নাগদাসক
অবয়ব
নাগদাসক (পালি: नागदासक) হর্য্যঙ্ক রাজবংশের শেষ রাজা ছিলেন, যিনি আনুমানিক ৪৩৭ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪১৩ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ শাসন করেন।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]নাগদাসক মগধের হর্য্যঙ্ক রাজবংশীয় শাসক মুণ্ডর পুত্র ছিলেন। পিতাকে হত্যা করে তিনি মগধের রাজসিংহাসনে আরোহণ করেন। আনুমানিক ৪১৩ খ্রিস্টপূর্বাব্দে তার শাসনের বিরুদ্ধে মগধের প্রজারা বিদ্রোহ করে তাকে সিংহাসনচ্যুত করে তার অমাত্য ও বারাণসীর রাজপ্রতিনিধি শিশুনাগকে মগধের সিংহাসনে আসীন করলে হর্য্যঙ্ক রাজবংশের পতন ঘটে।[১]:১৯৩-১৯৫[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]নাগদাসক
| ||
পূর্বসূরী মুণ্ড |
মগধের রাজা | উত্তরসূরী শিশুনাগ রাজবংশ |