মাসুদ বিন মোমেন
মাসুদ বিন মোমেন | |
---|---|
বাংলাদেশের পররাষ্ট্র সচিব | |
কাজের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৯ – ১ সেপ্টেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | শহীদুল হক |
উত্তরসূরী | মোঃ জসিম উদ্দিন |
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি | |
কাজের মেয়াদ ৩ নভেম্বর ২০১৫ – নভেম্বর ২০১৯ | |
পূর্বসূরী | আবুল কালাম আব্দুল মোমেন |
উত্তরসূরী | রাবাব ফাতেমা |
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত | |
কাজের মেয়াদ আগস্ট ২০১২ – নভেম্বর ২০১৫ | |
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত | |
কাজের মেয়াদ আগস্ট ২০০৮ – আগস্ট ২০১২ | |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় টুফটস বিশ্ববিদ্যালয় |
জীবিকা | সরকারী কর্মকর্তা |
মাসুদ বিন মোমেন একজন উচ্চপদস্থ বাংলাদেশি সরকারি কর্মকর্তা ও পেশাদার কূটনীতিক যিনি সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৬তম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এরপূর্বে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
প্রারম্ভিক ও ব্যক্তি জীবন
[সম্পাদনা]মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের টুফটস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।[১] ব্যক্তিগত জীবনে মাসুদ বিবাহিত ও দুই সন্তানের জনক।[২]
কর্মজীবন
[সম্পাদনা]মাসুদ ১৯৮৫ সালে পররাষ্ট্র ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।[৩] ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের পরিচালক ও পররাষ্ট্রসচিবের অফিসে কর্মরত ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে দারিদ্র্য বিমোচনের শাখার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত তিনি ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের উপ কমিশনার ছিলেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বিম্সটেক’ সম্পর্কিত শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]
২০০৮ সালের আগস্টে তাকে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসাথে তিনি জাতিসংঘের অধীন খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি ও কৃষি উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক তহবিল (ইফাদ) সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।[৪] এর বাইরে, তিনি নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশে সরকারে তাকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। একইসাথে তিনি ইউনিসেফের নির্বাহী ব্যুরোর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।[৫] ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তাকে বাংলাদেশের ২৬তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ মোমেন"। সমকাল। ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন"। বাংলানিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "Masud Bin Momen to be Bangladesh's new Permanent Representative to UN - bdnews24.com"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-১৫।
- ↑ "Masud Momen likely to become new foreign secretary"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Bureau"। UNICEF। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "পররাষ্ট্রসচিব হলেন মাসুদ বিন মোমেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।