২০২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব
২০২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হচ্ছে।[১] এশিয়া অঞ্চলের বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপে মালয়েশিয়া ও কাতারে দুটি উপআঞ্চলিক বাছাইপর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।[২] দুটি উপআঞ্চলিক বাছাইপর্বের বিজয়ী দলদ্বয় আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হবে,[৩] যে টুর্নামেন্টটি ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর মাসে নেপালে অনুষ্ঠিত হবে।[৪][৫] আঞ্চলিক ফাইনাল টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণ করবে ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম পর্ব থেকে বিদায় নেয়া সংযুক্ত আরব আমিরাত, ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব এ টুর্নামেন্ট থেকে ২০২২ টি২০ বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়া ওমান, নেপাল ও বাহরাইন এবং ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব বি টুর্নামেন্ট থেকে ২০২২ টি২০ বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়া সিঙ্গাপুর ও হংকং।[৬][৭][৮] আঞ্চলিক ফাইনালের সেরা দুই দল ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা লাভ করবে।[৯]
বাছাইপর্ব বি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মালয়েশিয়া আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ হয়।[১০]
দলসমূহ
[সম্পাদনা]বাছাইপর্ব এ | বাছাইপর্ব বি | আঞ্চলিক ফাইনালে সরাসরি উত্তীর্ণ |
---|---|---|
বাছাইপর্ব এ
[সম্পাদনা]তারিখ | ২৮ সেপ্টেম্বর ২০২৩ – ৫ অক্টোবর ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন |
আয়োজক | কাতার |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ১২ |
দলীয় সদস্য
[সম্পাদনা]কাতার | কুয়েত[১১] | মালদ্বীপ[১২] | সৌদি আরব[১৩] |
---|---|---|---|
|
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | কুয়েত | ২ | ২ | ০ | ০ | ০ | ৪ | +২.৫৩২ |
২ | সৌদি আরব | ২ | ২ | ০ | ০ | ০ | ৪ | +১.৬৩৪ |
৩ | কাতার (H) | ২ | ০ | ২ | ০ | ০ | ০ | −০.৮২৩ |
৪ | মালদ্বীপ | ২ | ০ | ২ | ০ | ০ | ০ | −৩.২৫৫ |
আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ
সূচি
[সম্পাদনা]ব
|
||
ইমল লিয়ানাগে ৪৬ (৪৯)
ইলিয়াস আহমেদ ২/২৩ (৪ ওভার) |
রবিজ সন্দরুবন ৪২ (২৯)
হিমাংশু রাঠোড় ৩/২০ (৪ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ আহনাফ (কাতার)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার ৫৮ (৩৫)
আমিল মাউরুফ ২/২৪ (৪ ওভার) |
আজইয়ান ফরহাদ ৪৩ (৪৪)
মোহাম্মদ হিশাম শেখ ৪/১২ (৪ ওভার) |
- সৌদি আরব টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কৌশল রোদ্রিগো, মহগে সবিন্দ্র অমরদাস (মালদ্বীপ) ও ওয়াকার-উল-হাসান (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
আজইয়ান ফরহাদ ২৯ (৪৬)
মোহাম্মদ আসলাম ২/১১ (৩ ওভার) |
মিত ভাবসার ৬০* (৪১)
লিম শফিক ২/২৫ (৩.২ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সাকলাইন আরশাদ ২৭ (২৪)
মোহাম্মদ হিশাম শেখ ৪/১৪ (৪ ওভার) |
মোহাম্মদ হিশাম শেখ ২৯* (৩৩)
হিমাংশু রাঠোড় ২/২১ (৪ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
কৌশল রোদ্রিগো ৭১ (৫৪)
মুহাম্মদ মুরাদ ৩/২১ (৪ ওভার) |
সাকলাইন আরশাদ ৬১* (৩২)
উমর আদম ১/৩৫ (৪ ওভার) |
- কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মিত ভাবসার ৮৯ (৫৫)
ইশতিয়াক আহমেদ ৫/২৭ (৪ ওভার) |
ফয়সাল খান ৬৯ (৩৪)
সৈয়দ মনিব ৪/১৬ (৩.৪ ওভার) |
- কুয়েত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
বাছাইপর্ব বি
[সম্পাদনা]তারিখ | ২৬ জুলাই ২০২৩ – ১ আগস্ট ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | মালয়েশিয়া |
বিজয়ী | মালয়েশিয়া |
রানার-আপ | থাইল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৫ |
খেলার সংখ্যা | ১০ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | বিরনদীপ সিং |
সর্বাধিক রান সংগ্রহকারী | আহমেদ ফাইজ (১১৫) |
সর্বাধিক উইকেটধারী | শাজরুল ইজ্জত ইদ্রিস (১০) |
দলীয় সদস্য
[সম্পাদনা]চীন[৫] | থাইল্যান্ড[১৪] | ভুটান[১৫] | মালয়েশিয়া[১৬] | মিয়ানমার[৫] |
---|---|---|---|---|
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মালয়েশিয়া (H) | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +৫.৯৮৬ |
২ | থাইল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +২.৯২৭ |
৩ | ভুটান | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | −০.০৮৫ |
৪ | চীন | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −৩.৫৩৭ |
৫ | মিয়ানমার | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −৪.১৯৬ |
আঞ্চলিক ফাইনালে উত্তীর্ণ
সূচি
[সম্পাদনা]ব
|
||
ওয়েই গুওলেই ৭ (১৫)
শাজরুল ইজ্জত ইদ্রিস ৭/৮ (৪ ওভার) |
বিরনদীপ সিং ১৯* (১৪)
ওয়াং চি ১/৫ (২ ওভার) |
- চীন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- শারভিন সুরেন্দ্রন (মালয়েশিয়া), ইন চেনহাও, ওয়াং চি, ওয়াং লিউইয়াং, ওয়েই গুওলেই, চেন ঝুওউয়ে, ঝাও তিয়েনল্য, ঝুয়াং ৎজ্যলিন, তিয়েন সেনচুন, মা চিয়েনছ্যং, লুও শিলিন ও শিয়ে কুনকুন (চীন)-এর টি২০আই অভিষেক হয়।
- শাজরুল ইজ্জত ইদ্রিস (মালয়েশিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
শেরাব লোডে ১৮ (১৬)
প্যে ফ্যো বে ৩/২৯ (৪ ওভার) |
রৈ নইঁ থুঁ ১৯ (১৭)
কারমা দোর্জি ২/৪ (২ ওভার) |
- ভুটান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কারমা দোর্জি, কিশন ঘালে, তাশি ফুনৎসো (ভুটান), ঔঁ কো কো, কো কো লিঁ সু, খিঁ এ, থক্ লিঁ ঊ, থক্ লিঁ ঔঁ, নে লিঁ থুঁ, পইঁ ধনু, প্যে ফ্যো বে, রৈ নইঁ থুঁ, সু রা ঔঁ ও সোয়ান থক্ কো কো (মিয়ানমার)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ওয়েই গুওলেই ৮ (১৬)
নব্বল সেনামন্ত্রী ৪/৯ (২.৫ ওভার) |
সরবঢ্ন দেসুঙ্নেন ১৬* (১৫)
ওয়াং চি ১/৭ (২ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অক্ষয়কুমার যাদব, ইয়ান্দ্রে কুটজে ও সরাবুধ মঃলিবল্য (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
জুবাইদি জুলকিফলি ৩৬ (১৯)
তেনজিন ওয়াংচুক ২/২৮ (৪ ওভার) |
সুপ্রীত প্রধান ২২ (২৭)
বিরনদীপ সিং ২/১৪ (৪ ওভার) |
- ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
রবার্ট রায়না ৪২ (৩০)
সু রা ঔঁ ২/২৩ (৪ ওভার) |
প্যে ফ্যো বে ৮ (১৮)
খনিষ্ঠসর নাংজয়কুল ৪/৭ (৪ ওভার) |
- মিয়ানমার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ঙ্যেইঁ খ্যঁ চো (মিয়ানমার)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সুপ্রীত প্রধান ৫৯ (৪১)
মা চিয়েনছ্যং ১/১৭ (৪ ওভার) |
ওয়েই গুওলেই ১৫ (১৪)
নামগে থিনলে ৩/৩ (২.৪ ওভার) |
- ভুটান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে চীনের লক্ষ্য ১৭ ওভারে ১৪৪ নির্ধারণ করা হয়।
- ৎজোং উয়েছাও, দ্যং জিনচি (চীন) ও আনন্দ মোঙ্গর (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
আহমেদ ফাইজ ১০৫* (৫০)
থক্ লিঁ ঊ ২/৪০ (৩ ওভার) |
রৈ নইঁ থুঁ ১০ (১৫)
শাজরুল ইজ্জত ইদ্রিস ২/৫ (৩ ওভার) |
- মিয়ানমার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ম্যত্ সু ঔঁ (মিয়ানমার)-এর টি২০আই অভিষেক হয়।
- আহমেদ ফাইজ (মালয়েশিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।
ব
|
||
তেনজিন রাবগে ২২ (২৭)
রবার্ট রায়না ২/১৮ (৪ ওভার) |
অক্ষয়কুমার যাদব ৩১* (২৮)
সুপ্রীত প্রধান ১/২২ (৩ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
প্যে ফ্যো বে ১৭ (২৫)
চেন ঝুওউয়ে ৪/১৬ (৪ ওভার) |
ঝুয়াং ৎজ্যলিন ৩৩ (৪১)
পইঁ ধনু ২/১৫ (৪ ওভার) |
- চীন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ৎজৌ কুয়েই (চীন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অক্ষয়কুমার যাদব ২৩ (২৩)
বিজয় সুরেশ ৪/২৩ (৪ ওভার) |
সৈয়দ আজিজ ৪৫* (৩২)
রবার্ট রায়না ২/১৭ (৩ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
আঞ্চলিক ফাইনাল
[সম্পাদনা]তারিখ | ৩০ অক্টোবর – ৫ নভেম্বর ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
আয়োজক | নেপাল |
বিজয়ী | ওমান |
রানার-আপ | নেপাল |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ১৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | আকিব ইলিয়াস |
সর্বাধিক রান সংগ্রহকারী | কুশল ভুর্তেল (১৮৫) |
সর্বাধিক উইকেটধারী | বিলাল খান (১১) |
দলীয় সদস্য
[সম্পাদনা]গ্রুপ পর্ব
[সম্পাদনা]গ্রুপ এ
[সম্পাদনা]গ্রুপ বি
[সম্পাদনা]নকআউট পর্ব
[সম্পাদনা]বন্ধনী
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Twelve teams to get automatic entry into 2024 men's T20 World Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২।
- ↑ "Qatar Cricket and Malaysia Cricket to host the 2024 T20 World Cup Asia Sub-Regional Qualifiers"। হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩।
- ↑ "Everything you need to know about the ICC Men's T20 World Cup EAP Qualifier"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ "What if one among Nepal, Oman or UAE seals the ticket to Cricket World Cup 2023?"। ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩।
- ↑ ক খ গ "ICC Men's T20 World Cup Asia Qualifier B gets underway in Malaysia"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩।
- ↑ "Asia regional qualification towards 2024 ICC Men's T20 World Cup to be held in 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।
- ↑ "Nepal cricket team's action-packed schedule from June to November"। ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩।
- ↑ "Everything you need to know about the ICC Men's T20 World Cup Europe Qualifier"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ "Qualification pathway for ICC Men's T20 World Cup 2024 announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২।
- ↑ "Malaysia win T20 World Cup Asia B Qualifier"। নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৩।
- ↑ "Kuwait National Men's team led by skipper Mohammad Aslam is all set and ready to embark on a dream journey later today for the inaugural Gulf T20I Cricket Championship @gcccricket followed by the ICC - International Cricket Council T20 World Cup Qualifiers in Doha - Qatar 🇶🇦🏏"। কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "2023 ICC Men's T20 World Cup Qualifiers"। মালদ্বীপ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "قائمة المنتخب السعودي المشاركة في ملحق التصفيات الآسيوية المؤهلة لكأس العالم! 📋🏏"। সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "ICC MENS T20 WORLD CUP SUB REGIONAL ASIA B QUALIFIER 2023"। থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৩।
- ↑ @BhutanCricket (১৯ জুন ২০২৩)। "#announcement The list of selected 14 players and the coaching staff for the upcoming ICC Men's T20 WC Sub Regional Asia B Qualifier to be held in Malaysia from July 24th to Aug 1st, 2023. Suprit has been appointed as the new captain of the team, with Namgay serving as the VC" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Wishing our team the best of luck 🤞🏼"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৩।