বিষয়বস্তুতে চলুন

বার্নেস পিকক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বার্নেস পিকক (১৮১০ — ৩ ডিসেম্বর, ১৮৯০) একজন ব্রিটিশ ভারতীয় বিচারক। তিনি কলিকাতা উচ্চ আদালতের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন।

কর্মজীবন

[সম্পাদনা]

১৮৩৬ সালে টেম্পল ইন থেকে পাশ করেন স্যার পিকক ও ১৮৫২ সালে গভর্নর জেনারেল কাউন্সিলের আইনি সদস্য হিসাবে ব্রিটিশ ভারতে আসেন তিনি। লেজিসলেটিভ কাউন্সিলের অন্যতম বক্তা ছিলেন স্যার পিকক। ভারতীয় মহাবিদ্রোহের সময় লর্ড চার্লস ক্যানিং এর সমর্থক ছিলে তিনি। ১৮৫৯ সালে কলকাতা ফোর্ট উইলিয়ম সুপ্রিম কোর্টের শেষতম প্রধান বিচারপতি নিযুক্ত হন বার্নেস পিকক আর কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হলে তার প্রথম প্রধান বিচারক। ১৮৬২ সালের ১ জুলাই তার সাথে আরো তেরো জন বিচারপতিকে নিয়ে শুরু হয় কলকাতা হাইকোর্ট। ১৮৭০ সালে অবসরগ্রহণের পরে ইংল্যান্ডে প্রত্যাগমন করেন স্যার বার্নেস পিকক।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আনন্দবাজার পত্রিকা - কলকাতার কড়চা"archives.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৯ 
  2. "Peacock, Sir Barnes"1911 Encyclopædia Britannica। Volume 21।