মুনমুন আহমেদ
মুনমুন আহমেদ | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | নৃত্যশিল্পী, অভিনেত্রী |
দাম্পত্য সঙ্গী | সুজিত মোস্তফা |
মুনমুন আহমেদ একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী।[১][২] তিনি কত্থক নৃত্যে পারদর্শী।[৩][৪] এছাড়া তিনি বাংলাদেশ বেতারের রেডিও নাটকে নিয়মিত অভিনয়শিল্পী।[৫]
ব্যক্তি ও কর্মজীবন
[সম্পাদনা]আহমেদ ২৭ ডিসেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। আজিমপুর লেডিস ক্লাবে তার প্রথম প্রশিক্ষক ছিলেন আজহার খান । তিনি ১৯৭৮ সালে সৈয়দ আবুল কালামের কাছ থেকে কত্থক শেখা শুরু করেন ।
১৯৮৭ সালে উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা শেষ করার পর তিনি ভারতে যান। সেখানে তিনি রাম মোহন মহারাজ এবং রাজ কুমার শর্মার অধীনে রাম ভারতিয়া কলা কেন্দ্রে পড়াশোনা করেন। ১৯৮৯ সালে, তিনি দিল্লি কত্থক কেন্দ্রে পণ্ডিত বিরজু মহারাজের ছাত্রী হন ।
আহমেদ একটি নাচের স্কুল চালান, রেওয়াজ পারফর্মিং স্কুল। তিনি ঢাকায় ২০১০ দক্ষিণ এশিয়ান গেমসে অনুষ্ঠিত নৃত্য পরিবেশনার কোরিওগ্রাফার ছিলেন । নৃত্য শিল্পী হিসেবে ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কেনিয়া, জাম্বিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কাতার ও লিবিয়া ভ্রমণ করেছেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]গায়ক সুজিত মুস্তাফাকে বিয়ে করেছেন আহমেদ। একসঙ্গে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, অপরাজিতা মুস্তাফা।
সাংগঠনিক কার্যক্রম
[সম্পাদনা]বর্তমানে (২০০৬-২০০৭) বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সাংস্কৃতিক ও প্রশিক্ষণ সম্পাদিকা। এছাড়াও তিনি বাংলাদেশের ৬ জন প্রখ্যাত নৃত্যশিল্পী কর্তৃক প্রতিষ্ঠিত নৃত্যধারার প্রতিষ্ঠাতা সদস্য। এই সংস্থা বাংলাদেশের নৃত্য ঐতিহ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২৩ | ১৯৭১ সেই সব দিন | হৃদি হক | ||
২০১২ | ঘেটুপুত্র কমলা | জমিদারের বউ | হুমায়ূন আহমেদ | |
২০১০ | গোলাপী এখন বিলাতে | আমজাদ হোসেন | ||
২০০৮ | আমার আছে জল | রেহানা | হুমায়ূন আহমেদ |
নৃত্যকলা শিক্ষা
[সম্পাদনা]নৃত্যকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা
[সম্পাদনা]- ১৯৯০ সালে উচ্চাঙ্গ নৃত্যে (কথ্থক) সম্মান সহ ডিপ্লোমা ডিগ্রী, কথ্থক কেন্দ্র, নতুন দিল্লী, ভারত।
- ১৯৯২ সালে উচ্চাঙ্গ নৃত্যে (কথ্থক) সম্মানোত্তর পোস্ট ডিপ্লোমা ডিগ্রী, কথ্থক কেন্দ্র, নতুন দিল্লী, ভারত।
- ১৯৯৩-১৯৯৪ সালে উচ্চাঙ্গ নৃত্যে (কথ্থক) ফেলোশিপ, কথ্থক কেন্দ্র, নতুন দিল্লী, ভারত।
নৃত্যকলায় বিশেষ প্রশিক্ষণ
[সম্পাদনা]- আমেরিকান ড্যান্স ফেস্টিভ্যাল ওয়ার্কশপ; ইন্টারন্যাশনাল ড্যান্স ফেস্টিভ্যাল, নতুন দিল্লী, ভারত, ডিসেম্বর ১৯৯০।
বিশেষ উৎসবে নৃত্য পরিবেশনা
[সম্পাদনা]- বিদেশী কলাকার উৎসব, নতুন দিল্লী, ভারত; ১৯৯০;
- বার্ষিক উৎসব, শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্র, নতুন দিল্লী, ভারত’ ১৯৮৯;
- যুব মহোৎসব, নতুন দিল্লী, ভারত; ১৯৯১;
- জাতীয় উৎসব, ত্রিবান্দ্রাম, তামিলনাড়ু, ভারত, ১৯৯১;
- স্বচ্ছ গঙ্গা উৎসব, বেনারস, ভারত, ১৯৯৩;
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- শিশু একাডেমী আয়োজিত উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পুরস্কার, ১৯৮০;
- শিশু একাডেমী আয়োজিত উচ্চাঙ্গ নৃত্য ও সাধারণ নৃত্যে জাতীয় পুরস্কার, ১৯৮১;
- ইউনেস্কো সাংস্কৃতিক পুরস্কার, ২০০০;
- এন.এইচ.কে. জাপান পুরস্কার, ২০০০ সালে বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত কূল নাই কিনার নাই গীতি নৃত্যনাট্যের দলীয় শিল্পী হিসেবে;
- একতা পুরস্কার, ঢাকা, বাংলাদেশ, ২০০১ ও ২০০৩;
- টেলিভিশন দর্শকশ্রোতা পুরস্কার ২০০৩
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Correspondent, Cultural (২০০৯-০১-২৫)। "Munmun Ahmed: First person singular"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২১।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪।
- ↑ Waheed, Karim (২০০৮-০৪-২৭)। "Dancers nationwide unite to celebrate the labour of their love"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২১।
- ↑ Haider, M. H. (২০১৫-০২-০৭)। "MUNMUN AHMED Made in Bangladesh"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২১।
- ↑ Admin (২০১০-১০-০৮)। "Dancer Munmun explores acting"। Dhaka Mirror (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মুনমুন আহমেদ (ইংরেজি)