নবকান্ত বরুয়া
বরুয়া | |
---|---|
জন্ম | ২৯ ডিসেম্বর, ১৯২৬ নগাঁও, অসম |
মৃত্যু | ১৪ জুলাই, ২০০২ |
ছদ্মনাম | এখুদ ককাইদেউ |
পেশা | সহিত্যিক, কবি, ঔপন্যাসিক |
ভাষা | অসমীয়া |
জাতীয়তা | ভারত |
নাগরিকত্ব | ভারতীয় |
উল্লেখযোগ্য রচনাবলি | ককাদেউতার হাড় |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৫) অসম উপত্যকা সাহিত্য পুরস্কার (১৯৯৩) |
নবকান্ত বরুয়া (ইংরেজি: Nabakanta Barua; অসমীয়া: নৱকান্ত বৰুৱা) অসমের সাহিত্য জগতের একটি প্রসিদ্ধ নাম। এখুদ ককাইদেউ তার জনপ্রিয় ছদ্মনাম। সীমা দত্ত ছদ্মনামেও তিনি অনেক কবিতা রচনা করেছেন । তার রচিত কবিতাগুলি আধুনিক অসমীয়া কবিতাকে অন্যন্য মাত্রা প্রদান করেছে। তার প্রত্যেকটি কবিতা জীবনের সৌন্দর্য, প্রেমের মাধুর্য, মৃত্যু ও রহস্য ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তু দ্বারা সমৃদ্ধ। তার রচিত কবিতা গুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর, এলিয়ট, হুইটমেন ও খলিল জিব্রানের কবিতার কিছু প্রভাব দেখা যায় ।
জন্ম
[সম্পাদনা]১৯২৬ সনে ২৯ ডিসেম্বর তারিখে অসমের গুয়াহাটিতে নবকান্ত বরুয়ার জন্ম হয়। তার পিতা নীলকান্ত বরুয়া বিদ্যালয়ের পরিদর্শক ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। তার মাতার নাম স্বর্ণলতা বরুয়া। দেবকান্ত, শিবকান্ত, জীবকান্ত বরুয়া ছিলেন তার ভাতৃ। তার ভাতৃ দেবকান্ত বরুয়া অসমের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম।[১]
শিক্ষা
[সম্পাদনা]১৯৩৩ সনে নঁগাও সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে নামভর্তী করেন ও ১৯৪১ সনে সুখ্যাতিতে মেট্রেকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চ শিক্ষার জন্য তিনি ১৯৪৩ সনে শান্তিনিকেতনে অধ্যয়ন করেন। ১৯৪৭ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৫৩ সনে উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]উত্তর প্রদেশের সিকোহাবাদে অবস্থিত এ.কে মহাবিদ্যালয়ে শিক্ষকতা করে নবকান্ত বরুয়া প্রথম কর্মজীবন আরম্ভ করেন। কিছুদিন সেখানে শিক্ষকতা করার পর যোরহাটের জগন্নাথ বরুয়া মহাবিদ্যালয়ে অধ্যাপকরুপে যোগদান করেন। ১৯৫৪ সনে গুয়াহাটির কটন কলেজে চাকুরি গ্রহণ করেন ও ১৯৮৪ সনে উপাধ্যক্ষরুপে অবসর গ্রহণ করেন।
মৃত্যু
[সম্পাদনা]২০০২ সনের ১৪ জুলাই তারিখে নবকান্ত বরুয়ার মৃত্যু হয়।
অসমীয়া সাহিত্যে অবদান
[সম্পাদনা]কবিতা
অনুবাদ
|
উপন্যাস
অন্যান্য গ্র্ন্থ
|
সম্মান
[সম্পাদনা]- পদ্মভূষণ (১৯৭৬ সন)
- অসম উপত্যকা সাহিত্য পুরস্কার(১৯৯৩ সন)
- সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে গঙ্গাধর পুরস্কার
- সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৫ সন)[২]।
- মধ্যপ্রদেশের কবির সম্মান (১৯৯০)
- কমল কুমারি পুরস্কার(১৯৯৮ সন)
- অসম সাহিত্য সভার বিশ্বনাথ চারিআলি অধিবেশনে সভাপতি(১৯৯০ সন))[৩],
- অসম প্রকাশন পরিষদ পুরস্কার (১৯৭৪ সন)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী অসমীয়াদের তথ্য"। সাহিত্য অকাদেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২।
- ↑ ১৯১৭ সন থেকে অসম সাহিত্য সভার সভাপতিদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে অসম সাহিত্য সভার ওয়েবসাইট, আহরণ: ১৮ নভেম্বর, ২০১২।
- শান্তিনিকেতনের সাথে যুক্ত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় কবি
- ২০শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ১৯২৬-এ জন্ম
- ২০০২-এ মৃত্যু
- সাহিত্য ও শিক্ষায় পদ্মভূষণ প্রাপক
- অসমীয়া সাহিত্য আকাদেমি পুরস্কার বিজয়ী
- আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- অসমীয়া ভাষার কবি
- আসামের কবি
- অসম সাহিত্য সভার সভাপতি
- ভারতীয় পুরুষ কবি