মেঘা গুপ্তা
অবয়ব
মেঘা গুপ্তা | |
---|---|
পেশা | অভিনেত্রী, অনুষ্ঠান উপস্থাপিকা |
দাম্পত্য সঙ্গী | আদিত্য শ্রফ (বি. ২০১০–২০১৪) সিদ্ধার্থ কর্ণিক (বি. ২০১৬) |
মেঘা গুপ্তা হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে উপস্থিত হয়েছেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো: কাব্যঞ্জলি, কুমকুম, মমতা, সি.আই.ডি., এমটিভি বিগ এফ (২য় পর্ব), ম্যায় তেরি পারছাই হুঁ। তিনি নামান শর সাথে নাচ বালিয়ে ৪-এ প্রতিযোগিতা করেন এবং উক্ত প্রতিযোগিতায় তারা রানার্স-আপ হন।[১] গুপ্তা ২০১৪ সালের আগস্টে ইয়ে হে আশিকি এবং পেয়ার তুনে কেয়া কিয়ার মতো নাটকে অভিনয় করেছেন।
গুপ্তা ২০১০ সালে ফেম সিনেমাসের মালিক আদিত্য শ্রফকে বিবাহ করেন,[২] কিন্তু তাদের মধ্যে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে। অতঃপর ২০১৬ সালে আগস্টে, তিনি এক থা রাজা এক থী রানীর অভিনেতা সিদ্ধান্ত কর্ণিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৩]
টেলিভিশন
[সম্পাদনা]নাটক | চরিত্র | চ্যানেল | উল্লেখ |
---|---|---|---|
কুসুম | সনি টিভি | ||
কুমকুম - এক পেয়ারা সা বন্ধন | নিতি রাহুল ওয়াধওয়া | স্টার প্লাস | |
কাব্যঞ্জলি | দিশা নন্দা | ||
মমতা | সত্য শ্রীবাস্তব | জি টিভি | |
সি.আই.ডি. | দেবযানা (অবরপরিদর্শক) | সনি টিভি | |
ম্যায় তেরি পারছায়ি হুঁ | আঁচল ত্যাগী | ইমাজিন টিভি | |
শসসস... কোয়ি হে | স্টার ওয়ান | ||
পারফেক্ট ব্রাইড | স্টার প্লাস | ||
নাচ বালিয়ে | প্রতিযোগী (রানার্স আপ) | ||
আহট | সনি টিভি | ||
মাত পিতাহ কে চারনো মে স্বর্গ | সুহানি | কালারস | |
ইয়াহা ম্যায় ঘর ঘর খেলি | ড. অরুন্ধতী | জি টিভি | |
ড্রিম গার্ল | আরতি রয় | লাইফ ওকে | |
কোয়ি লট কে আয়া হে | রাগিণী রাথোড় | স্টার প্লাস | [৪] |
আয়ুষ্মান ভব | সামাইরা | স্টার ভারত |
চলচ্চিত্র
[সম্পাদনা]সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | উল্লেখ |
---|---|---|---|---|
২০১৬ | ফ্যান | পায়েল | হিন্দি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ IANS (২ ফেব্রুয়ারি ২০০৯)। "Shaleen Bhanot and Daljeet Kaur win Nach Baliye 4"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২০।
- ↑ IANS (১৬ সেপ্টেম্বর ২০১০)। "Megha Gupta to tie knot with Aditya Shroff"। Sahara Samay। ২০১৬-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২০।
- ↑ TNN (১৯ আগস্ট ২০১৬)। "Siddhant Karnick, Megha Gupta's first picture post marriage will melt your heart"। The Times of India। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬।
- ↑ "Sudesh Berry Enters The Show"। Filmibeat। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১৭।