বিষয়বস্তুতে চলুন

পাতা:গল্পগুচ্ছ (তৃতীয় খণ্ড).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০৬
গল্পগুচ্ছ

 “না মাসি, আমার পায়ের উপর ও শাল নয়, ও শাল নয়! ও শাল মিথ্যে, ও শাল ফাঁকি!”

 “শাল নয় যতীন। বউ তোর পায়ের উপর পড়েছে—ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর্।— অমন করে কাঁদিস নে বউ, কাঁদবার সময় আসছে—এখন একটুখানি চুপ কর্।”

 আশ্বিন ১৩২১