নেলসন (ক্রিকেট)
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (আগস্ট ২০২০) |
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(আগস্ট ২০২০) |
নেলসন হ'ল ক্রিকেট অপ্রচলিত পরিভাষা এবং কুসংস্কার।
এই নামটি ক্রিকেটে কোন দল বা ব্যক্তির ব্যক্তিগত স্কোর ১১১ বা এর গুনিতক (ডাবল নেলসন, ট্রিপল নেলসন, ইত্যাদি হিসাবে পরিচিত) স্কোরগুলিকে বোঝাতে প্রয়োগ করা হয়। [১]
নামটি এসেছে ব্রিটিশ রয়াল নেভির ভাইস-এডমিরাল নেলসনের নাম থেকে। কথিত আছে, জীবনের শেষ পর্যায়ে নেলসনের কেবল একটি করে চোখ,হাত,পা অবশিষ্ট ছিল। তবে পায়ের তথ্যটা ভুল। এখন অন্যভাবে তাই এইটাকে ব্যাখা করার চেষ্টা করা হয়
"One Eye, One Arm, One Ambition"
"One Eye, One Arm, One Arsehole"
ইংলিশ ক্রিকেটের অনেকেই এজন্য নেলসন (১১১), ডাবল নেলসন (২২২), ট্রিপল নেলসন (৩৩৩) কে অশুভ মনে করেন। এই দূর্ভাগ্য দূর করার জন্য এই রান আসলেই অনেকে তাদের পা মাটি থেকে তুলে ফেলেন ইংরেজ আম্পায়ার ডেভিড শেপার্ড এদের মধ্যে অন্যতম। আম্পায়ারদের মাঠে থাকাকালীন সময়ে পা মাটি থেকে তুলে রাখা সম্ভব না। এজন্যই নেলসন নাম্বার আসলেই (বিশেষ করে ১১১/১,২২২/২ ) তিনি লাফালাফি কিংবা দ্রুত পা পরিবর্তন করতেন যাতে বেশিক্ষণ তার পা মাটিতে না থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Booth, Lawrence (২০০৭)। Arm-ball to Zooter: A Sideways Look at the Language of Cricket। Penguin Books। আইএসবিএন 978-0-14-051581-7।