উৎসর্গ
অবয়ব
মোহিতচন্দ্র সেন -কর্তৃক সম্পাদিত কাব্যগ্রন্থে : ১৩১০
গ্রন্থাকারে প্রকাশ : ১৩২১
দ্বিতীয় সংস্করণ : অগ্রহায়ণ ১৩৩৯
তৃতীয় সংস্করণ: ফাল্গুন ১৩৫১
পুনর্মুদ্রণ: আশ্বিন ১৩৫৯, জ্যৈষ্ঠ ১৩৬৬, আষাঢ় ১৩৬৯
চতুর্থ সংস্করণ বৈশাখ ১৩৭৭
পঞ্চম সংস্করণ : জ্যৈষ্ঠ ১৩৮৭
চৈত্র ১৩৯৫
© বিশ্বভারতী
প্রকাশক শ্রীজগদিন্ত্র ভৌমিক
বিশ্বভারতী। ৬ আচার্য জগদীশ বসু রোড। কলিকাতা ১৭
মুত্রক স্বপ্না প্রিস্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড
৫২ রাজা রামমোহন রায় সরণী। কলিকাতা
রেভারেণ্ড সি. এফ. এণ্ড রুজ
প্রিয়বন্ধুবরেযু
শান্তিনিকেতন
১লা বৈশাখ ১৩২১
প্রথম ছত্রের সূচী | ||
অচিরবসন্ত হায় এল, গেল চলে | ১০৫ | |
অত চুপিচুপি কেন কথা কও | ৯১ | |
আকাশসিন্ধু-মাঝে এক ঠাই | ৩৪ | |
আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী | ৪৬ | |
আজ মনে হয়, সকলেরি মাঝে। | ২৭ | |
আজি হেরিতেছি আমি হে হিমাদ্রি গভীর নির্জনে | ৫২ | |
আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ওগো | ৫৭ | |
আপনারে তুমি করিবে গোপন | ১২ | |
আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা | ৮৮ | |
আমার খোলা জানালাতে | ৬৯ | |
আমার মাঝারে যে আছে কে গো সে | ২১ | |
আমি চঞ্চল হে | ১৭ | |
আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে | ৬৪ | |
আলো নাই, দিন শেষ হল ওরে | ৮৩ | |
আলোকে আসিয়া এরা লীলা করে যায় | ৭২ | |
ওরে আমার কর্মহারা | ৬৫ | |
ওরে পদ্মা, ওরে মোর রাক্ষসী প্রেয়সী | ১০৬ | |
কত দিবা কত বিভাবরী | ১০৩ | |
কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলে | ১০৮ | |
কী কথা বলিব বলে | ১০২ | |
কুঁড়ির ভিতরে কঁদিছে গন্ধ অন্ধ হয়ে | ১৯ | |
কেবল তব মুখের পানে চাহিয়া | ৮ | |
ক্ষান্ত করিয়াছ তুমি আপনারে, তাই হেৱো আজি | ৫১ | |
চিরকাল একি লীলা গো | ৭৪ | |
তুমি আছ হিমাচল, ভারতের অনন্তসঞ্চিত | ৫৩ | |
তোমায় চিনি বলে আমি কয়েছি গরব | ১৪ | |
তোমার বীণায় কত তার আছে | ৩৯ | |
তোমারে পাছে সহজে বুঝি | ১১ | |
দিয়েছ প্রশ্রয় মোরে, করুণানিলয় | ১০৭ | |
দুয়ারে তোমার ভিড় করে যারা আছে | ৪২ | |
দেখো চেয়ে গিরির শিরে | ৫৯ | |
ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে | ৩৮ | |
নব বৎসরে করিলাম পণ | ১১১ | |
না জানি কারে দেখিয়াছি | ২৪ | |
নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় | ১০৯ | |
পথের পথিক করেছ আমায় | ৮২ | |
পাগল হইয়া বনে বনে ফিরি | ১৬ | |
বাহির হইতে দেখোনা এমন করে | ৪৩ | |
বিরহবৎসৱ-পরে, মিলনের বীণা | ১০৫ | |
ভাৱতসমূদ্র তার বাপোদ্দাস নিশ্বসে গগনে | ৫৪ | |
ভারতের কোন ঋষির তরুণ মূর্তি তুমি | ৫৫ | |
ভোরের পাখি ডাকে কোথায় | ৫ | |
মন্ত্রে সে যে পুত | ৭৯ | |
মোর কিছু ধন আছে সংসারে | ১০ | |
যদি ইচ্ছা কর তবে কটাকে হে নারী | ৫৯ | |
যোগীর শিয়রে রাতে একা ছি জাগি | ১০৮ | |
শূন্য ছিল মন | ৪৭ | |
সব ঠাঁই মোর ঘর আছে, আমি | ২৯ | |
সাজ হয়েছে রণ | ৮৫ | |
সে তো সেদিনের কথা বাক্যহীন যবে | ৯৬ | |
সেদিন কি তুমি এসেছিলে ওগো | ৭৬ | |
হায় গগন নহিলে তোমায়ে ধরিবে কে | ২৬ | |
হে জনসমূদ্র, আমি ভাবিতেছি মনে | ১১০ | |
হে নিস্তব্ধ গিরিবাজ, ভ্রভেদী তোমার সংগীত | ৫১ | |
হে পথিক, কোন্খানে | ৯৯ | |
হে বিশ্বদেব, মোর কাছে তুমি | ৩৬ | |
হে ভারত, পাজি নবীন বর্ষে | ১১৩ | |
হে রাজ, তুমি আমারে | ৪০ | |
যে হিয়ালি, দেবতাত্মা, শৈলে শৈলে বাজিও তোমার | ৫৪ |