্যকে সহ্য করতে পারেন না, এমনটি নয়। এপার ওপারের বাংলা বানানের অনেক গুলোই দু বাংলাতেই সিদ্ধ। যা ইংরেজীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই দুই বাংলার ভাষাকে অহেতুক ইংরেজীর সাথে তুলনা করে বিভেদ না বাড়ানোর জন্যই অনুরোধ করবো। এতে আমাদের ঐক্যতার বন্ধন আলগা হবে বৈকি শক্ত হবে না। এ নিবন্ধে ভাষার সাবলিলতা বৃদ্ধি এবং ব্যাকরণগত কিছু সমস্যা ছিল যা দুই বাংলার ভাষার ক্ষেত্রেই একই। এখানে ব্যাকরণগত ভুল মানে দুই বাংলাতেই তা ভুল। এমনটা নয় যে বাংলাদেশে যা ব্যাকরণগত ভুল তা পশ্চিমবঙ্গে সঠিক। আর একজন অভিজ্ঞ উইকিপিডিয়ান যখন বার বার অনুরোধ করার পরেও নীতিবিরোধী কিছু করেন এবং যখন এর ফলে কোনো ব্যবহারকারী গঠনমূলক সম্পাদনা করতে নিরুৎসাহিত করা হয় (যা উইকিপিডিয়ার জন্য বুমেরাং এবং অগ্রগতিতে বিরাট বাঁধা তৈরি করে), তখন একে হতাশাজনক না বলে আর কি বলার আর করার আছে তা পরামর্শ দেওয়ার অনুরোধ করছি। চাইলেই আমরা যে কাউকে উইকিপিডিয়ায় তার সতস্ফুর্ত অবদানকে নিরুৎসাহিত করতে পারি। কিন্তু চাইলেই আমরা কাউকে উইকিপিডিয়ায় নিয়মিতভাবে অবদান রাখতে উৎসাহিত করতে পারি না। তাই একজন ব্যবহারকারীর উইকিপিডিয়ায় অবদান, উইকিপিডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:০২, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
আপনি বলছেন সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু ইতিমধ্যেই ভারত নিবন্ধে তা হয়েছে। যেমন: জনগণনা vs. আদমশুমারী। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে বেশ বড় পার্থক্যও আছে, যা বাংলাদেশে রীতিমত ভুল। আপনি-আমি ভালো জানবো, কারণ আমরা বাংলাদেশে পড়েছি। ধরুন পরীক্ষার খাতায় যদি অগস্ট বা মুম্বই লিখতাম টিচার সোজা নাম্বার কেটে রাখতো, তাই না? এখন একজন বাংলাদেশি পাঠক এসে যদি মুম্বই দেখেন, তো খুবই স্বাভাবিক তা সঠিক করতে প্রচেষ্ট হবার যথেষ্ট কারণ আছে। তাই সমাধানও খুব সোজা। আমরা একটা প্রজেক্ট পেইজ করে ব্যাপারটা ব্যাখ্যা করি। নোটিশটা নিবন্ধের পাশে ঝুলিয়ে দেই। সবাই ঠিক। আর ব্যাপারটা আপনি বিভেদ হিসেবে নিচ্ছেন, আমি বরং সেটাকে সম্মানজনক ও বিনয়ী সহাবস্থান হিসেবে দেখতে পছন্দ করি। ব্যাপারটা প্রশাসকদের আলোচনাসভায় নিয়ে যাচ্ছি আজই।— তানভির আলাপ অবদান ১৮:১৪, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
এই প্রস্তাবটি তানভিরকে প্রশাসকদের আলোচনাসভায় উত্থাপন করতে অনুরোধ করব। --অর্ণব দত্ত (talk) ১৭:৩১, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)

ভাষারীতি নিয়ে তানভির ও অর্ণবের সঙ্গে আমি একমত।--~~ — Dr.saptarshi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

তবুও প্রশাসকদের আলোচনাসভায় প্রসঙ্গটা তোলা হোক। আমাদের মত বিনিময়ের সুযোগ থাকবে। ভুল বোঝাবুঝি হবে না। --অর্ণব দত্ত (talk) ১৭:৫৩, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
নিবন্ধের ব্যাপারে পরামর্শ হল, আরও ২ দিন সময় নেওয়া। ফয়জুল ভাই সহ সকলকে তাদের রিভিউ, সম্পাদনা এবং পরামর্শগুলো নিবন্ধে দেওয়ার সুযোগ রাখা। এবং দ্বিতীয় দিন যথাযথ সম্পদনা এবং পরিবর্তন করা হলে তা নির্বাচিত নিবন্ধের বিবেচনার জন্য তোলা। এর পরে অন্তত কিছু দিন (১ মাস) কাউকে নিবন্ধে সরাসরি সম্পাদনা না করতে দেওয়া (ফ্রিজ করা)। তবে আলাপের পাতায় এ ব্যাপারে মতামত ও পরামর্শের সুযোগ থাকবে। এর মধ্যে এ নিবন্ধকে নির্বাচিত করা।--বেলায়েত (আলাপ |অবদান) ১৮:২০, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
বেলায়েত ভাই, আমি আপনাকে স্পষ্ট জানাতে চাই, আমি কাউকে গঠনমূলক সম্পাদনা করতে বাধা দিইনি। ফয়জুল সাহেব সম্ভবত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভাষারীতি ও পরিভাষা সম্পর্কে অবহিত নন। তাই যে নিবন্ধে আকাদেমির ভাষারীতি ও পরিভাষাই মূলত ব্যবহৃত হয়েছে, সেই নিবন্ধ সম্পাদনার আগে ওঁকে এই দুই বিষয় সম্পর্কে অবহিত হওয়ার পরামর্শ দিয়েছি। স্পষ্টতই উনি এইগুলিকে লঙ্ঘণ করছিলেন (যেমন: বৃদ্ধির স্থলে প্রবৃদ্ধি, জনপরিসংখ্যানের স্থলে জনমিতিক পরিসংখ্যান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি)। একই ভাবে বলা যায়, “অতিমাত্রায়” শব্দটিও দারিদ্র্যের বিশেষণ হিসেবে বহুল প্রচার ও স্বীকৃতিলাভ করেছে। এটিকে ভুল বলা তাই সমীচীন মনে করিনি। আবার উনি অপ্রয়োজনীয় সম্পাদনা করে সঠিক বাক্যে পরিভাষাগত গলদও উপস্থিত করছিলেন। আজই সন্ধ্যায় একটি সম্পর্কে তাঁকে অবহিত করেছি; উইকিপিডিয়ার স্বার্থে ও উইকিপিডিয়ার নিয়ম মেনেই। সময় নিতে আপত্তি নেই। তবে সময় যত খুশি নেওয়া যায়। কিন্তু আমি নীতিবিরোধী কাজ করেছি এমন গুরুতর অভিযোগ আমার কাছে অত্যন্তই অসম্মানজনক। --অর্ণব দত্ত (talk) ১৮:৪৩, ৩১ ডিসেম্বর ২০০৯ (UTC)
  • বর্তমান মন্তব্যকারী দু-একটি বিষয় পরিষ্কার করতে আগ্রহী।

(ক) আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে ভাষা সাবলীলতা হারায়, জড়তা এসে যায় এবং অর্থনির্মলতা হ্রাস পায়। "ভারত" নিবন্ধটির কোথাও কোথাও এ ধরনের সমস্যা আছে। সহজেই এ সমস্যা দূর করা যায়। এ সমস্যা দূর করা উচিৎ কেননা পাঠকের স্বার্থেই উইকিপিয়িডিয়া, এবং পাঠক যাতে সহজে বুঝতে পারেন সে বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিৎ। যদিও টেকনিক্যাল বিষয়ে তা সর্বদা সম্ভবপর হয়ে ওঠে না।

(খ) আলোচনা যেভাবে অগ্রসর হয়েছে তাতে মনে হয় সমস্যা মূলত: পরিভাষা বা বানানরীতি সংক্রান্ত। ঘটনা তো তা নয়। "আদমশুমারীর" পরিবর্তে "জনগণনা" নিয়ে তো কোন গোল বাধেনি। "জনপরিসংখ্যান"-এর পরিবর্তে লেখা হয়েছিল "জনমিতি", ডেমোগ্রাফির বাংলা হিসাবে (জনতত্ব লিখলে ভুল হতো)। অর্ণব বাবু অনুরোধ করায় অবিলম্বে "জনপরিসংখ্যান" পুনর্বহাল করা হয়েছে। তিনি অনুরোধ করায় অধিকতর সম্পাদনাও বন্ধ রাখা হয়েছে।

(গ) অত:পর তথ্যের ব্যাপারেও সরাসরি সম্পাদনা না-ক'রে আলোচনা পাতায় বিষয়টি উল্লেখ করা হযেছে। যেমন রাজা ভরত প্রসঙ্গ। কিন্তু "...চন্দ্রবংশ ছাড়া যেহেতু অন্য কোনো বংশে ভরত নামের রাজা ছিলেন না" - এ তথ্য কি ঠিক? এক্ষেত্রে "রামের ভাই ভরত নন, ভিন্ন ভরত" লিখলেও দ্ব্যর্থতার নিরসন হচ্ছে না। কারণ, আরো একজন ভরত রাজা আছেন, যার নাম থেকে "জড়ভরত" শব্দটির উৎপত্তি। এই ভরত ঋষভদেবের পুত্র (ঠিক মনে নেই, চিহ্নিতকরণে ভুল হতে পারে)। তিনি রাজত্ব ছেড়ে দিয়েছিলেন। সুতরাং "চন্দ্রবংশীয় রাজা ভরত" লেখার পরামর্শ দেয়া হয়েছিল। পরামর্শটি অগ্রহ্য করা হয়েছে।

(ঘ) অর্ণব বাবু ইঙ্গিত করেছেন: সম্পাদনার নামে গলদ করা হচ্ছে, বিভ্রান্তিকর সম্পাদনা করা হচ্ছে। উদাহরণ? লেখা ছিল: "ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। এদেশের জনসংখ্যা আনুমানিক একশো তেরো কোটি।" সম্পাদনার পর দাঁড়ালো: "ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২০০১ সালে অনুষ্ঠিত আদমশুমারীর ভিত্তিতে এদেশের প্রাক্কলিত জনসংখ্যা একশো তেরো কোটি।" - গলদ হলো কি? পাঠক বিভ্রান্ত হবেন এবার? ২০০৯ সালে যে নিবন্ধ লেখা হচ্ছে তাতে ২০০১ সালের আদমশুমারী বা জনগণনার রেফারেন্স দেয়া হয়েছে পাঠকের কৌতূহল আগাম মিটিয়ে রাখতে। স্বীকার্য, "প্রাক্কলিত" শব্দটির জায়গায় "আনুমানিক" শব্দটি বসানো যেত। তাতে উপযুক্ত পরিভাষার ব্যাপারে কম্প্রোমাইজ করা হয়। এই কম্প্রোমাইজের প্রয়োজন অনুভূত হয় নি।

(ঙ) অর্ণব বাবুর এপ্রোচে দৃঢ় "ঔনারশিপ" থাকে ; সেটা আন্তরিক কমিটমেন্টের বাইপ্রডাক্ট। তবে এতে খানিকটা ইন্টিমিডেশানের আবহাওয়ারও জন্ম হয়। তাই তিনি বলার সঙ্গে-সঙ্গে আমি হাত গুটিয়ে নিয়েছি পাছে তিনি বিরক্ত হন। কোথায় যেন তিনি আমাকে "ভারত" নিবন্ধটি ছেড়ে অন্যান্য নিবন্ধে মনোনিবেশ করার সৎ পরামর্শ দিয়েছিলেন ; এখন খুজেঁ পাচ্ছি না। আমি তাঁর পরামর্শ তৎক্ষণাৎ মেনে নিয়েছিলাম। এ কারণে "বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে অতি প্রাচীন কাল থেকেই ভারত তার নিজস্ব সাক্ষর রেখে এসেছে" বাক্যটিতে (দ্র: বিজ্ঞান ও প্রযুক্তি অনুচ্ছেদ) "সাক্ষর" শব্দটি "স্বাক্ষর" দিয়ে প্রতিস্থপানের জরুরী পরামর্শটিও আমি অনুচ্চারিত রেখেছিলাম। আমার বিশ্বাস "সাক্ষরতার হার" এবং "ভারতের সফল মহাকাশ-কর্মসূচির সাক্ষর" এই দুই সাক্ষর/স্বাক্ষরের বানান যে অভিন্ন নয় যে সম্পর্কে তিনি সম্যক অবহিত। সন্দেহ নেই, এটা তাঁর পক্ষে এ ক্লিয়ার কেইস অফ ওভারসাইট।

(চ) অভিধান মিলিয়ে যারা লেখেন তাদের রচনায় জড়তা এসে যায়। লেখার পর অভিধান দেখা শ্রেয়। তাতে প্রাঞ্জলতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে না। ভারত নিবন্ধটি এ ধরনের ক্ষতির শিকার।- "প্রস্তাবিত নিবন্ধে কোনো লাল লিঙ্ক নেই। তথ্যসূত্রগুলি যাচাই করা হয়েছে। বানান ও পরিভাষা-সংক্রান্ত ভুলগুলি সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, যে নিবন্ধ থেকে নিবন্ধটি অনূদিত হয়েছে, সেই মূল ইংরেজি নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়াতে নির্বাচিত নিবন্ধ। এটিকে নির্বাচিত নিবন্ধ করার প্রস্তাব রাখছি।" -- এই প্রস্তাবে দ্বিমতের কোন কারণ নেই। তবে প্রদত্ব যুক্তির বিষয়ে কথা আছে এবং তা অর্ণব বাবুর লেখা বলেই। আমার ধারণা তিনি নাগাড়ে লিখে গেলে রচনাটি কেবল প্রাঞ্জলতরই হতো না, ভাষাগত দুর্বলতাগুলো এমনিতেই কেটে যেত। "জনপরিসংখ্যান" অনুচ্ছেদটির সম্পাদনা নিয়েই বিতর্কের সূত্রপাত। লক্ষ্য করা যেতে পারে এই অংশে যে সম্পাদনা তিনি গ্রহণ করেছেন তা মূলত ভাষাগত। এই ধরণের সম্পাদনা "আলাপ পাতায়" আলোচনা সাপেক্ষে করা যায় না। প্রতিটি সম্পাদনার জন্য ব্যাখ্যা দিতে হলে আত্মা কণ্ঠাগত হবে। তা অনাবশ্যকও বটে।

যাই হোক, অধিকতর পরিমার্জনা, সম্পাদনা ও ভাষাগত উন্নয়ন প্রয়োজন থাকলেও আমি হাত লাগাচ্ছি না। পরামর্শও দিচ্ছি না। পরামর্শ দিয়েও কাজ হবে না তার প্রমাণ ওপরে আছে। দ্রষ্টব্য আমার (ক) এবং (খ) চিহ্নিত দুটি পরামর্শ ; যেটি বেলায়েত অনায়াসে ধরতে পারলেও অর্ণব বাবুকে বোঝানো যায়নি। তিনি বয়োজ্যেষ্ঠ, তাঁর চোখে আঙ্গুল দিয়ে আমার যুক্তি প্রতিষ্ঠা করা শোভন মনে হচ্ছে না। তিনি সস্নেহে আহবান (শব্দটি বেলায়েতের) জানালে ভিন্ন কথা। -- Faizul Latif Chowdhury (talk) ০৪:৩৭, ১ জানুয়ারি ২০১০ (UTC)

এই বক্তব্যগুলি ভারত নিবন্ধের আলাপ পাতায় উত্থাপনের প্রস্তাব রাখছি। সেখানে আলোচনা হলেই ভাল হয়। --অর্ণব দত্ত (talk) ০৫:১০, ১ জানুয়ারি ২০১০ (UTC)
ফয়জুল ভাইকে লেখা আমার বার্তার বয়ানটিও এখানে দিয়ে দিলাম
ফয়জুল ভাই, কয়েকটি বিষয় আমিও আপনার সঙ্গে পরিষ্কার করতে আগ্রহী।
  • প্রথমেই বলে রাখা ভাল, আপনি ও বেলায়েতভাই দুজনে এই ধারণ পোষণ করছেন যে আমি আপনাকে ভারত নিবন্ধে সম্পাদনা করতে বারণ করেছি। দুঃখের কথা, আমার বক্তব্যের প্রকৃত অর্থ অনুধাবনে আপনারা দুজনেই অসমর্থ হয়েছেন এবং শেষ পর্যন্ত আমাকে এমন অসম্মানজনক কথাও শুনতে হয়েছে যে আমি উইকিপিডিয়ার নীতিবিরোধী কাজ করেছি (আপনি বলেননি)। যাই হোক, আপনার গলদ কোথায় সেটা আরও স্পষ্ট করে দিই।
  • আপনি লিখছেন - "ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২০০১ সালে অনুষ্ঠিত আদমশুমারীর ভিত্তিতে এদেশের প্রাক্কলিত জনসংখ্যা একশো তেরো কোটি।" গলদ কোথায়? না প্রথম বাক্যে গলদ নেই। এমনকি আদমশুমারি কথাটা অপ্রচলিত হলেও বিভ্রান্তিকর নয়। গলদ "প্রাক্কলিত" শব্দটি নিয়ে। আমি জানি না বাংলাদেশে কী হয়; তবে ভারতে জনগণনা ও প্রাক্কলন এক জিনিস নয়। ভারতে জনগণনা হয় প্রতি ১০ বছর অন্তর; প্রাক্কলন হয় প্রতি বছর। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক প্রতি বছর একটি আলাদা জনসংখ্যা সংক্রান্ত প্রাক্কলন তথ্য প্রকাশ করেন। এই কারণে জনগণনার সঙ্গে প্রাক্কলন কথাটি যোগ করলে, স্পষ্টতই, গলদ হয়। আর সঙ্গত কারণেই "আনুমানিক" শব্দটি ব্যবহার করলেও বিতর্ক সৃষ্টি হবে। কারণ এর অর্থ দাঁড়াবে জনগণনার তথ্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে। যা ভারতে করা হয় না। তাছাড়া বাক্যটি তো এভাবেও লেখা যেত - "২০০১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা..."। যেমন স্কুলে-কলেজে-বিশ্ববিদ্যালয়ে পড়েছি।
  • দ্বিতীয়ত, আপনি কয়েকটি বানান ভুলের প্রসঙ্গ তুলেছেন। বানান ভুল অসাবধানতা বশত যে কারোর হতে পারে। সেটাকে দেখিয়ে দেওয়াই বাঞ্ছনীয়। বানান ভুল সংশোধনটি কোনো গুরুতর ব্যাপার নয়।
  • ভাষার প্রাঞ্জলতারক্ষার বিধানে কী কী করণীয় সে বিষয়ে আপনাকে মতামত জানাতেও বাধা দিচ্ছি না। বরং সস্নেহেই আহ্বান জানাচ্ছি। কিন্তু উপরিউক্ত "গলদ"-এর বিষয়গুলিও একই সঙ্গে মাথায় রাখতে অনুরোধ করছি। প্রাঞ্জলতা আনতে গিয়ে বিভ্রান্তিজনক (ভুল আপনি স্বেচ্ছায় করেননি, সে কথা বুঝতে আমার কোনো অসুবিধা নেই) পরিভাষা ব্যবহার না করাই ভাল। একথা অনুধাবন করবেন, আমি আপনার উপর বিরক্ত নই। আপনাকে ভারত নিবন্ধ থেকে নিরত করার কোনো ইচ্ছাও আমার নেই। আমি কেবলমাত্র বলেছি, তথ্যসংক্রান্ত পরিবর্তন ও পারিভাষিক পরিবর্তনের ভারত সম্পর্কে জেনে নিন। আপনি লক্ষ্য করবেন বা উইকিপিডিয়াতে অনেকেই লক্ষ্য করে থাকবেন, আমি বাংলাদেশ সংক্রান্ত কোনো নিবন্ধে হুট করে হাত দিয়ে বসি না। কারণ আমি জানি, যাঁরা এই নিবন্ধগুলি লিখছেন, তাঁরা সেই দেশের বাসিন্দা ও সেই দেশ সম্পর্কে আমার জ্ঞান তাঁদের তুলনায় অনেক কম। (এবারও ভুল বুঝবেন না, আমি আপনাকে মূর্খ বলছি না; বা আপনাকে ভারত সম্পর্কে নিবন্ধে হাত দিতেও বারণ করছি না। সম্ভবত প্রাক্কলন ও জনগণনার ভিতরকার কথা আপনার জানা ছিল না বলেই আপনি প্রাক্কলন শব্দটি ব্যবহার করেছেন। তাই আগে কিছু লেখা আগে লেখা যায় কিনা একবার আলোচনা করে নিয়ে লিখতে অনুরোধ করছি।)
  • ভরত প্রসঙ্গ: ঋষভনাথের পুত্রের নাম "ভরত" নয়, "জড়ভরত"। হিন্দু পুরাণে, তাঁকে ওই নামেই চিহ্নিত করা হয়েছে। সুতরাং আপনার দ্ব্যর্থতার আশঙ্কা অমূলক। তবে "রাজা ভরত" সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি করার বিষয়েও সম্মতি দিয়েছি। সুতরাং সমস্যা নেই।

সবশেষে আবারও বলতে চাই, আমি সস্নেহেই আপনাকে আহ্বান জানাচ্ছি। বিরক্ত হয়ে নয়। আপনার উপর বিরক্ত হলে, আপনার কোনো পরামর্শই আমি গ্রহণ করতাম না। এবং আবারও বলছি, আপনার কয়েকটি (মাত্র কয়েকটি) সম্পাদনায় আমি "গলদ" খুঁজে পেয়েছি। যেমন আপনিও আমার লেখায় পেয়েছেন। অতএব ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। ভুল মানুষমাত্রেই করে। অর্থনীতি বিষয়ে আপনার পরামর্শে আমরা উপকৃত হয়েছি। আমার বিনীত অনুরোধ, আরও কোনো বক্তব্য থাকলে আজকের মধ্যেই জানান। এবং আরও বিনীত অনুরোধ দয়া করে, আমার কোনো বক্তব্যকে ভুল অর্থে গ্রহণ করবেন না। আপনার কোনো পরামর্শ গ্রহণে আমি অপারগ হলে, জানবেন আমার নিশ্চয় কোনো বাধ্যবাধকতা ছিল বলেই আমি অপারগ হয়েছি, আপনার প্রতি বিরক্তিবশত হইনি। আমি যথাসম্ভব চেষ্টা করব, সেসব ক্ষেত্রে যুক্তিগুলি তুলে ধরার। অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা নেবেন। --অর্ণব দত্ত (talk) ০৬:৩২, ১ জানুয়ারি ২০১০ (UTC)

আমার মনে হয় ভারতের ফিচারড স্ট্যাটাসের ক্ষেত্রে সময়ের একটা সীমা দেওয়ায় একটা ভুলবোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, সময় দেওয়া হয়েছে, কিন্তু তাঁর মানে এই নয় যে মানের ব্যাপারে ছাড় দেওয়া হবে বা চাওয়া হয়েছে। নির্বাচিত নিবন্ধের মান তা মান অনুযায়ী-ই হওয়া উচিত। ফয়জুল ভাই প্রথম যে অভিযোগটি দিয়েছেন, অর্থাৎ ভাষার প্রাঞ্চলতা তা একটা গুরুতর অভিযোগ, ফিচার্ড আর্টিকলের ভাষা অবশ্যই প্রাঞ্জল হতে হবে। ফয়জুলভাইকে অনুরোধ করবো তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ অব্যাহত রাখতে। প্রাঞ্জলতার অভাবগুলো চিহ্নিত করে দিতে। পূর্বের মতো তাঁর পরামর্শ অবশ্যই আমলে নেওয়া হবে। প্রশ্নবিদ্ধ করার মাধ্যমেই সঠিকটা বেরিয়ে আসবে। — তানভির আলাপ অবদান ০৯:৩০, ১ জানুয়ারি ২০১০ (UTC)

পরামর্শ অনুসারে ভারত নিবন্ধে আরো কিছু পরিমার্জন আনা হয়েছে। যেমন:

  1. জনপরিসংখ্যানে ২০০১-এর বদলে ২০০৯-এর জুলাইয়ের তথ্য দিয়ে হালনাগাদ করা হয়েছে এবং বাক্যটিও সম্পূর্ণ নতুন করে সাজিয়ে লেখা হয়েছে। আরো উন্নতির জন্য যে-কোনো পরামর্শকে স্বাগতম।
  2. রাজা ভরতে আগে "চন্দ্রবংশীয়" কথা যোগ করা হয়েছে। এবং ভরত নামে নিবন্ধও তৈরি করা হয়েছে।
  3. পুরো নিবন্ধটি আমি আরেকবার রিভিউ দিয়েছি।

আর, আড়ষ্ট অনুবাদের ব্যাপারে পরামর্শ আশা করছি, অন্তত কয়েকটি উদাহরণ দিলে খুশি হই। সমস্যাটা আমাদের বোধগম্য হয়, তাছাড়া কেউ চাইলে সরাসরি তা ঠিক করে দিতে পারেন। কোনো দ্বিমতে আমরা আলাপ পাতায় আলোচনা করবো। আলোচনা ব্যতিরেকে কোনো সম্পাদনা রিভার্ট করা হবে না। — তানভির আলাপ অবদান ১৬:৩২, ১ জানুয়ারি ২০১০ (UTC)

  • মন্তব্য - সবাইকে শুভ নববর্ষ জানাই। উপরের আলোচনাটি পড়লাম। নিবন্ধের মানের ক্ষেত্রে সব সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে অনুরোধ করি। মনে রাখতে হবে, এটা হবে বাংলাভাষায় ভারতের উপরে লেখা সর্বোৎকৃষ্ট নিবন্ধ। ভুক্তি লেখার সময়ে অনেক কিছু বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়, অনেক সমস্যাই আসলে পাঠকের চোখ দিয়ে দেখলে চোখে পড়ে। তাই ভুক্তির উপরে যারা কাজ করছেন, তাদের কাজকে অনেক সম্মানের সাথে স্বীকৃতি দিয়ে তার পাশাপাশি আবেগের বদলে একটু সমস্যাগুলো দূর করার দিকে মন দিতে অনুরোধ করছি। সমালোচনাকে কখনোই নেতিবাচক ভাবে দেখবেন না। আর উইকিতে রাষ্ট্রভিত্তিক ভেদাভেদ একেবারেই নেই বলে আমি মনে করি, তাই সেটা ভেবে ভুল বোঝাবুঝি হোক, তাও চাই না। ভাষাকে প্রাঞ্জল করার দরকার হলে আসুন সবাই মিলে তা করি, যাতে করে আমরা গর্বের সাথে দাবিটি করতে পারি, এটা হবে ভারতের উপরে লেখা বাংলা ভাষার সেরা বিশ্বকোষীয় নিবন্ধ। --রাগিব (আলাপ |অবদান) ০৮:০৭, ২ জানুয়ারি ২০১০ (UTC)
 করা হয়েছে পূর্বের প্রস্তাব অনুযায়ী নিবন্ধের মানোন্নয়নের জন্য ২ দিন সময় দেওয়া হয়েছিল এবং আশা করি কিছুটা হলেও নিবন্ধের গুণগত মানের উন্নতি ঘটেছে। যেহেতু নিবন্ধটি আগেই নির্বাচিত নিবন্ধ হিসেবে অনেকের সমর্থন পেয়েছে এবং বাড়তি সম্পাদনার জন্য বাড়তি সময়ও দেওয়া হয়েছে। তাই আপতত ধরে নেওয়া যায় নিবন্ধটি যথেষ্ট মানে উন্নীত হয়েছে। এরই প্রেক্ষিতে নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে নির্বাচিত করা হল। প্রস্তাবনা অনুযায়ী নির্দিষ্ট সময় পরে নিবন্ধটিতে সম্ভাব্য সম্পাদনা যুদ্ধ, বড় কোনো ধরনের পরিবর্তন এড়াতে এবং নিবন্ধের স্থবিরতার স্বার্থে নিবন্ধটিকে সুরক্ষিত করা হয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:২৪, ২ জানুয়ারি ২০১০ (UTC)
মনোনয়নকারী: — তানভির আলাপ অবদান ১৭:২৯, ১৯ মার্চ ২০১০ (UTC)

মূল নিবন্ধটিতে কোনো লাল লিংক নেই, সকল তথ্যসূত্র যাচাইকৃত, আমার জানামতে বানান ভুলও নেই, এবং ইতিমধ্যেই এটি একটি ভালো নিবন্ধ। উল্লেখ্য যে নিবন্ধ থেকে এটি অনুবাদকৃত হয়েছে, অর্থাৎ ইংরেজি উইকিপিডিয়াতেও এটি একটি নির্বাচিত নিবন্ধ। তাই অনুবাদগুলো দেখা যেতে পারে। এটিকে নির্বাচিত নিবন্ধ করার প্রস্তাব করছি। প্রস্তাবক: — তানভির আলাপ অবদান ০২:৫৩, ২৩ ডিসেম্বর ২০০৯ (UTC)

সমর্থন। (নিবন্ধটি নিজগুণে সুন্দর হয়েছে) --অর্ণব দত্ত (talk) ০৭:৫০, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)
সমর্থন। আমি মনে করি নিবন্ধটি নির্বাচিত হবার জন্য যোগ্য --তানভির মোর্শেদ (talk) ১৩:৫২, ২৭ জানুয়ারি ২০১০ (UTC)
‍অসমর্থন‍ নয়, একটু দেখছি। কিছু সম্পাদনার অবকাশ আছে। --Faizul Latif Chowdhury (talk) ১৬:৩০, ২৭ জানুয়ারি ২০১০ (UTC)
পর্যালোচনা থেমে আছে, একটু মতামত আশা করছি। আলাপ পাতায় মতামতও রেখেছি। একটু দেখার অনুরোধ। — তানভির আলাপ অবদান ০৩:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
আপাতত বিরোধিতা: বেশ কিছু কাজ বাকি আছে। যেমন
  • প্রথম বাক্যটি অযথা complex sentence করার দরকার নাই। বাক্যটি এমনভাবে লেখা, যাতে মনে হচ্ছে জোলির মূল পরিচয় অভিনেত্রী যিনি কিনা জাতিসংঘের দূত। তা তো নয়। মূল পরিচয় অভিনেত্রী। এছাড়া পরিচয় তিনি জাতিসংঘের দূত। এখানে বাক্যটিকে দুইটি বাক্যে ভাগ করলে পড়তে সুবিধা হবে, আর অর্থের দুর্বলতাও থাকবে না।
  • Goodwill Ambassador ইংরেজিতে দেয়ার কারণ কি, যেখানে শুভেচ্ছাদূত লিংক দেয়া আছে?
  • "ভালোবাসার ফসল তিন সন্তান" -- এই বাক্যটি বিশ্বকোষীয় নয়। তাঁদের তিনটি সন্তান আছে, এবং আরো কয়েকজনকে তারা দত্ত্বক নিয়েছেন, তা সরাসরি উল্লেখ করাই যথেষ্ট ছিলো। "ভালোবাসার ফসল" কথাটি একটু নাটকীয় হয়ে গেছে।
  • "পরিবারে আরো রয়েছে ম্যাডক্স, প্যাক্স, এবং জাহারা, যাদের ..." -- বাক্যটি দূর্বল। আক্ষরিক অনুবাদ দোষে বাক্যটি ভালো দেখাচ্ছে না।
  • "বংশদ্ভূত" - এটা কি বংশোদ্ভূত হবে?
  • "যাকে তাঁরা বলেন ইরোকয়ের অংশ" -- বাক্যটির অর্থ পরিষ্কার নয়। আক্ষরিক অনুবাদ দোষে বাক্যটি অবোধ্য।
  • ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স যতটা প্রচলিত, বাংলাতে ততোটা না। ফলে ", এবং" এরকম করে লেখা অংশগুলো কৃত্রিম লাগছে। এরকম বাক্যগুলোকে খুব সহজে দুইটি বাক্যে ভাগ করে লেখা যায়, তাতে বাক্যগুলো পড়তে অনেক সুবিধা হয়, আর বাংলা ভাষার প্রচলিত বাক্যরীতি ভঙ্গ হয় না।
আরো অনেক সমস্যা আছে, কাজেই আপাতত বিরোধিতা করছি। নিবন্ধের ভাষারীতিতে অনেক অনেক কাজ করতে হবে। এগুলো মেরামত হলে বাকি অংশ দেখবো। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
Love child বা ভালোবাসার ফসল মানে কানীন সন্তান। একটা কথা কোন বাংলা বিষয়ক নিবন্ধকে নির্বাচন করা হচ্চেনা কেন?OwenSupremo (আলাপ) ০৫:৪২, ২২ মার্চ ২০১০ (UTC)
এখানে ও আলাপ পাতায় প্রস্তাবিত বিষয়গুলো ঠিক করা হয়েছে। আমার মনে হয় এটি ঝুলিয়ে না রেখে নির্বাচিত করে ফেলা যায়। বহুদিন ধরে কেউ কোনো অভিযোগ দেননি। — তানভিরআলাপ০৬:৫৫, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন। নিবন্ধটিকে আজই নির্বাচিত করা হোক। কিভাবে করা যায়, আমার হাতে সেরকম ক্ষমতা থাকলে আমাকে সুযেোগ দেয়া হোক। এব্যাপারে এবারে আমি অন্যরকম একটা উদ্যোগ নিতে আগ্রহী: যেহেতু কেউ পর্যালোচনাও করবে না, অথচ নিবন্ধটি পূর্ণাঙ্গ সুন্দর, তাহলে এটাকে অবিলম্বে নির্বাচিত করা হোক। তখন দেখি কে আপত্তি করেন, কেন করেন। অন্তত তখন তো পর্যালোচনা করবেন। নিবন্ধটিকে আজই নির্বাচিত করা সমর্থন করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০৯, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
ভালো কথা। আমাদের এখানে এতো দিন ধরে প্রশাসকরাই এমনটি করে আসছেন, আমার মতে সবশেষ নির্বাচিত করার জন্য বা প্রস্তাবনা বাতিলের জন্য একটি গ্রুপ করা উচিত। — তানভিরআলাপ১৫:১৯, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
আমি তানভির রহমান-ভিন্ন একজন প্রশাসককে এই নিবন্ধটি আশু নির্বাচিত নিবন্ধ করার আন্তরিক অনুরোধ করছি। একটা দল গঠিত হওয়া দরকার, তবে তাতে যদি উইকি-নিয়মের কোনো ব্যতয় না হয়, তাহলে তা অবশ্যই করা যেতে পারে। তানভির ভাইকে উদ্যোগ নেবার জন্য অনুরোধ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪৮, ২৫ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন- সমাপ্ত করলাম।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৪০, ২৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
মনোনয়নকারী: — User:Jonoikobangali আলাপ অবদান ১৫:২৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

মঈনুল ইসলাম ভাই "ভাল নিবন্ধ" হিসেবে মূল্যায়নের সময় এটিকে "সুলিখিত", "সঠিক", "গভীর", "নিরপেক্ষ", "স্থিতিশীল" বলে উল্লেখ করেছেন। আমার প্রস্তাব এটিকে নির্বাচিত নিবন্ধ মর্যাদা দেওয়া হোক। প্রস্তাবক: --অর্ণব দত্ত (আলাপ) ১৫:২৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

যেহেতু ভাল নিবন্ধের জন্য আমি মূল্যায়ন করেছিলাম, তাই নির্বাচিত নিবন্ধস্তরে উন্নীত করতে এবার অন্য আরেকজন অবদানকারীর দৃষ্টির প্রত্যাশা করবো। এতে নিরপেক্ষতা সুনিশ্চিত হবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:৪৭, ৮ এপ্রিল ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
যেহেতু ভাল নিবন্ধের জন্য আমি মূল্যায়ন করেছিলাম, তাই নির্বাচিত নিবন্ধস্তরে উন্নীত করতে এবার অন্য আরেকজন অবদানকারীর দৃষ্টির প্রত্যাশা করবো। এতে নিরপেক্ষতা সুনিশ্চিত হবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:৪৬, ৮ এপ্রিল ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
চর্যাপদ নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ মর্যাদা দেওয়ার পক্ষে সুপারিশ করছি৤- ফয়জুল লতিফ চৗধুরী৤ (টিলডা খুঁজে পাওয়া যাচ্ছনা!)
প্রায় ৪ বছর ধরে মতামতের জন্য এটা এখানে পড়ে আছে। এর মাঝে ব্যবহারকারীরা একে নির্বাচিত নিবন্ধ হিসেবে যুক্ত করার জন্য সমর্থন জানিয়েছেন। তবে আমি এই নিবন্ধটি পুরোপুরি পড়েছি এবং ১-২ টি ভুল পেয়েছিলাম এবং তা ঠিক করে দিয়েছি। তাই আমার মনে হয় না এটার আর এভাবে পরে থাকার দরকার আছে। নির্বাচিত নিবন্ধ হওয়ার জন্য যে ৭ টি শর্ত পূরণ করা লাগে তাঁর সব কয়টি-ই এই নিবন্ধে রয়েছে। তাই এই নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে উন্নীত  করা হয়েছে। --প্রত্যয় (স্বাগতম) ১৪:১৩, ৫ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আমরা কয়েকজন বন্ধু মিলে দলগঠন করে নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধটিকে প্রাথমিক পর্যায়ের নিবন্ধ থেকে নির্বাচিত নিবন্ধে উন্নীত করার লক্ষ্যে তিন মাস যাবৎ সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে আসছি। এই কাজটি যাদের ছাড়া অসম্ভব ছিল- নকীব, রাফি, মুকিত, আদিব, আবতাহীসহ আরও কয়েকজন সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নিবন্ধের সকল অবিশ্বকোষীয় ও বিজ্ঞাপনমূলক তথ্য অপসারণ করা হয়েছে। বর্তমানে নিবন্ধটিতে কোন লাল সংযোগ ও কপিরাইট আইন ভঙ্গ করে এমন তথ্য নেই। নিবন্ধে বিস্তারিত তথ্য রয়েছে যা বিষয়বস্তুকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে সক্ষম। তথ্যগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লেখা এবং যাচাই করার জন্য যথেষ্ট সংখ্যক তথ্যসূত্র রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক চিত্র ব্যবহার করা হয়েছে। রচনাশৈলীবানানগত জটিলতা একেবারে নেই বলেই চলে। নিবন্ধের লিখন কৌশল সাবলীল ও প্রাণোজ্জ্বল। পুনর্গঠনের কাজ সমাপ্ত হওয়ায় বর্তমানে নিবন্ধটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমার মনে হয় উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের গুণাবলীর নীতিমালা অনুসারে নিবন্ধটি সকল মানদণ্ড পূরণ করছে। আপনাদের অভিজ্ঞ মতামতের আশায় —Wiki RuHan [ Talk ] ১৮:৪৬, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন প্রয়োজন

[সম্পাদনা]
  • (ক) এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর সর্বশেষ প্রাকৃতিক তালিপাম গাছটির বংশধর।

(খ) ১৯৫১-১৯৫৩ শিক্ষাবর্ষে যেসব ছাত্র ভর্তি হন - Suvray (আলাপ) ০৪:১৭, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন করা হয়েছে। —Wiki RuHan [ Talk ] ০৯:১৩, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি কি বোঝাতে চাইছেন কলেজের গ্রন্থাগারে অনলাইন সুবিধা? আমার জানা মতে সেখানে অনলাইন সুবিধা নেই। —Wiki RuHan [ Talk ] ০৭:৫৬, ৩ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
গ্রন্থাগারের অনলাইন অ্যাক্সেস যদি বোঝাতে চান, তবে কলেজের ওয়েবসাইটে এই পাতাটি আছে, যেটা সম্পূর্ণ খালি। -- আদিভাই (আলাপ) ১৬:২১, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু পরামর্শ

[সম্পাদনা]
  • নটর ডেম কলেজ পূর্ণাঙ্গ বালক শিক্ষা প্রতিষ্ঠান, নিবন্ধের কোথাও এই বিষয়টির উল্লেখ নেই।
  • মেরি ও মেরী - এই দুটি বানানই পাশাপাশি দেখা যাচ্ছে। মেরি রাখা হোক।
  • 'শিক্ষাঙ্গন' পরিচ্ছেদটির নাম পরিবর্তন করে 'ভবন ও কাঠামো' হবে। 'ভবন' উপ-পরিচ্ছেদটি শুরুতে থাকবে। 'মাতা মেরি' দ্বিতীয় এবং যেটা 'প্রাকৃতিক পরিবেশ' নামে রয়েছে সেটা 'শিক্ষাঙ্গন' নামে তৃতীয় উপ-পরিচ্ছেদ হবে।
  • 'ভবন' এর তৃতীয় অনুচ্ছেদের "তিনি মাত্র সাত মাস... অধিষ্ঠিত হন।" অংশটুকু ভবন সম্পর্কিত নয়। এটি ইতিহাস অংশে যোগ করতে পারেন।
  • 'শিক্ষা কার্যক্রম' পরিচ্ছেদ - 'ভর্তি প্রক্রিয়া' > 'শিক্ষাদান' (যেটা প্রথম দুই অনুচ্ছেদে রয়েছে) > 'অনুষদ ও আনুষঙ্গিক বিষয়' > 'গ্রন্থাগার' (যেটা শিক্ষাঙ্গন পরিচ্ছেদে রয়েছে) > 'প্রকাশনা' (যেটা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচ্ছেদে রয়েছে)।
  • 'শিক্ষা-সহায়ক কার্যক্রম' পরিচ্ছেদের নাম পরিবর্তন করে 'ছাত্রজীবন' হবে। এর ধারাবাহিকতা হবে এমন - 'পোশাক' (যেটা বিবরণ পরিচ্ছেদে রয়েছে) > 'সহশিক্ষা সংগঠন' > 'ছাত্র রাজনীতি' > 'ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচ্ছেদের বাকি উপ-পরিচ্ছেদগুলো > ধর্মচর্চা।

বাকি সবকিছু ঠিক আছে। আরেকবার বানানগুলো নিরীক্ষা করে দেখবেন।--ওয়াকিম (আলাপ) ১৯:৪৮, ৫ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য কোলাজচিত্রের নাম "মাতা মেরী"। যেখানে কোলাজচিত্রটিকে নির্দেশ করবে, সেখানে ঈ-কার হওয়া উচিত আর যিশুর মা মেরিকে নির্দেশ করলেই ই-কার হওয়া উচিত। -- আদিভাই (আলাপ) ০৮:৩৮, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@WAKIM: ভাইয়া, আপনার উত্থাপিত পরামর্শ অনুযায়ী সকল কিছু পরিবর্তন করা হয়েছে। তবে কোলাজচিত্রের নামটাই “মাতা মেরী” হওয়ায় তা অপরিবর্তিত রাখা হল, যা মাত্র নিবন্ধে ৪বার উল্লেখিত হয়েছে। বানানও আরেকবার নিরীক্ষা করেছি। আপনার শেষ পরামর্শ ছিল- “'শিক্ষা-সহায়ক কার্যক্রম' পরিচ্ছেদের নাম পরিবর্তন করে 'ছাত্রজীবন' হবে। এর ধারাবাহিকতা হবে এমন - 'পোশাক' (যেটা বিবরণ পরিচ্ছেদে রয়েছে) > 'সহশিক্ষা সংগঠন' > 'ছাত্র রাজনীতি' > 'ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচ্ছেদের বাকি উপ-পরিচ্ছেদগুলো > ধর্মচর্চা।” পরামর্শটি সুন্দর তবে বর্তমান রূপটিও খারাপ নয়। ছাত্রজীবন পরিচ্ছেদের নাম ভালো শোনায় না। আর শিক্ষা কার্যক্রম এর পরে শিক্ষা-সহায়ক কার্যক্রমটিই বেশি মানানসই। আর শিক্ষা-সহায়ক কার্যক্রম নাম রাখলে পোশাক শিক্ষা-সহায়ক কার্যক্রম এ থাকছে না। তাই তা বিবরণে থাকল। ছাত্র রাজনীতি তুলে দিয়ে সহশিক্ষা সংগঠন যেহেতু করা হয়েছে তাই ছাত্র রাজনীতিকে আগে রাখলে রচনাশৈলীর ক্রম ঠিক থাকবে। ধর্মচর্চা শিক্ষা সহায়ক কার্যক্রম নয়। তবে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচ্ছেদের বাকি উপ-পরিচ্ছেদগুলো শিক্ষা সহায়ক কার্যক্রম এ আনা হয়েছে। —Wiki RuHan [ Talk ] ১১:০০, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Wiki Ruhan: ছাত্রজীবন পরিচ্ছেদের উদ্দেশ্য হল শিক্ষাঙ্গনে ছাত্ররা কেমন জীবন অতিবাহিত করে, সেখানে তাদের পোশাক পরিচ্ছদ, রাজনৈতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ, ক্রীড়া বিনোদন, ধর্মচর্চা (যেহেতু খ্রিষ্ট ধর্মাবলম্বীদের আলাদা ধর্মচর্চার ব্যবস্থা রয়েছে) এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা। এইগুলো সামগ্রিকভাবে শিক্ষা সহায়ক কাজ নয়।--ওয়াকিম (আলাপ) ০২:২৮, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ওয়াকিম ভাই, আমি আসলে যদ্দূর জানি, ছাত্রজীবন শব্দটি বলতে বোঝায় ছাত্রাবস্থায় একজন ব্যক্তির জীবনটা কেমন ছিল। সুতরাং এটি কেবলমাত্র ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু কলেজ কোনো ব্যক্তি নয়। যদি ব্যক্ত্যারোপ (Personification) করাও হয়, তবে কলেজের সারাটা জীবনই ছাত্রজীবন। ফলে স্বতন্ত্রভাবে এটি কোনো অনুচ্ছেদ হওয়ার যোগ্যতা রাখে না। কোনো ভুল হলে জানাবেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৪:২৩, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: এই পরিচ্ছেদে শিক্ষাঙ্গনে ছাত্রাবস্থায় শিক্ষার্থীদের জীবন কেমন সেটা তুলে ধরা হবে। শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত নির্বাচিত ও ভালো নিবন্ধগুলো দেখলে এই রকম পরিচ্ছেদ দেখতে পাবেন।--ওয়াকিম (আলাপ) ১৮:১৩, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

চূড়ান্ত পর্যালোচনা

[সম্পাদনা]

  1. সুলিখিত
    ক) গদ্য:
    খ) রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি:
    উত্তীর্ণ
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) তথ্যসূত্র:
    খ) নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে:
    গ) মৌলিক গবেষণা:
    ঘ) তথ্যসূত্র হালনাগাদ করা হয়েছে:
    উত্তীর্ণ
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) প্রধান বিষয়:
    খ) মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা:
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    উত্তীর্ণ
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা):
    খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
    উত্তীর্ণ
  1. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

নিবন্ধটি নির্বাচিত হিসেবে  উত্তীর্ণ করা হল এবং পর্যালোচনা সমাপ্ত করা হল।--ওয়াকিম (আলাপ) ১৫:১৪, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রধান পাতার জন্য সারাংশ

[সম্পাদনা]

নটর ডেম কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি উচ্চ মাধ্যমিকস্নাতক শিক্ষা প্রতিষ্ঠান। এটি জাতীয় পর্যায়ে মোট চারবার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় ও পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘ কর্তৃক ১৯৪৯ খ্রিষ্টাব্দের ৩ নভেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ কলেজ নামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলেজটিকে মতিঝিল থানার অন্তর্গত আরামবাগে স্থানান্তরিত করা হয় এবং যিশু খ্রিষ্টের মাতা মেরির নামে উৎসর্গ করে নটর ডেম কলেজ নাম রাখা হয়। ফরাসি শব্দগুচ্ছ “নটর ডেম”-এর অর্থ আমাদের মহীয়সী নারী হলেও নটর ডেম কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে পূর্ণাঙ্গরূপে বালকদের শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটিতে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগমানবিক বিভাগে শিক্ষা দান করা হয়। পাঁচ একরের উপর স্থাপিত কলেজটিতে ৪টি শিক্ষা ভবন, একটি ছাত্রাবাস, একটি মসজিদ, একটি খাবারঘর, একটি যাজকাবাস এবং ২৪টি ক্লাব রয়েছে। কলেজ কর্তৃপক্ষ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। বর্তমানে কলেজটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬৫০০। (বাকি অংশ পড়ুন...)

প্রস্তাবনায়। —Wiki RuHan [ Talk ] ১৫:৪৬, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধে উত্তীর্ণ করার দলগত অভিজ্ঞতাকে পুঁজি করে আমি শেখ মুজিবুর রহমান নিবন্ধটিকেও নির্বাচিত নিবন্ধের মানে উন্নীত করার পরিকল্পনা করি। এরপর আমার বন্ধু আদিবআবতাহীর প্রত্যক্ষ ও প্রয়োজনীয় সহায়তা পাই। তারপর থেকে আমরা তিনজন সম্মিলিতভাবে নিবন্ধটিকে বর্তমান মানে উন্নীত করেছি।

শেখ মুজিবুর রহমান নিবন্ধটির বর্তমান মান

নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ার ৩য় বৃহৎ ও সর্বোচ্চ সম্পাদিত পাতা (৩রা অক্টোবর, ২০২০ খ্রিষ্টাব্দের হিসাব অনুযায়ী)। এছাড়াও এটি একটি ভালো নিবন্ধও বটে। নিবন্ধটিতে বর্তমানে কোন অবিশ্বকোষীয় ও বিশেষণমূলক তথ্য নেই। এছাড়াও এখন নিবন্ধটিতে কোন লাল সংযোগ, কপিরাইট আইন ভঙ্গ করে এমন তথ্য ও তথ্যসূত্র দ্বারা প্রমাণিত নয় এমন তথ্য নেই। সব বিতর্কিত ও স্পর্শকাতর তথ্য স্বাতন্ত্র ও তৃতীয় পক্ষের তথ্যসূত্র দ্বারা উল্লেখিত হয়েছে। শেখ মুজিবুর রহমান সম্বন্ধে সব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অর্থ্যাৎ নিবন্ধটি তার বিষয়বস্তুকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে সক্ষম। তথ্যগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লেখা এবং যাচাই করার জন্য যথেষ্ট সংখ্যক তথ্যসূত্র রয়েছে। প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক এবং মুক্ত লাইসেন্সের অধীনের চিত্র ব্যবহার করা হয়েছে। রচনাশৈলীবানানগত জটিলতা একেবারে নেই বলেই চলে। নিবন্ধের লিখন কৌশল সাবলীল, ক্রমিক ও প্রাণোজ্জ্বল। বর্তমানে নিবন্ধটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমার মনে হয় উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের গুণাবলীর নীতিমালা অনুসারে নিবন্ধটি সকল মানদণ্ড পূরণ করছে। আশা করব নিবন্ধটি অভিজ্ঞ কেউ দ্রুত পর্যালোচনা করবেন বা নিজ দৃষ্টিকোণ থেকে মতামত পেশ করবেন। প্রস্তাবনায় —Wiki RuHan [ Talk ] ১৭:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
পুনশ্চঃ বহুদিন ধরে আলোচনাটি ঝুলে আছে। এই বিরাট সময়ের মধ্যে আমরা নিবন্ধটির আরও মানোন্নয়ন করেছি। আর সুব্রত আংকেলের দেওয়া সকল কমেন্ট ট্যাগের সমস্যা নিরসন করে ফেলেছি। তাই প্রশাসকগণকে বিশেষত আফতাবুজ্জামান ভাইকে পর্যালোচনার সিদ্ধান্ত দেওয়ার জন্য অনুরোধ করছি। —Wiki RuHan [ Talk ] ১৭:২৬, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • @আফতাবুজ্জামান, Suvray, এবং WAKIM: ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। নিবন্ধটির পর্যালোচনা গত কয়েক মাস ধরে অমীমাংসিত রয়েছে। সর্বশেষ পর্যালোচনায় নিবন্ধটিতে যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছিল, সেগুলো ঠিক করা হয়েছে। তাই নিবন্ধটির চূড়ান্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রদানের জন্য আপনাদের অনুরোধ করছি। — Meghmollar2017আলাপ০৪:৩১, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন
  1. অনেক ভাল কাজ হয়েছে।  সমর্থন।—ইয়াহিয়াআলাপ১৮:২০, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  2. নিবন্ধে খুব সুন্দর গুছিয়ে কাজ হতে দেখলাম।  সমর্থন করছি। 45.125.220.162 (আলাপ) ১৮:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  3.  সমর্থন সুলিখিত ও তথ্যবহুল নিবন্ধ।� ≈ MS Sakib  «আলাপ» ২৩:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  4. উপযোগী তাই  সমর্থন জানাচ্ছি। --নাইম (আলাপ) ০৪:৪৪, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


বিরোধিতা


মন্তব্য

অ-সা-ধা-র-ণ কাজ। নিবন্ধটিতে বিশদ আলোচনা রয়েছে এবং এটি বেশ তথ্যবহুল। তবে নিম্নলিখিত কয়েকটি পয়েন্টের দিকে নজর দেওয়া দরকার।

  • পরে অর্থে পরবর্তীতে লেখা ভুল; পরবর্তীকালে লিখতে হবে। হিসাবে (account) > হিসেবে (as)।
  • "১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তথাপি তাকে সরকার গঠনের সুযোগ দেয়া হয়নি।" দুটি ভিন্ন বাক্য নয়, একই বাক্য। সেমিকোলন বসবে।
  • "মুসলিম লীগের তরুণ ছাত্রনেতা শেখ মুজিব এ সময় পাকিস্তান আন্দোলনে নিজেকে যুক্ত করেছিলেন।" এটা "মুসলিম লীগের তরুণ ছাত্রনেতা শেখ মুজিব এ সময় পাকিস্তান আন্দোলনে যুক্ত হন" লিখলে আরও প্রাঞ্জল হয়। তাছাড়া ঐতিহাসিক বিষয়গুলোতে বারবার অতীত কালবোধক করেছিলেন বা হয়েছিলেন না লিখে "করেন" বা "হন" লিখাটা বহুল ব্যবহৃত। এটাকে ঐতিহাসিক বর্তমান বলে।
  • পরিচ্ছেদগুলোতে একটু পরিবর্তন আনতে হবে। যেমন - ব্যক্তিগত জীবনের পূর্বে 'রাজনৈতিক দর্শন' ও 'সমালোচনা' আলাদা পরিচ্ছেদ হবে, যেগুলো এখন মূল্যায়ন পরিচ্ছেদের উপ-পরিচ্ছেদ হিসেবে রয়েছে। মূল্যায়নে 'উপাধি' উপ-পরিচ্ছেদটি বুলেট পয়েন্টে না লিখে বর্ণনামূলক আকারে লিখলে ভালো হয়। 'জনপ্রিয় সংস্কৃতিতে' পরিচ্ছেদটি 'মূল্যায়ন'-এর পরে আসবে। জনপ্রিয় সংস্কৃতি নিয়ে যেহেতু আলাদা পূর্ণ নিবন্ধ রয়েছে, এই পরিচ্ছেদটি আরও ছোট করে কেবল সারাংশ দিতে হবে।
  • একটি তথ্যসূত্রে ত্রুটি দেখাচ্ছে, সেটা ঠিক করতে হবে।

বাদবাকি সবকিছু ঠিক আছে। তারপরও বর্তমান সময়ে এটি খুবই স্পর্শকাতর বিষয়, তাই সকল তথ্য আরেকবার যাচাই করে দেখতে হবে।--ওয়াকিম (আলাপ) ০৯:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@WAKIM: ভাই, আপনার দেওয়া ১ম, ২য়, ৩য় ও ৫ম পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। তবে ৪র্থ পরামর্শ অনুযায়ী 'রাজনৈতিক দর্শন'কে আলাদা অনুচ্ছেদ করা হয়েছে, ক্রম পরিবর্তন করা হয়েছে, জনপ্রিয় সংস্কৃতি ছোট করা হয়েছে। তবে সমালোচনা মূল্যায়নেই রাখার ব্যাপারে আমরা একমত হয়েছি। কারণ একজন মানুষের মূল্যায়ন দুই রকম হতে পারে। ১. ভালো মূল্যায়ন যেটা প্রশংসা ২. খারাপ মূল্যায়ন যেটা সমালোচনা। তাই সমালোচনা মূলায়ন অনুচ্ছেদেই রাখছি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ধন্যবাদান্তে—Wiki RuHan [ Talk ] ১৭:২৬, ১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধটি তথ্যে পরিপূর্ণ ও রচনার ধরনও সুন্দর, কিন্তু এখনো এর উপস্থাপনা মনঃপুত নয়। কোন পরিচ্ছেদে দুই-তিন লাইনে একটি অনুচ্ছেদ শেষ করা হয়েছে, আবার এরপরই বড়সর একটি অনুচ্ছেদ করা হয়েছে। কোন কোন পরিচ্ছেদ কেবল ছোট একটি অনুচ্ছেদেই শেষ করা হয়েছে। যদি কোন পরিচ্ছদে তেমন তথ্য না থাকে, তবে তা আগের বা পরের অন্য কোন ছোট অনুচ্ছেদের সাথে একত্রীত করা যায়। খুব বেশি পরিমাণ উক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে, যার ফলে বারবার জীবনীর ধারাবাহিকতা থেকে বিচ্যুত হতে হচ্ছে। ছবিগুলোর আকারে পরিবর্তন এনে অনুচ্ছেদগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারলে ভালো দেখাতো।--ওয়াকিম (আলাপ) ১৩:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
WAKIM ভাইয়া, আপনার পরামর্শ অনুযায়ী নিবন্ধের ছোট-বড় অনুচ্ছেদগুলোকে সমন্বিত করা হয়েছে এবং পাঠের সুবিধার্থে বেশি বড় অনুচ্ছেদগুলোকে (মোবাইলের স্ক্রিনের মোটামুটি দ্বিগুণ) ভেঙে দুইটি বা তিনটি অনুচ্ছেদে রূপান্তরিত করা হয়েছে। এছাড়া “আওয়ামী লীগ প্রতিষ্ঠা ও যুক্তফ্রন্ট সরকার গঠন” অংশে এবং “জনপ্রিয় সংস্কৃতি” অংশে একত্রীকরণের কাজ করেছি। উক্তির ক্ষেত্রে একদম মুছে না ফেলে কয়েকটি উক্তিকে টীকায় পরিণত করেছি। এই অবস্থায় নিবন্ধটিকে আরও একবার পর্যালোচনা করে আবার মতামত দেওয়ার অনুরোধ করছি। আর, চিত্রের বিষয়টি আরেকটু বিস্তারিত বললে সুবিধা হতো। এই নিবন্ধে মূলত নটর ডেম কলেজ নিবন্ধের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়েছে। সেখানে চিত্রের আকার ২২০ পিক্সেল করে নির্ধারিত আছে। কাজেই, আরেকটু নির্দিষ্ট করে দিলে প্রাসঙ্গিক পরিবর্তনে সুবিধা হতো। ধন্যবাদান্তে — Meghmollar2017আলাপ১৭:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

চূড়ান্ত পর্যালোচনা

[সম্পাদনা]

  1. সুলিখিত
    ক) গদ্য:
    খ) রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি:
    উত্তীর্ণ
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) তথ্যসূত্র:
    খ) নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে:
    গ) মৌলিক গবেষণা:
    ঘ) তথ্যসূত্র হালনাগাদ করা হয়েছে:
    উত্তীর্ণ
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) প্রধান বিষয়:
    খ) মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা:
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    উত্তীর্ণ
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ণনা করা আছে কিনা):
    খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
    উত্তীর্ণ
  1. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

নিবন্ধটির আলাপ পাতায় এবং এখানে দীর্ঘ আলোচনা ও সম্পাদনার পর নিবন্ধটি এখন পূর্ণাঙ্গ কাঠামোতে এসেছে। ৫ ফেব্রুয়ারি নাগাদ জনপ্রিয় সংস্কৃতিতে পরিচ্ছেদের কয়েকটি আসন্ন চলচ্চিত্রের তথ্য (এই তথ্যগুলো সময় ও ঘটনা সাপেক্ষে হালনাগাদের প্রয়োজন) বাদে বাকি তথ্যগুলো স্থিতিশীল রয়েছে। নিবন্ধটি নির্বাচিত হিসেবে  উত্তীর্ণ করা হল এবং পর্যালোচনা সমাপ্ত করা হল। এই নিবন্ধটি সম্পাদনা, সংশোধন ও বিভিন্ন পরামর্শ প্রদানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ১৪:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]