রানীনগর জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন
অবয়ব
রানীনগর জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল জংশন স্টেশন | |
অবস্থান | জলপাইগুড়ি শহর মহাসড়ক (রাজ্য সড়ক ১২এ), রানীনগর, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৬°৩২′৩৮″ উত্তর ৮৮°৩৮′৫৩″ পূর্ব / ২৬.৫৪৪° উত্তর ৮৮.৬৪৮° পূর্ব |
উচ্চতা | ৯১ মিটার (২৯৯ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
লাইন | বড়াউনি–গুয়াহাটি লাইন হলদিবাড়ি–নিউ জলপাইগুড়ি লাইন |
প্ল্যাটফর্ম | ৫ |
নির্মাণ | |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
অন্য তথ্য | |
স্টেশন কোড | RQJ |
অবস্থান | |
রানীনগর জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রানী নগরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এবং জংশন স্টেশন। এটি ভারতের শহর জলপাইগুড়িকে সেবা করে।
এটি উত্তর-পূর্ব সীমান্ত রেল অঞ্চলের কাটিহার বিভাগের নয়া জলপাইগুড়ি-নয়া বনগাইগাও সেকশনের অন্তর্গত।
তথ্যসূত্র
[সম্পাদনা]পূর্ববর্তী স্টেশন | ভারতীয় রেল | পরবর্তী স্টেশন | ||
---|---|---|---|---|
উত্তর-পূর্ব সীমান্ত রেল |