জলিরপাড় ইউনিয়ন
জলিরপাড় ইউনিয়ন ঢাকা বিভাগের অন্তর্গত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় অবস্থিত। ইউনিয়নটি রাজধানী ঢাকা থেকে 92 কিলোমিটার দক্ষিণে এবং গোপালগঞ্জ থেকে 39 কিলোমিটার উত্তরে অবস্থিত। এর জিপিএস অবস্থান 23.21375, 89.96321।
ইউনিয়নটি অত্যধিক জনসংখ্যা এবং বন্যা প্রবণ এলাকা হিসাবে পরিচিত। গ্রামবাসীদের আয়ের প্রধান উৎস মাছ ধরা এবং কৃষিকাজ। নিয়মিত বন্যার কারণে এই ইউনিয়নের অধিকাংশ স্থানে সারা বছরে শুধুমাত্র একটি ফসল চাষ হয়,এছাড়া ব্রোঞ্জ পন্য, বাদাম, ধান, পাট উৎপাদন হয়। এবং বাকি ঋতুতে নদী-বিল থেকে মাছ ধরাই জীবিকা নির্বাহের প্রধান উৎস। বাংলাদেশ সরকারের প্রচেষ্টা, বিভিন্ন চার্চের সহাংয়তা এবং কিছূ উন্নয়ন সংস্থার কারণে শিক্ষার হার বেড়েছে এবং দারিদ্র্যের হার কমেছে।
প্রশাসনিক এলাকা ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন– ১৪.৭০ বর্গকিঃমিঃ। জনসংখ্যা– ৩০২৮৮ জন। (২০১১সালের আদমশুমারি অনুযায়ী)
গ্রামভিত্তিক লোকসংখ্যা
গ্রামের নাম | জনসংখ্যা | গ্রামের নাম | জনসংখ্যা |
বিলচান্দা | ১৩৫৬ জন | আশ্রয় কেন্দ্র | ৬৬৯ জন |
জলিরপাড় | ৮৪০৪ জন | কলিগ্রাম | ৫৬৭১ জন |
জলিরপাড় গুচ্ছ গ্রাম | ৬৮০৭ জন | বানিয়ারচর | ৩১১৭ জন |
শান্তিপুর | ৫৬৬ জন | ফুলকুমারী | ১১৩৯ জন |
হঠাৎ গ্রাম | ৩৬২ জন | তালবাড়ি | ৭৬৮ জন |
তালুক | ৭৮০ জন | মুন্সি কলিগ্রাম | ৪৫৭ জন |
তথ্য সূত্র- আদমশুমারী ২০১১ প্রতিবেদন।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ৪৯%। (২০০১ শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৮টি
- বে-সরকারি রেজিঃ প্রাঃবিদ্যালয়- ৩টি
- উচ্চবিদ্যালয়ঃ ৩টি
দর্শনীয় স্থান
[সম্পাদনা]নদীঃ একমাত্র নদী মধুমতি বিলরুট ক্যানেল এবং বানিয়ারচর ক্যাথলিক মিশন, বৌ-বাজার, বাকার বিল, চান্দার বিল, চক্কনা বিলসহ অন্যান্য ক্যানেল ও খাল এ ইউনিয়নের দর্শনীয় স্থান।
এক নজরে জলিরপাড় ইউনিয়ন
[সম্পাদনা]কালের স্বাক্ষী বহন কারী মুকসুদপুর উপজেলাধীন জলিরপাড় ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা ধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।
ক) নাম– জলিরপাড় ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ১৪.৭০(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ১২টি।
ঙ) মৌজার সংখ্যা– ৫টি।
চ) হাট/বাজার সংখ্যা-৪টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম–বাস/ভ্যান/সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার– ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
১- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
২- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
৩-উচ্চ বিদ্যালয়: ৩টি ৪- মন্দির :৫০+টি ৫-মসজিদ:৩ ৬-গির্জাঃ ১২টি
ঝ) বেসরকারী সংস্থাঃ কলিগ্রাম ওয়াই এম সি এ, ব্র্যাক, গ্রামীন ব্যাংক, সিসিডিবি,কারিতাস
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান– নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল– ৩০/০৪/১৯৯১ইং
ড) নব গঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ২৮/১২/২০২১ইং
২) প্রথম সভার তারিখ– ০২/০১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ০২/০১/২০২৭ইং
ইউনিয়ন পরিষদ জনবল–
[সম্পাদনা]১) নির্বাচিতপরিষদসদস্য– ১৩জন।
২) ইউনিয়নপরিষদসচিব– ১জন।
৩) ইউনিয়নগ্রামপুলিশ– ১০জন।
৪)উদ্যোক্তা- ২জন।
৫) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর - ০১ জন।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মিহির কান্তি রায়
মোবাইল : ০১৭৬৪৩২৮২৩৫
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ইঞ্জিনিয়ারিং
# | শিরোনাম | পদবি | ই-মেইল | মোবাইল | ওয়ার্ড নং |
১ | জনাব মিহির কান্তি রায় | ইউপি চেয়ারম্যান | ০১৭৬৪৩২৮২৩৫ | ৯ | |
২ | জনাব বিধান সরকার | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৯১৯৯৪৫৮০৪ | ৯ | |
৩ | জনাব, বিকাশ বাকচী | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৩১৬৬০১৭৪ | ৮ | |
৪ | জনাব, অখিল তালুকদার | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭২৮১৫৮৫২৮ | ৭ | |
৫ | স্বপ্না বৈরাগী | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭২৫৬৫৮৩৮০ | ১,২,৩ | |
৬ | রক্তি বাড়ৈ | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৩৫১২৪০৯৬ | ৪,৫,৬ | |
৭ | হেনা বাকচী | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৩১৫৯৯৮৮৫৪ | ৭,৮,৯ | |
৮ | সুমন মন্ডল | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭১৭৭৬১৩১৩ | ১ | |
৯ | মুকন্দ বৈরাগী | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৩২৩২৪৬৮১ | ২ | |
১০ | গৌতম মন্ডল | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৬২৫৯০৭৮৭৮ | ৩ | |
১১ | সুজিত বৈরাগী | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৩৯৯১৪২৫৬ | ৪ | |
১২ | ইলিয়াকিম কুন্দার | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭১১৯৮৮৭৮৭ | ৫ | |
১৩ | বকুল তালুকদার | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭১৩৫৬৬৮৮০ | ৬ |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | রতন রায় | |
০২ | প্রীতিশ বৈরাগী | |
০৩ | নগেন্দ্র নাথ বিশ্বাস | ১৯৮৩-১৯৯৮ |
০৪ | হর প্রসাদ বাকচী | ১৯৯৮-২০০৩ |
০৫ | দিপক চন্দ্র বাড়ৈ | ২০০৩-২০১০ |
০৬ | অখিল চান্দ্র বৈরাগী | ২০১৬-বর্তমান |
০৭ | মিহির কান্তি রায় | ২০২১ নভেম্বর -বর্তমান |
যোগাযোগ ব্যবস্থা
জলিরপাড় ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভাল।এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহজে যাতায়াত করা য়ায়।
বাজেট
আয়ের খাত | টাকা | ব্যয়ের খাত | টাকা |
ক. নিজস্ব উৎসঃ ইউনিয়ন কর, রেট ও ফিস | 724710/= | রাজস্ব | ৫,০০,০০০/= |
১. বসত বাড়ীর বাৎসরিক মূল্যের উপর কর | 210000/= | ১। সংস্থাপন ব্যয় | 1149110/= |
২. ব্যবসা, পেশা ও জীবিকার উপর কর | 140000/= | ক. চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী | ৫০,০০০/= |
৩. অন্যান্য কর | 311000/= | খ. কর্মকর্তা/কর্মচারীদের বেতন ও ভাতা | ৫০,০০০/= |
৪. মটরযান ব্যতীত যানবাহনের উপর লাইসেন্স ফিস | 50,000/= | গ. ট্যাস্ক আদায় সংস্থাপন ব্যয় | ৫০,০০০/= |
খ. সরকারী সূত্রে অনুদান | ঘ. আনুষাঙ্গিক | ১,০০,০০০/= | |
১. উন্নয়ন খাত | ১২,০০,০০০/= | ১. ষ্টেশনারী | |
ক. রাস্তা ঘাট মেরমত/এলজিএসপি | ২. বিবিধ | ||
২. সংস্থাপন | ৩,০০,০০০/= | খ. উন্নয়ন | ৭০,০০০/= |
ক. চেয়ারম্যান ও সদস্যবৃন্দের ভাতা | 155700/= | পূর্ত কাজ
ক. কৃষি প্রকল্প |
১,৩০,০০০/= |
সেক্রেটারী ও অন্যান্য কর্মচারীদের বেতন ভাতা | 313655/= | ||
৩. অন্যান্য | ২,০০,০০০/= | খ. স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী ব্যবস্থা | |
ক. ভূমি হস্তান্তর কর | 220000/= | গ. রাস্তা নির্মাণ/মেরামত/গৃহ নির্মাণ | ১০,০০,০০০/= |
গ. স্থানীয় সরকার সূত্রে | 1500000/= | ঘ. শিক্ষা | ২,০০,০০০/= |
১. উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টাকা | ১,০০,০০০/= | গ. অন্যান্য | ৫০,০০০/= |
২. অন্যান্য | ১,০০,০০০/= | ক. নিরীক্ষা ব্যয় | ১,০০,০০০/= |
খ. অন্যান্য | |||
আগত তহবিল | 23700/= | উদ্বৃত্ত তহবিল | ১,০৪৭/= |
সর্বমোট | ২৮,০১,০৪৭/= | সর্বমোট | ২৮,০১,০৪৭/= |
সর্বমোট = আটাশ লক্ষ এক হাজার সাত চল্লিশ টাকা মাত্র।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |