বিষয়বস্তুতে চলুন

দিনুশা ফার্নান্দো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিনুশা ফার্নান্দো
දිනූෂ ප්‍රනාන්දු
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
কান্দানা আরাচ্চিগে দিনুশা ফার্নান্দো
জন্ম (1979-08-10) ১০ আগস্ট ১৯৭৯ (বয়স ৪৫)
পানাদুরা, শ্রীলঙ্কা
ডাকনামদিনু
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাউইকেট-রক্ষক-ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩২)
২ ডিসেম্বর ২০০৩ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১০ ডিসেম্বর ২০০৩ বনাম ইংল্যান্ড
একমাত্র ওডিআই
(ক্যাপ ১১৭)
১৮ নভেম্বর ২০০৩ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৫৬ -
ব্যাটিং গড় ২৮.০০ -
১০০/৫০ -/১ -/-
সর্বোচ্চ রান ৫১* -
বল করেছে ১২৬ ৪২
উইকেট
বোলিং গড় ১০৭.০০ ৬.৫০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/২৯ ২/১৩
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২২ জুলাই ২০২০

কান্দানা আরাচ্চিগে দিনুশা ফার্নান্দো (সিংহলি: දිනූෂ ප්‍රනාන්දු; জন্ম: ১০ আগস্ট, ১৯৭৯) পানাদুরা এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০০-এর দশকের সূচনালগ্নে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[][][]

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে বাদুরেলিয়া স্পোর্টস ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাব, সেবাস্টিয়ানিটিজ ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন দিনুশা ফার্নান্দো

প্রথম-শ্রেণীর ক্রিকেট

[সম্পাদনা]

১৯৯৮-৯৯ মৌসুম থেকে ২০১৮ সাল পর্যন্ত দিনুশা ফার্নান্দো’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দীর্ঘদেহের অধিকারী মিডিয়াম-ফাস্ট সুইং বোলার ছিলেন তিনি। প্রস্তুতিমূলক খেলায় মাইক অ্যাথারটনের বিপক্ষে নিজের প্রতিভার কথা তুলে ধরেন। এরফলে, তার টেস্ট খেলার পথ সুগম হয়।

বেশ কয়েকবছর ইংল্যান্ডের মাটিতে বিদেশী খেলোয়াড় হিসেবে খেলেন। তন্মধ্যে, ২০১১ থেকে ২০১৩ ও ২০১৫ সালে ওরচেস্টারশায়ার কাউন্টি লীগ প্রথম বিভাগ প্রতিযোগিতায় ব্রোমিয়ার্ড সিসিতে খেলেন। ২০১৭ সালে বার্মিংহাম ও ডিস্ট্রিক্ট লীগ প্রিমিয়ার ডিভিশনে ব্রোকহাম্পটন সিসির পক্ষে খেলেছিলেন দিনুশা ফার্নান্দো।

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন দিনুশা ফার্নান্দো। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২ ডিসেম্বর, ২০০৩ তারিখে গালেতে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১০ ডিসেম্বর, ২০০৩ তারিখে ক্যান্ডিতে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। এছাড়াও, ১৮ নভেম্বর, ২০০৩ তারিখে দাম্বুলায় একই দলের বিপক্ষে ব্যক্তিগত একমাত্র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

কার্যকরী মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দূর্দান্ত খেলেন। তবে, ক্লাব দলে বেশ ভালোমানের খেলা উপহার দিলেও নভেম্বর, ২০০৩ সালের পূর্ব-পর্যন্ত শ্রীলঙ্কা দলের পক্ষে খেলার সুযোগ পাননি। দাম্বুলায় ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওডিআইয়ে ২/১৩ বোলিং পরিসংখ্যান গড়েন। এরপর, সিরিজের প্রথম দুই টেস্টে তিনি অংশ নেন। এর পরপরই তাকে দলের বাইরে রাখা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. List of Sri Lanka Test Cricketers
  2. "Sri Lanka – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 
  3. "Sri Lanka – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]