বিষয়বস্তুতে চলুন

সচিব (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সচিব বাংলাদেশের সরকারি প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। জনপ্রশাসনের সর্বোচ্চ পদ হলো মন্ত্রিপরিষদ সচিব। তাঁরা বিসিএস ক্যাডার থেকে আসেন। সচিবদের ৭৫ ভাগ নিয়োগ হয় প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ২৫ ভাগ নিয়োগ হয় সিভিল সার্ভিসের অন্যান্য ক্যাডার থেকে৷ তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব একজন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার হয়ে থাকেন। একজন সচিব সাধারণত কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রণালয়ের প্রধান জবাবদিহি কর্মকর্তা। বর্তমানে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব হলেন মোঃ মাহবুব হোসেন[] মন্ত্রিপরিষদ সচিব হলেন সচিবদের মধ্যে জ্যেষ্ঠ। একজন সচিব/সিনিয়র সচিব মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের উপর থাকে। উপদেষ্টার কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ। সচিব উপদেষ্টাকে সর্বতোভাবে সবক্ষেত্রেই সাহায্য করে। উপদেষ্টার পর সচিব-ই হচ্ছেন মন্ত্রণালয়ের অধিভুক্ত দপ্তরসমূহের অন্যতম নিয়ন্ত্রক। বাংলাদেশের সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নে আছেন সহকারী সচিব এবং সবার উপরে উপদেষ্টা। এটি মূলত স্তরভিত্তিক নীতির উপর ব্রিটিশ কাঠামোর অনুকরণে গড়ে উঠেছে। ছকে তা দেওয়া হলো: সিনিয়র সচিব>> সচিব>> অতিরিক্ত সচিব >> যুগ্ম সচিব >> উপসচিব >> সিনিয়র সহকারী সচিব >> সহকারী সচিব।

 
 
 
উপদেষ্টা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সিনিয়র সচিব
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সচিব
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
অতিরিক্ত সচিব
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
যুগ্ম সচিব
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
উপ-সচিব
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সিনিয়র সহকারী সচিব
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সহকারী সচিব
 

সিনিয়র সচিব ও সচিবগণের তালিকা

[সম্পাদনা]
১৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত। []
# নাম পদবী মন্ত্রণালয়/বিভাগ
মোঃ মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগ
ড. শেখ আব্দুর রশিদ সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
মোঃ এহছানুল হক সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
ড. মোহাম্মদ আব্দুল মোমেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ
ড. নাছিমুল গণি সিনিয়র সচিব জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়
এম এ আকমল হোসেন আজাদ সিনিয়র সচিব স্বাস্থ্য সেবা বিভাগ
মোঃ মোখলেসুর রহমান সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়
মোঃ হাবিবুর রহমান সিনিয়র সচিব বিদ্যুৎ বিভাগ
জাকিয়া সুলতানা সিনিয়র সচিব শিল্প মন্ত্রণালয়
১০ মোঃ মোকাব্বির হোসেন সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
১১ মোঃ মশিউর রহমান এনডিসি সিনিয়র সচিব সুরক্ষা সেবা বিভাগ
১২ মোঃ মনজুর হোসেন সিনিয়র সচিব ও নির্বাহী পরিচালক সেতু বিভাগবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
১৩ আবু হেনা মোরশেদ জামান সচিব স্থানীয় সরকার বিভাগ
১৪ কাজী এনামুল হাসান মহাপরিচালক (সচিব) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
১৫ সোলেমান খান সদস্য (সচিব) পরিকল্পনা কমিশন
১৬ ড. মোঃ কাউসার আহাম্মদ সদস্য (সচিব) পরিকল্পনা কমিশন
১৭ মোঃ আব্দুর রউফ সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৮ মোঃ মাহবুব হোসেন সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
১৯ মুঃ আব্দুল হামিদ জমাদ্দার সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
২০ মোঃ কামরুল হাসান এনডিসি সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
২১ মুহম্মদ ইবরাহিম চেয়ারম্যান (সচিব) ভূমি আপিল বোর্ড
২২ ইসমাইল হোসেন সচিব খাদ্য মন্ত্রণালয়
২৩ ড. ফারহিনা আহমেদ সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
২৪ মোঃ জাহাঙ্গীর আলম সদস্য (সচিব) পরিকল্পনা কমিশন
২৫ মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী সচিব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
২৬ ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সচিব কৃষি মন্ত্রণালয়
২৭ নাসরীন আফরোজ নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ
২৮ ফরিদ আহাম্মদ সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৯ ড. মোঃ মুশফিকুর রহমান সচিব ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
৩০ আবদুল বাকী সচিব রেলপথ মন্ত্রণালয়
৩১ নাজমুল আহসান সচিব পানি সম্পদ মন্ত্রণালয়
৩২ মোঃ আশরাফ উদ্দিন সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়
৩৩ আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সচিব বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
৩৪ ড. মহিউদ্দিন আহমেদ সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৩৫ এ কে এম শামিমুল হক ছিদ্দিকী সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
৩৬ ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার সচিব অর্থ বিভাগ
৩৭ মোঃ মাহমুদুল হোসাইন খান সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ
৩৮ মোঃ আজিজুর রহমান সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
৩৯ সুকেশ কুমার সরকার মহাপরিচালক (সচিব) জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি
৪০ মোঃ খলিলুর রহমান সচিব ভূমি মন্ত্রণালয়
৪১ খলিল আহমদ সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৪২ ড. মোহাম্মদ ওমর ফারুক রেক্টর (সচিব) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি
৪৩ নাজমা মোবারেক সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
৪৪ ইসরাত চৌধুরী সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৪৫ মোঃ নূরুল আলম সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
৪৬ মোঃ আব্দুস সবুর মণ্ডল চেয়ারম্যান (সচিব) ভূমি সংস্কার বোর্ড
৪৭ মোঃ খায়রুল আলম সেখ সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়
৪৮ মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
৪৯ ড. ফরিদ উদ্দিন আহমদ সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
৫০ ড. মো. সহিদউল্যাহ রেক্টর (সচিব) জাতীয় প্রশাসন উন্নয়ন একাডেমি
৫১ রেহানা পারভীন সদস্য (সচিব) পরিকল্পনা কমিশন
৫২ মোঃ রুহুল আমিন সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
৫৩ মোহাং সেলিম উদ্দিন সচিব বাণিজ্য মন্ত্রণালয়
৫৪ খোরশেদা ইয়াসমিন এনডিসি সচিব দুর্নীতি দমন কমিশন
৫৫ ড. মোঃ মোস্তাফিজুর রহমান সদস্য (সচিব) পরিকল্পনা কমিশন
৫৬ মোঃ নবীরুল ইসলাম সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
৫৭ আমিন উল আহসান চেয়ারম্যান (সচিব) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
৫৮ মোসাম্মৎ শাহানারা খাতুন সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
৫৯ সাঈদ মাহমুদ বেলাল হায়দার সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
৬০ মোঃ আব্দুর রহমান খান সচিব ও চেয়ারম্যান অভ্যন্তরীণ সম্পদ বিভাগজাতীয় রাজস্ব বোর্ড
৬১ শফিউল আজিম সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়
৬২ মোঃ সাঈদ মাহবুব খান রেক্টর (সচিব) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
৬৩ মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ
৬৪ ডাঃ মোঃ সারোয়ার বারী সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
৬৫ ড. মইনুল খান চেয়ারম্যান (সচিব) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
৬৬ এ এইচ এম সফিকুজ্জামান সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
৬৭ মোঃ জসীম উদ্দিন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়
৬৮ ড. হাফিজ আহমেদ চৌধুরী সচিব (রুটিন দায়িত্ব) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ
৬৯ মোঃ গোলাম রব্বানী সচিব (রুটিন দায়িত্ব) আইন ও বিচার বিভাগ
৭০ শীষ হায়দার চৌধুরী সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
৭১ মোঃ সাইফুল্লাহ পান্না সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়
৭২ নাসরীন জাহান সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
৭৩ মোঃ হাফিজুর রহমান সচিব (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রণালয়

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০১-০৩)। "মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৩ 
  2. "সরকারের সচিব/সমমর্যাদাসম্পন্ন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাবৃন্দের তালিকা"মন্ত্রিপরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৩