জুলধা ইউনিয়ন
জুলধা | |
---|---|
ইউনিয়ন | |
১নং (ক) জুলধা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে জুলধা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৬′৪৯″ উত্তর ৯১°৫০′৫৬″ পূর্ব / ২২.২৮০২৮° উত্তর ৯১.৮৪৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | কর্ণফুলী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | হাজী নুরুল হক |
আয়তন | |
• মোট | ১১.৩৭ বর্গকিমি (৪.৩৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৪১৬ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জুলধা বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]জুলধা ইউনিয়নের আয়তন ২,৮০৯ একর (১১.৩৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জুলধা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৪১৬ জন। এর মধ্যে পুরুষ ৯,৪৯১ জন এবং মহিলা ৮,৯২৫ জন। মোট পরিবার ৩,২৯৩টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কর্ণফুলী উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশ জুড়ে জুলধা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর পাথরঘাটা ইউনিয়ন, চর লক্ষ্যা ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন; পূর্বে চর লক্ষ্যা ইউনিয়ন, শিকলবাহা ইউনিয়ন ও বড় উঠান ইউনিয়ন; দক্ষিণে বড় উঠান ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলী নদী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড ও ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।[২]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]জুলধা ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ১নং (ক) ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:[৩]
- জুলধা
- ডাঙ্গারচর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জুলধা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৮%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]শিকলবাহা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক শিকলবাহা-জুলধা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]জুলধা ইউনিয়নে ৯টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]জুলধা ইউনিয়নের পশ্চিম ও দক্ষিণাংশ জুড়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া রয়েছে জুলধা-শিকলবাহা খাল এবং জুলধা-চর লক্ষ্যা খাল।[৫]
হাট-বাজার
[সম্পাদনা]জুলধা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল পাইপের গোড়া বাজার।[৬]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]জুলধা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- ডাঙ্গারচর বিদ্যুৎ কেন্দ্র
- কর্ণফুলী নদীর মোহনা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: রফিক আহমদ[৮]
- চেয়ারম্যানগণের তালিকা[৯]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | এ কে এম মনছুর আহমদ | |
০২ | মোহাম্মদ শফিক আহমদ | |
০৩ | এম এন ইসলাম | |
০৪ | রফিক আহমদ | ২০১১-২০২১ |
০৫ | হাজী নুরুল হক | ২০২১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
- ↑ "দেশের ৪৯০তম উপজেলা কর্ণফুলী"। bangla.bdnews24.com। ১৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - জুলধা ইউনিয়ন - জুলধা ইউনিয়ন"। juldhaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - জুলধা ইউনিয়ন - জুলধা ইউনিয়ন"। juldhaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - জুলধা ইউনিয়ন - জুলধা ইউনিয়ন"। juldhaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - জুলধা ইউনিয়ন - জুলধা ইউনিয়ন"। juldhaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - জুলধা ইউনিয়ন - জুলধা ইউনিয়ন"। juldhaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "রফিক আহমদ - জুলধা ইউনিয়ন - জুলধা ইউনিয়ন"। juldhaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - জুলধা ইউনিয়ন - জুলধা ইউনিয়ন"। juldhaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।