বিষয়বস্তুতে চলুন

ক্যোকো ফুকুদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যোকো ফুকুদা
深田 恭子
Kyoko Fukada on the red carpet at the Harry Potter and the Order of the Phoenix premier in Tokyo, June 2007
জন্ম (1982-11-02) ২ নভেম্বর ১৯৮২ (বয়স ৪২)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৭—বর্তমান
ওয়েবসাইটhttp://www.kyoko-channel.com

ক্যোকো ফুকুদা (深田 恭子, Fukada Kyōko, জন্ম নভেম্বর ২, ১৯৮২) হলেন জাপানি অভিনেত্রী এবং গায়কা।জাপানে তার ডাক নাম ফুক্যোন।

জীবনী

[সম্পাদনা]

ফুকুদার জন্ম জাপানের টোকিওতে।এবং তিনি সেখানে বড় হয়েছেন।তার একটি ছোট বোন আছে। তিনি ১৯৮৭ সালে টেলিভিশন নাটক সোরে গা কোতে দা তে ক্যাজুও হিসেবে অভিনয় কর্মজীবন শুরু করে। তিনি ১৯৯৯ সালের রিং ২ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।এরপরে তিনি স্কুল ডে অব ডেথ চলচ্চিত্র অভিনয় করেন।এটি ২০০০ সালে মুক্তি পায়।ঐ একই বছরে তি নি হিরোশিকি হাই স্কুল থেকে স্নাতক লাভ করেন।

২০০২ সালে তিনি ডল নামক চলচ্চিত্রে হারুনা হিসেবে অভিনয় করেন।তিনি জে পপ সঙ্গীত গায়কা।তার প্রথম ২টি অ্যালবাম হল দ্য লাস্ট ফ্রুট এবং ডেয়ার।২টি ১৯৯৯ সালে মুক্তি পায়।

চলচ্চিত্র

[সম্পাদনা]
চলচ্চিত্র
বছর শিরোনাম অভিনয়ে নোট
১৯৯৮ শিনজুকু শ্যোনেন তানতেদিয়ান
১৯৯৯ রিং ২ ক্যানায়ে সাওয়াগুচি
২০০০ শিনসেই নে গাকুনসেই প্রধান চরিত্র
২০০১ টোকিও জানসু প্রধান চরিত্র
২০০২ ডলস হারুনা
২০০২ ওনম্যোই
২০০৩ লাইক আসুরা সাকিকো জিন্নাই
২০০৪ কামিকাজে গার্লস মোমোকো রাইউগাসাকি প্রধান চরিত্র
২০০৬ তেনশি তেনশি প্রধান চরিত্র
২০০৬ ইনুগামিকে নো ইচিজোকু
ইয়াত্তারমান দোরোনজো
২০০৯ উরুরু নো মোরি নো মনোগাতারি চি শোনো
২০১০ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড হোয়াট কুয়েন জাপানি ডাব

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]

অ্যালবাম

[সম্পাদনা]

সিঙ্গেলস

[সম্পাদনা]
  • ১৯৯৯.০৫.১৯ "সাইগো নো কাজিতসু"
  • ১৯৯৯. ০৯.০৯ "ইজি রাইডার"
  • ২০০০.০২.০২ "কিরামেকি নো শুনকান"
  • ২০০০.০৭.১৯ " হাউ?"
  • ২০০১.০৬.০৬ "সুইমিং"
  • ২০০১ .১০.০৩ "কিমি নো হিতোমি নি কোয়িশেতরু"
  • .২০০২.০৫.২২ "রুউট ২৪৬"

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]