অন্তর্যামী/২১
অবয়ব
(পৃ. ২১)
(২১)
সে পথের হইতাম ধূলি কণা যদি!
আঁকড়িয়া থাকিতাম তারে নিরবধি!
বুকে বুকে থাকিতাম,
কভু নাহি ছাড়িতাম!
আঁকড়িয়া থাকিতাম তাঁরে নিরবধি!
সে পথের পথিকের পদতলে বাজি,
মিশে মিশে হইতাম পদ-রজ-রাজি!
আঁকড়িয়া থাকিতাম,
মিশে মিশে হইতাম,
ধূলায় ধূসর তার পদ-রজ-রাজি!