বিষয়বস্তুতে চলুন

নাইমা খাতুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক
নাইমা খাতুন
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩ এপ্রিল ২০২৪
চ্যান্সেলরমুফাদ্দল সাইফুদ্দিন
পূর্বসূরীতারিক মনসুর
ব্যক্তিগত বিবরণ
দাম্পত্য সঙ্গীমোহাম্মদ গুলরেজ
প্রাক্তন শিক্ষার্থীআলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়

নাইমা খাতুন একজন ভারতীয় শিক্ষাবিদ, লেখক ও গবেষক। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক মনোবিজ্ঞানের ওপর পিএইচডি করেছেন। তার পিএইচডি গবেষণা এএমইউ এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজে করা হয়েছিল।[][]

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের হলিংস সেন্টার, আলবা আইউলিয়া বিশ্ববিদ্যালয় (রোমানিয়া), চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় (ব্যাংকক) এবং লুইসভিল বিশ্ববিদ্যালয়ে (মার্কিন যুক্তরাষ্ট্র) তার গবেষণা উপস্থাপনা করেছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

নাইমা খাতুন ১৯৮৮ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৬ সালে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। শিক্ষকতার পাশাপাশি তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদেও নিযুক্ত ছিলেন।

তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোচিং একাডেমির ডেপুটি ডিরেক্টর, ডেপুটি প্রক্টর এবং ইন্দিরা গান্ধী হল ও আবদুল্লাহ হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে তিনি ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন।

তিনি এক শিক্ষাবর্ষের জন্য মধ্য আফ্রিকার রুয়ান্ডার জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ছিলেন।

তিনি ছয়টি বই লিখেছেন। সহ-লেখক হিসেবেও তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

পুরস্কার

[সম্পাদনা]
  • পাপা মিয়াঁ পদ্মভূষণ সেরা মেয়ের পুরস্কার

পারিবারিক জীবন

[সম্পাদনা]

নাইমা খাতুনের স্বামী মোহাম্মদ গুলরেজ আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক শাসন বিশেষজ্ঞ। গুলরেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উপাচার্য ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী মুসলিম উপাচার্য"দৈনিক প্রথম আলো। ২৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৪ 
  2. "Naima Khatoon appointed vice chancellor of AMU; third central varsity to get its first woman VC"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৪ 
  3. "Naima Khatoon appointed as AMU's first female Vice Chancellor in over 100 years"দি ইকোনমিক টাইমস। ২২ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৪ 
  4. "Naima Khatoon becomes first female VC of AMU in over 100 yrs"বিজনেস স্ট্যান্ডার্ড। ২২ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৪