গোকুল
অবয়ব
গোকুল | |
---|---|
শহর | |
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মানচিত্রে গোকুলের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°২৭′ উত্তর ৭৭°৪৩′ পূর্ব / ২৭.৪৫° উত্তর ৭৭.৭২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
জেলা | মথুরা |
উচ্চতা | ১৬৩ মিটার (৫৩৫ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪,০৪১ |
ভাষা | |
• সরকারি | হিন্দি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
গোকুল হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি পুরসভা। এই শহরটি মথুরা শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। হিন্দুরা বিশ্বাস করেন যে, কৃষ্ণ তার ছেলেবেলা গোকুলে কাটিয়েছিলেন।
ভূগোল
[সম্পাদনা]গোকুল শহরটি২৭°২৭′ উত্তর ৭৭°৪৩′ পূর্ব / ২৭.৪৫° উত্তর ৭৭.৭২° পূর্ব অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত[১] এই শহরের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৩ মিটার (৫৩৪ ফুট)।
জনপরিসংখ্যান
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের জনগণনা অনুসারে,[২] গোকুল শহরের জনসংখ্যা ৪০৪১। জনসংখ্যার ৫৫% পুরুষ এবং ৪৫% নারী। গোকুলের সাক্ষরতার গড় হার ৬০%। এটি জাতীয় গড়ের (৫৯.৫%) চেয়ে বেশি। পুরুষ সাক্ষরতার হার ৬৮% এবং নারী সাক্ষরতার হার ৪৯%। জনসংখ্যার ১৮% ৮ বছরের কম বয়সী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Falling Rain Genomics, Inc - Gokul
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।
উইকিমিডিয়া কমন্সে মথুরা সংক্রান্ত মিডিয়া রয়েছে।