সন্ত্রাসবাদ হল সন্ত্রাসের পদ্ধতিগত ব্যবহার যা প্রায়শই ধ্বংসাত্মক এবং বলপ্রয়োগের মাধ্যমে ঘটানো হয়। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসবাদের কোন বেধে দেওয়া সীমারেখা অথবা সঙ্গায়ন নেই। প্রচলিত সঙ্গানুযায়ী যে সকল বিধ্বংসী কার্যকলাপ জনমনে ভীতির উদ্বেগ ঘটায়, ধর্মীয়, রাজনৈতিক অথবা নীতিগত লক্ষ্য অর্জনের জন্য কৃত রুচিবিরুদ্ধকাজ, ইচ্ছাপূর্বক সাধারণ জনগণের নিরাপত্তার বিষয় উপেক্ষা অথবা হুমকি প্রদান করা। আইন বহির্ভূত কার্যকলাপ এবং যুদ্ধকেও সন্ত্রাসবাদের অন্তর্ভূক্ত করা যায়।
২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় অন্তত ১৬৬ জন নিহত হন। হামলার মূল পরিকল্পনায় অংশগ্রহণসহ মোট ১২টি অভিযোগে ৫২ বছর বয়সী হ্যাডলিকে ৩৫ বছর সাজা দেয়া হয়। মুম্বাই হামলায় অংশ নেয়া একমাত্র জীবিত আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাবকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
ওসামা বিন লাদেন একজন ইসলামী জঙ্গী যাকে আল কায়েদা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত করা হয়। ২০১১ সালের মে ২ তারিখে দিবাগত রাতে পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় ওসামা বিন লাদেন নিহত হন। লাদেনের মরদেহ আরব সাগরে নিক্ষেপ করা হয়।