দেশি চাঁদিঠোঁট
দেশি চাঁদিঠোঁট Lonchura malabarica | |
---|---|
ভারতের রাজস্থানের তালচাপ্পারের একটি দেশি চাঁদিঠোঁট | |
দেশি চাঁদিঠোঁট, রাজারহাট, পশ্চিমবঙ্গ, ভারত | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | প্যাসারিফর্মিস |
পরিবার: | Estrildidae |
গণ: | Lonchura |
প্রজাতি: | L. malabarica |
দ্বিপদী নাম | |
Lonchura malabarica (লিনিয়াস, ১৭৫৮) |
দেশি চাঁদিঠোঁট (বৈজ্ঞানিক নাম:Lonchura malabarica) Lonchura (লঙ্কুরা) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির ছোট আকারের পাখি। এরা বসবাসের জন্য নিরাপদ জায়গা পছন্দ করে। ভারতীয় উপমহাদেশ, মধ্য প্রাচ্যের এদের দেখতে পাওয়া যায়।[২] প্রকৃতিগতভাবে এরা মুনিয়ার সমগোত্রীয়।
বাসস্থান
[সম্পাদনা]এ পাখি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, সৌদি আরব, জর্দান, কুয়েত, কাতার, ইসরায়েল, শ্রীলঙ্কায় দেখা যায়। এদের মূলত সমভূমিতে দেখা যায়। তাছাড়াও কাশবন, বালুময় শণবন, নদীতীরের আবাদি জমি ও কাঁটা ঝোপে বিচরণ করে ।[৩]
বর্ণনা
[সম্পাদনা]দেশি চাঁদিঠোঁট ধূসর ঠোঁট ও কালো লেজের পাখি। দেহের দৈর্ঘ্য ১১-১১.৫ সেন্টিমিটার, ওজন ১২ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির সাদা কোমর, দেহের পেছনের অংশ, ডানা পিঠ ফিকে ও মেটে বাদামি। লেজ দেখতে লম্বা সুচালো কালো। দেহতল সাদা বর্ণের। ঠোঁট ত্রিকোনাকার ও ধূসরাভ। পা, পায়ের পাতা ও নখর ধূসরাভ-পাটল রঙের। স্ত্রী-পুরুষ পাখির চেহারা অভিন্ন প্রজনন সময় ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। শুকনো খড় লতাপাতা বাসা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করে। ডিম পাড়ে ৪-৮টি। ফুটতে সময় লাগে ১১-১৩ দিন। এরা ছোট- বড় দলে বিচরণ করলেও একাকীও চলে। এরা চঞ্চল প্রকৃতির।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১২)। "Lonchura malabarica"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
- ↑ দেশি চাঁদিঠোঁট, সৌরভ মাহমুদ, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: নভেম্বর ০২, ২০১৩ খ্রিস্টাব্দ।
- ↑ "দেশি চাঁদিঠোঁট"। Prothomalo। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- ↑ শাইন, আলম। "দেশি চাঁদিঠোঁট Indian Silverbill Lonchura malabarica Pakhi Tottho"। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।