জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা
জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | শিক্ষা বোর্ড |
নীতিবাক্য | সকলের জন্য শিক্ষা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৯ সালের ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক |
শিক্ষার্থী সংখ্যা | ১৫,০০,০০০ |
ওয়েবসাইট | জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা |
জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা (ইংরেজি: National Institute of Open Schooling; যা সংক্ষেপে এনআইওএস নামে পরিচিত) ভারতের একটি বিদ্যালয় স্তরের শিক্ষাবোর্ড। ১৯৮৯ সালের ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই বোর্ড প্রতিষ্ঠা করেন।[১] এটি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন বোর্ডদুটির মতোই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বোর্ড।
এই বোর্ডের বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা ১,৫০০,০০০। বোর্ডটি বর্তমানে বিশ্বের বৃহত্তম শিক্ষা বোর্ড।[২] কমনওয়েলথ অফ লার্নিং ও ইউনেস্কোর সহযোগিতায় এই বোর্ড ভারত ও অন্য কয়েকটি উন্নয়নশীল দেশে মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠানের মানোন্নয়নের কাজে নিযুক্ত।[৩] ভারতের মধ্যে দিল্লি হায়দরাবাদ, পুনে, চণ্ডীগড়, কলকাতা, ভুবনেশ্বর (উপকেন্দ্র), কোচি, ভূপাল, ইলাহাবাদ ও দেরাদুনে এই সংস্থার আঞ্চলিক কার্যালয় অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "National Institute of Open Schooling"। ১ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১০।
- ↑ "National Institute of Open Schooling enrollment"। ২০১০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-০৪।
- ↑ National Institute of Open Schooling objective[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]