বিষয়বস্তুতে চলুন

তোপসে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তোপসে
ফেলুদা চরিত্র

তোপসে বা তপেশরঞ্জন মিত্র বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক এবং ঔপন্যাসিক সত্যজিৎ রায়ের কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদার খুড়তুতো ভাই ও সহকারী। ফেলুদার সব গল্প এবং উপন্যাস তোপসের জবানবন্দিতে লেখা হয়েছে। তোপসের ভাল নাম তপেশরঞ্জন মিত্র। তোপসে চরিত্রটি তে মূলত শার্লক হোমসেররহস্য গল্পগুলোর ডাঃ ওয়াটসন চরিত্রের ছায়া দেখতে পাওয়া যায়।