হরবিন্দর সিং
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হরবিন্দর সিং | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৩ ডিসেম্বর, ১৯৭৭ অমৃতসর, পাঞ্জাব, ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার, প্রশাসক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২১৫) | ৬ মার্চ ১৯৯৮ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২২ আগস্ট ২০০১ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১০৬) | ১৩ সেপ্টেম্বর ১৯৯৭ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৭ অক্টোবর ২০০১ বনাম কেনিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৫ সেপ্টেম্বর ২০২০ |
হরবিন্দর সিং (গুরুমুখী: ਹਰਵਿੰਦਰ ਸਿੰਘ; জন্ম: ২৩ ডিসেম্বর, ১৯৭৭) পাঞ্জাবের অমৃতসর এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রশাসক। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের শেষদিক থেকে শুরু করে ২০০০-এর দশকের সূচনালগ্ন পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]
;ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে পাঞ্জাব ও রেলওয়েজ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]১৯৯৫-৯৬ মৌসুম থেকে ২০০৮ সাল পর্যন্ত হরবিন্দর সিংয়ের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে অন্যতম প্রতিশ্রুতিশীল ভারতীয় মিডিয়াম পেসার হিসেবে আত্মপ্রকাশ করেন। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি খেলায় দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন।
ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সার্ক ট্যুর টুর্নামেন্টে ভারতের এ-দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। ঐ প্রতিযোগিতায় অন্যতম তারকা খেলোয়াড়ের মর্যাদা পান। পাকিস্তান এ-দলের বিপক্ষে ৬/৪৩ ও বাংলাদেশ এ-দলের বিপক্ষে ৪/৪৪ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন। এরফলে, ঐ বছরে কানাডা গমন করেন।
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্ট ও ষোলোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন হরবিন্দর সিং। ৬ মার্চ, ১৯৯৮ এ চেন্নাইয়ে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২২ আগস্ট, ২০০১ তারিখে ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কা দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯৯৭ সালে টরন্টোয় অনুষ্ঠিত সাহারা কাপের প্রথম খেলায় পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে হরবিন্দর সিংয়ের।[২] ধীরে ধীরে পরিপক্কতা আনয়ণের ফলে, ১৯৯৮ সালের শুরুতে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। দূর্দান্ত সূচনা করেন। নিজস্ব প্রথম স্পেলে মার্ক টেলরের উইকেট লাভে সক্ষম হন। একই সিরিজের তৃতীয় টেস্টে জাভাগাল শ্রীনাথের পরিবর্তে খেলার সুযোগ পান। মাইকেল স্ল্যাটারের উইকেট পান।
এর পরপরই শারজায় কোকা কোলা প্রতিযোগিতায় ভারত দলের সদস্যরূপে তাকে রাখা হয়। কিন্তু, দলে নিজেকে স্থায়ী আসন গেড়ে নিতে পারেননি। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ খেলায় অংশ নেন। আবারও তিনি ভালোমানের বোলিং করেন কিন্তু সফল হননি। একদিনের খেলায় উইকেট পেলেও ওভারপ্রতি তাকে পাঁচের অধিক রান খরচ করতে হয়েছিল।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন তিনি। ২০২০ সালে ভারতের জাতীয় দল নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Harvinder Singh"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৭।
- ↑ "Full Scorecard of India vs Pakistan 1st ODI 1997"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৭।
- ↑ "Sunil Joshi set to take over as chairman of selectors"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৭।
- ↑ "All you need to know about new BCCI selector and former India pacer Harvinder Singh"। Scroll.in (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৭।
আরও দেখুন
[সম্পাদনা]- অমর সিং
- কানবর রাই সিং
- ভারতীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা
- প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা
- ভারতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে হরবিন্দর সিং (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে হরবিন্দর সিং (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)