Meem Arafat Manab's Reviews > History of the Peloponnesian War

History of the Peloponnesian War by Thucydides
Rate this book
Clear rating

by
11914172
's review

it was amazing
bookshelves: nonfic

যুদ্ধের একপাশে অষ্টাদশ শতকের ব্রিটিশ রাজ, যে আপনার রাজরাজড়াদের পগারপার করে দিয়ে এরপর আপনাকে শেখাবে গণতন্ত্র, আপনাকে করবে এথেনীয় কায়দায় শিক্ষিত, বিনিময়ে নেবে কর, আর অন্যদিকে আছে বিংশ শতকের মার্কিনী সাম্রাজ্য, যার কাজ করও নেয়া না, আপনাকে গণতন্ত্র খিলানোও না, শুধু জায়গায় জায়গায় মনঃপূত পুতুল নবাব বসানো। কে জেতে এই যুদ্ধে, বিলেত না মার্কিন? অ্যাথেন্স না স্পার্টা? এই কথা জানানোর আগেই এই বই শেষ হয়ে যায়, শেষদিকের মাঝপথে, আচমকা।

কিন্তু যতক্ষণ চলে, চলে ফুল গিয়ারে। ম্যাপ দেখতে দেখতে আপনি তড়তড় করে সামনের দিকে আগায়ে যাবেন, আর আবিষ্কার করবেন, এইটুক একটা জায়গার মধ্যে পৃথিবীর সব দেশ সেঁধিয়ে বসে আছে, ছোটো ছোটো শহর, আর তাদের নিজেদের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা, শুধু কি খেলা, ট্র্যাজেডিও, দুর্ভিক্ষ আছে, আছে বারবার যুদ্ধে বাঁক বদল, আছে অগণিত জোট নিজেদের ভেতর। একটু বড়, পড়তে পড়তে এক পর্যায়ে বইটারে জীবনের চেয়ে দুই কাঠি বড় মনে হয়, সত্য। লেখক সেই যুগে এই ঢাউস বই কী করে লিখলেন জানি না, কোত্থেকে এতো তথ্য পেলেন না জানা গেলেও তার মধ্যে একটা সাংবাদিকসুলভ বলে যাওয়া আছে, আবার বেশ একটা ভেঙে দেখবার ক্ষমতাও আছে। আর বাড়তি পাওনায় আছে অসংখ্য ভাষণ, যেগুলি সত্যনিষ্ঠ না হোক, ভাষণের বাড়া।

শুনলাম যুদ্ধের শেষে অ্যাথেন্স হেরে যায়। স্বাভাবিক, সাম্রাজ্যবাদের দুই চেহারার মাঝে মার্কিনীরাই আগায়ে থাকবে, যদিও মানুষ মনে রাখবে ব্রিটিশ রাজরেই, স্পার্টা নিয়া বড়জোর দুই চারটা আমেরিকান স্নাইপার আর ব্ল্যাক হক ডাউন বানানো সম্ভব। সেও শুধু হলিউডে।
15 likes · flag

Sign into Goodreads to see if any of your friends have read History of the Peloponnesian War.
Sign In »

Reading Progress

Started Reading
July 11, 2018 – Shelved
July 11, 2018 – Finished Reading
July 12, 2018 – Shelved as: nonfic

No comments have been added yet.