লিনাক্স-লিব্রে
ডেভলপার | ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন, লাতিন আমেরিকা। |
---|---|
প্রোগ্রামিং ভাষা | সি এবং অ্যাসেম্বলি |
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
প্রাথমিক মুক্তি | ২০ ফেব্রুয়ারি ২০০৮[১] |
চূড়ান্ত মুক্তি | ৪.১৯.৬-গ্নু[২] / ১ ডিসেম্বর ২০১৮ |
ভাষাসমূহ | ইংরেজি |
প্ল্যাটফর্ম | এক্স৬৪, আই৩৮৬, আইএ৩২, এআরএম (প্যারাবোলা), এমআইপিএস (ডেবিয়ান) |
কার্নেলের ধরন | মনোলিথিক |
লাইসেন্স | জিপিএল-২ |
ওয়েবসাইট | fsfla |
লিনাক্স-লিব্রে (ইংরেজি: Linux-libre)একটি অপারেটিং সিস্টেম কার্নেল এবং একটি গ্নু প্যাকেজ। গ্নু প্রজেক্ট চেষ্টা করে যেকোন মালিকানাধীন বা সোর্সকোড সংযুক্ত নেই এমন সফ্টওয়্যার ব্লব মুক্ত করার সাথে সাথে লিনাক্স-লিব্রেকে তার আপস্ট্রীম ডেভেলপমেন্ট লিনাক্স কার্নেলের সাথে হালনাগাদ রাখতে। সোর্সকোড সংযুক্ত নেই এমন সফ্টওয়্যারকে বাইনারী ব্লব (ইংরেজি: blob) বলে এবং এসব বাইনারি ব্লব মুলত ব্যবহৃত হয় লিনাক্স কার্নেলের মালিকানাধীন ফার্মওয়্যার ইমেজ এর ক্ষেত্রে। যদিও সাধারণত এসব বাইনারি ব্লব পুনঃবণ্টনযোগ্য কিন্তু তা সাধারণ ব্যবহারকারীকে এটার গুণগত মান পরখ, ত্রুটি পরীক্ষণ এবং সংশোধন, উন্নয়ন, পরিবর্তন বা পরিবর্ধন এর স্বাধীনতা প্রদান করে না।
ইতিহাস
[সম্পাদনা]লিনাক্স কার্নেল ১৯৯৬ সাল থেকে তার কার্নেলে বাইনারি ব্লব সংযুক্ত করা শুরু করে। কার্নেল বাইনারি ব্লব মুক্ত করার কাজ শুরু হয় ২০০৬ সাল নাগাদ জিনিউসেন্স এর ফাইন্ড-ফার্মওয়্যার (ইংরেজি: find-firmware) এবং জেন-কার্নেল (ইংরেজি: gen-kernel) এর মাধ্যমে। এই কাজটি পরবর্তীতে আরো এগিয়ে নেয়া হয়েছে ২০০৭ থেকে ব্লাগ (ইংরেজি: BLAG) লিনাক্স ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে যখন ডিব্লব (ব্লব সরানোর স্ক্রিপ্ট) (ইংরেজি: deblob) এবং লিনাক্স-লিব্রে এর জন্ম হয়।
লিনাক্স-লিব্রে প্রথম রিলিজ করে ফ্রী সফটওয়্যার ফাউন্ডেশন লাতিন আমেরিকা (FSFLA), অতঃপর সেটাকে ফ্রী সফটওয়্যার ফাউন্ডেশন (FSF) সম্পূর্ণ ফ্রী লিনাক্স ডিস্ট্রিবিউশন এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুমোদন করে। এটি একটি গ্নু প্যাকেজে রুপ নেয় মার্চ ২০১২ তে। আলেকজান্দ্রে অলিভা এই প্রজেক্টের প্রধান।
মালিকানাধীন ফার্মওয়্যার মুক্তকরণ
[সম্পাদনা]প্রক্রিয়া
[সম্পাদনা]মুক্তকরণ প্রক্রিয়াটির শুরু হয় ডব্লব-মেইন নামক একটি স্ক্রিপ্টের মাধ্যমে।[৩] এই স্ক্রিপ্টটি জিনিউসেন্সের জন্যে ব্যবহৃত স্ক্রিপ্ট থেকে অনুপ্রাণিত। জেফ মো ব্লাগ লিনাক্স এবং গ্নুয়ে ব্যবহারের জন্যে এখানে প্রয়োজনীয় পরিবর্তন আনেন। ডিব্লব-চেক নামে আরেকটি স্ক্রিপ্ট রয়েছে,[৪] যেটি চেক করে এখনও কার্নেল সোর্স ফাইল, প্যাচ বা কম্প্রেসড সোর্স ফাইলে এমন কোন সফটওয়্যার রয়েছে কি না যা মালিকানাধীন হতে পারে।
আরও দেখুন
[সম্পাদনা]- ওপেন সোর্স হার্ডওয়্যার
- গ্নু হার্ড, গ্নু কর্তৃক ডেভেলপকৃত একটি অপারেটিং সিস্টেম কার্নেল
- লিব্রেবুট
- লিব্রেপ্ল্যানেট
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ↑ blag-announce (ফেব্রুয়ারি ২০, ২০০৮)। "[blag-devel] লিনাক্স-লিব্রে"। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০২১।
- ↑ http://linux-libre.fsfla.org/pub/linux-libre/releases/LATEST-4.19.N/linux-libre-4.19.6-gnu.tar.xz[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Free Software Foundation Latin America। "How it is done"। Linux-libre, Free as in Freedo। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১১।
- ↑ "fsfla - Revision 8200: /software/linux-libre/scripts"। Free Software Foundation Latin America। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১১।